| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নিজেদের আপিলেই চুড়ান্ত সর্বনাশ চিলির!

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ অক্টোবর ১৫ ১০:০১:৫৩
নিজেদের আপিলেই চুড়ান্ত সর্বনাশ চিলির!

ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং কলম্বিয়া- শীর্ষ চার দল হিসেবে সরাসরি ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। অন্যদিকে পঞ্চম দল হিসেবে ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে প্লে-অফ খেলবে পেরু। অথচ সেই আপিল না করলে বিশ্বকাপে খেলার সুযোগ থাকতো চিলির সামনে।

বাছাইপর্বের ১৮ ম্যাচ শেষে চিলি ও পেরুর পয়েন্ট সমান ২৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পেরু পঞ্চম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয়। অন্যদিকে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ছিটকে পড়ে চিলিয়ানরা।

গত বছরের সেপ্টেম্বরে বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট পায় চিলি। তবে বলিভিয়া দল ম্যাচটিতে প্যারাগুয়েতে জন্মগ্রহণকারী ডিফেন্ডার নেলসন কারবেরাকে (আইন অনুযায়ী খেলার অযোগ্য) খেলানোয় ফিফার কাছে আপিল করে চিলি। আপিলে জয়লাভ করায় ফিফা চিলির অনুকূলে ৩-০ ব্যবধানের জয় দেয়া হয়। ফলে এক পয়েন্টের জায়গায় তিন পয়েন্ট পায় সানচেজের দল।

চিলির আপিলের পরপরই আপিল করে বসে পেরুও। কেননা, এক সপ্তাহ আগে পেরুর বিপক্ষেও কারবেরাকে খেলায় বলিভিয়া। সেই ম্যাচটিতে হেরে গিয়েছিল পেরু। তবে আপিলে জয়লাভ করায় ফিফা তাদের অনুকূলে ৩-০ ব্যবধানের জয় দেয়। ফলে যেখানে কোনো পয়েন্ট পাওয়ার কথা ছিল না সেখানে তিন পয়েন্ট পেয়ে গেল পেরু!

আপিলে জয়লাভ করায় প্রাথমিকভাবে চিলি লাভবান হয়েছিল। সেটিই শেসষ পর্যন্ত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। পেরুর সমান চিলিরও ২৬ পয়েন্ট। তবে পেরুর গোল ব্যবধান যেখানে +১; সেখানে চিলির -১। এই পার্থক্যের কারণেই ছিটকে পড়েছে চিলিয়ানরা।

যদি চিলি কারবেরা ইস্যুতে আপিল না করতো তবে পেরুও বিষয়টি জানতো না এবং তারাও আপিল করতো না। ওই দুই ম্যাচের ফলাফল যদি বহাল থাকতো তবে ২৪ পয়েন্ট নিয়ে চিলি পঞ্চম স্থানে থেকে প্লে-অফ খেলতে পারতো। অন্যদিকে ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে বাদ পড়তো পেরু। প্যারাগুয়ে চিলির সমান ২৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকতো ছয় নম্বরে। ফলে, যেই আপিল একসময় হাসি ফুটিয়েছিল চিলির মুখে; শেষ পর্যন্ত সেটিই কাঁদাল তাদের!

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

অ্যান্টিগায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিন শুরুতেই দারুণ বোলিং নৈপুণ্যে আলো ছড়িয়েছেন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে