| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আন্ডারলেখটকে ৪-০ গোলে উড়িয়ে দিল দুর্দান্ত ফর্মে থাকা নেইমাররা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ অক্টোবর ১৯ ১১:২৯:৩৫
আন্ডারলেখটকে ৪-০ গোলে উড়িয়ে দিল দুর্দান্ত ফর্মে থাকা নেইমাররা

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির বাড়ানো বল ডি-বক্সে ডান দিকে ধরেন এমবাপে। ফরাসি এই ফরোয়ার্ড নেইমারদের ক্রস না বাড়িয়ে দুরূহ কোণ থেকেই গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল পাঠিয়ে দেন জালে।

২৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট হয় পিএসজির। প্রতিপক্ষের ব্যাকপাস যখন এমবাপে ধরে ফেলেন, সামনে শুধু গোলরক্ষক মাটস সেলস। কাটানোর মুহূর্তে বল এমবাপের পা থেকে সরিয়ে দেন তিনি। ফিরতি বলে নেইমারের গড়ানো শট একটুর জন্য বাঁ পোস্টের বাইরে দিয়ে যায়।

আক্রমণভাগের তিন তারকার ছোঁয়ায় ৪৪তম মিনিটে অবশেষে ব্যবধান বাড়ে। নেইমারের জোরালো উঁচু শট কোনোমতে ফিরিয়েছিলেন গোলরক্ষক সেলস। বল ডানে এমবাপের কাছে যেতেই হেডে পাঠান ছোটো ডি-বক্সে থাকা কাভানিকে। উরুগুয়ের স্ট্রাইকারও প্রথম সুযোগেই হেডে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন।

প্রথমার্ধে দুটো আধাআধি সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। তবে গোলরক্ষক আলফুঁস আরিওলার দৃঢ়তায় কোনো বিপদ হয়নি পিএসজির।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে নেইমার-এমবাপে-কাভানি ত্রয়ীতে আবার গোলের সুযোগ আসে। নেইমারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এমবাপে বল বাড়িয়েছিলেন ডানে থাকা কাভানিকে। বুক দিয়ে বল নামিয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকারের নেওয়া জোরালো শট গোলরক্ষককে ফাঁকি দিলেও বাধা পায় ক্রসবারে।

৫৩তম মিনিটে ডান দিক থেকে জাতীয় দল সতীর্থ দানি আলভেসের মাপা ক্রসে নেইমারের হেড একটুর জন্য যায় বাঁ পোস্টের বাইরের দিয়ে।

ছয় মিনিট পর সুযোগ নষ্ট করেন কাভানি-এমবাপে। প্রথমে কাভানি ঠিকমতো শট নিতে না পারায় ঠেকিয়ে দেন গোলরক্ষক। বল পেয়ে এমবাপে কাছ থেকেও শট নিলেন ক্রসবারের উপর দিয়ে।

৬৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যান শুরু থেকেই দুর্দান্ত খেলা নেইমার। ফ্রি-কিকে ব্রাজিলের ফরোয়ার্ড বুদ্ধিদীপ্ত গড়ানো শট নেন। রক্ষণ দেয়াল তৈরি করা খেলোয়াড়রা বরাবরের মতো লাফিয়ে ওঠায় বল পায়ের নিচ দিয়ে চলে যায় জালে।

৭৯তম মিনিটে হেনরি ওনিয়েকুরুর শট ক্রসবার না ফেরালে ব্যবধান কমাতে পারতো আন্ডারলেখট। তিন মিনিট পর গতিতে এক ডিফেন্ডারকে পরাস্ত করে কাছ থেকে এমবাপের নেওয়া নিচু শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন কাভানির বদলি হিসেবে নামা দি মারিয়া।

আগের দুই ম্যাচে সেল্টিককে ৫-০ ও বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া পিএসজি তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল। আগের দুই ম্যাচে বায়ার্ন মিউনিখ ও সেল্টিক – দুই দলের কাছেই ৩-০ গোলে হারা আন্ডারলেখট রইল তলানিতেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

অ্যান্টিগায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিন শুরুতেই দারুণ বোলিং নৈপুণ্যে আলো ছড়িয়েছেন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে