কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে কারা, জানালেন আর্জেন্টাইন তারকা
আর্জেন্টিনাকে অন্তত বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন তিনি। এদিকে শেষ চার বিশ্বকাপের দল থেকে এবার বিশ্বকাপের আগের কয়েক বছরের পারফর্ম্যান্সে দারুণ পরিবর্তন এসেছে আর্জেন্টিনার। আগের মেসিনির্ভর দলটা এখন আর নেই। মেসিকে ছাড়াও এখন বেশ শক্তপোক্ত দল আলবিসেলেস্তেদের।
সেটাই মুগ্ধ করেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ককে। আগের আর্জেন্টিনায় আক্রমণ গড়ে দেওয়া থেকে গোল করা, দায়িত্বটা কম ছিল না মেসির। কেম্পেসের ভাষায়, ‘এর আগ পর্যন্ত মেসিকে কেবল গোলরক্ষকের দায়িত্বটাই পালন করতে হয়নি, এটা ছাড়া বাকি সবই করতে হতো ওর।’
সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রথম বিশ্বজয়ের নায়ক কেম্পেস বলেন, ‘তবে এই দলটা পুরোপুরি ভিন্ন। আমি জানি না, এই দলের খেলোয়াড়দের ব্যক্তিত্বটাই এমন নাকি এরা ভিন্ন মাপের খেলোয়াড়। তবে একটা বিষয় ওরা দেখাচ্ছে, যে মেসিকে নিয়ে কিংবা মেসিকে ছাড়াও তারা একইভাবে খেলতে পারে। মেসিকে একটা সময় মনে হতো সে বাধ্য হয়ে আর্জেন্টিনায় আসছে, এখন মনে হচ্ছে সে এখানে আসলেই খুশি।’
তিনি আরও বলেন, ‘আমার মতে সে পিএসজিতে গিয়ে ভালো করেনি। সে দুঃখী, অনেকটা বাধ্য হয়েই হাসে। সে প্রচণ্ড স্নায়ুচাপে ভুগছে, কারণ সে সেখানে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করছে না। লিগে যে কোনো দলকেই তারা হারাতে পারে কিন্তু তারা সেখানে কাকে দুয়ো দিলো? তাকে, কারণ সে বিশ্বসেরা খেলোয়াড়, তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে, কিন্তু সে শেষ ষোলোর গণ্ডিই পার করতে পারেনি।’
তিনি বলেন, ‘মেসি সেখানে আত্মবিশ্বাস নিয়ে খেলছে না। দুর্ভাগ্যজনকভাবে আমি একে ভালো চোখে দেখতে পারছি না। খারাপও বলছি না। কারণ অনেক ম্যাচে সে ভালো শুরু করেছিল। তবে ফলটা হয়েছে ভিন্ন। এই আর্জেন্টিনা দল যে কারো বিপক্ষে ঠাণ্ডা মাথায় খেলতে পারে।
আজ দলটা র্যাঙ্কিংয়ের শীর্ষে নেই বটে, কিন্তু বিশ্বের যে কোনো দলকে হারানোর রসদ আছে এদের। আমি এর চেয়ে ভালো কোনো জাতীয় দল দেখছি না, এমনকি বেলজিয়ামও না। ফ্রান্স যে কারো পথে কাঁটা হতে পারে, কিন্তু এই আর্জেন্টিনা বেশ মনোযোগী, শুধু মাত্র মেসির ওপর নির্ভর করে না। এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে।’
কেম্পেস আরও বলেন, ‘লিওনেল স্ক্যালোনি তার হাতে যারা ছিল, তাদের সবাইকে বাদ দিয়েছে। শুধুমাত্র মেসি, ডি মারিয়া, আর অটামেন্ডি ছাড়া। সে দলে তারুণ্য নিয়ে এসেছে, নতুনত্ব এনেছে। যদি সেমিফাইনালিস্ট কারা হবে এ কথা জিজ্ঞেস করা হয় আমাকে, তাহলে আমি বলব আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি।’
- বিপিএলের ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের নাম ঘোষণা
- বিপিএল ২০২৫ : এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুর হওয়ার পর ফেসবুকে পোস্ট দিলেন আজহারী
- চ্যাম্পিয়ন হয়ে সাকিব-মাশরাফিকে নিয়ে কথা বললেন তামিম
- ১৪৪ ধারা জারি
- কঠিন সিদ্ধান্ত নিলো ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা
- ‘সাকিব ভাই’কে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ
- ফাইনালে মাঠে নামার আগে নতুন বিপদে চিটাগাং
- বিপিএলে ‘৬’ জন প্লেয়ারকে রিটেইনের চাইলেন তামিম
- বিপিএলের ফ্লপ একাদশ ঘোষণা
- দিল্লিতে ডাকা হলো বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট
- দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিলো বিএনপি
- এইমাত্র শেষ হলো বিপিএল ফাইনাল ম্যাচের টস
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট