| ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: সব জল্পনা কল্পনা শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন ক্লাবে যাচ্ছেন রোনালদো

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ মে ০২ ১১:১৩:৩৬
ব্রেকিং নিউজ: সব জল্পনা কল্পনা শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন ক্লাবে যাচ্ছেন রোনালদো

একে তো বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর ভবিষ্যত এরইমধ্যে অনেক বড় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তার ওপর নতুন কোচ এরিক টেন হাগ তাকে দলে রাখবেন কি না তা নিয়ে জ্বল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। দল সাজানোর জন্য এই ডাচ কোচকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ম্যানইউ ক্লাব কর্তৃপক্ষ।

গত গ্রীষ্মেই ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ম্যানইউতে যোগ দেন রোনালদো। এমনকি ৩৭ বছর বয়সেও তার মধ্যে গোল করার যে প্রতিভা রয়েছে, তা বিশ্বের যে কোনও ফুটবলারকেই চমক দিতে পারে। ওল্ড ট্রাফোর্ডেও তিনি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছেন এবং নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

চলতি মৌসুমে এখনও পর্যন্ত ইউনাইটেডের হয়ে ২৩টি গোল করেছেন সিআর সেভেন। দল যতই খারাপ সময়ের মধ্যে দিয়ে এগোক না কেন! পর্তুগিজ এই ফুটবল তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ১৭ গোল। পাশাপাশি নিজের ফিটনেসও ধারাবাহিকভাবে ধরে রেখেছেন তিনি।

ব্রিটিশ পত্রিকা দ্য মিরর লিখেছে, প্রিমিয়ার লিগে রোনালদো যেভাবে পারফর্ম করেছেন, তা ইতিমধ্যেই নজর কেড়েছে রিয়াল মাদ্রিদের। তারা ইতিমধ্যেই পর্তুগিজ তারকাকে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।

মূলতঃ রিয়ালের নজর রয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের দিকে। পিএসজির এই ফুটবলারকে কেনার জন্য গত বছর থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল। এবার হয়তো তারা সফল হবে। কিন্তু শেষ পর্যন্ত যদি এমবাপেকে না পাওয়া যায়? কারণ, এখনও পর্যন্ত পিএসজির এই তারকার পক্ষ থেকে নিশ্চিত হতে পারেনি রিয়াল।

এমবাপেকে না পেলেই কেবল রোনালদোর দিকে হাত বাড়াবে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে রোনালদো যে ক্লাব ফুটবলে ইতিহাস তৈরি করেছেন সেটা আর আলাদা করে বলার দরকার পড় না। ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেওয়ার জন্য তিনি এই স্প্যানিশ ক্লাবের হাত ছেড়েছিলেন। সে সঙ্গে রিয়ালের গৌরবজ্জ্বল অধ্যায়েরও অনেকটা দাঁড়ি পড়ে গিয়েছিল।

শোনা যাচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আবারও গাঁটছড়া বাঁধার জন্য রিয়াল মাদ্রিদ আপাতত মুখিয়ে রয়েছে। বর্তমানে রোনালদো ৩৭ বছরে পা রাখলেও লা লিগায় গোল করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী।

একে তো রিয়াল রোনালদোকে পেতে চায়, সে জায়গায় সে জায়গায় ম্যানইউতে সি আর সেভেনের ভবিষ্যত খুব একটা সুনিশ্চিত নয়। নতুন ম্যানেজার এরিক টেন হাগ আসার পর ম্যানইউতে তার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

এই ডাচ ফুটবল কোচ তরুণ ফুটবলারদের নিয়েই নিজের দল গড়ে তুলতে চান। সুতরাং, দলের মধ্যে তুলনামূলক প্রবীণদের জায়গা অনেকটাই কমে যাবে। তবে ম্যানইউর হয়ে এবারের মৌসুমে রোনালদোর যে গোল করার রেকর্ড রয়েছে, তাতে তিনি যে আজও বিশ্বের যে কোনও ক্লাবের কাছে সেরা সম্পদ, তা চোখ বন্ধ করে বলা যেতেই পারে।

ক্রিকেট

বিসিবির বিদায়ী সম্মাননা পেয়ে মনের কথাগুলো বললেন তামিম

বিসিবির বিদায়ী সম্মাননা পেয়ে মনের কথাগুলো বললেন তামিম

বিপিএল ফাইনালের উন্মাদনার মাঝে একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হলো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। ফরচুন বরিশালকে টানা ...

বিপিএলে ব্যাটে ও বলে সবার সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ

বিপিএলে ব্যাটে ও বলে সবার সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-২৫ মৌসুম শেষ হলো উত্তেজনাপূর্ণ এক ফাইনালের মধ্য দিয়ে। চিটাগং কিংসকে ...

ফুটবল

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যাম্পিয়নের স্বাদ পেতে হলে ছয় দলের মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফাইনাল পর্বে তাই ...

অবশেষে নিষিদ্ধ হলো পাকিস্তান

অবশেষে নিষিদ্ধ হলো পাকিস্তান

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)-কে আবারও নিষিদ্ধ করেছে। ২০১৭ সালের পর ...



রে