| ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

ফুটবল মাঠে এমন দৃশ্য আগে কখনো দেখেছেন

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ ডিসেম্বর ১৫ ২২:৪৮:২১
ফুটবল মাঠে এমন দৃশ্য আগে কখনো দেখেছেন

এতক্ষণে অনেকেরই জানার কথা, বসুন্ধরা ও পুলিশের মধ্যে এক রোমাঞ্চকর ম্যাচ হয়েছে কাল। এর শেষ হয়েছে বসুন্ধরার ২-১ গোলের জয়ে। অতিরিক্ত যোগ করা সময়ের ১১৮ মিনিটে ম্যাচের মীমাংসা করেছেন বসুন্ধরার ডিফেন্ডার ইয়াছিন আরাফাত। নির্ধারিত সময়ে ম্যাচটি ছিল ১-১ গোলে ড্র।

নিয়ম অনুযায়ী মাঠের পূর্ব ও পশ্চিম পাশে একজন করে সহকারী রেফারি অবস্থান করেন। কিন্তু গতকালের ম্যাচে দেখা গেছে ভিন্ন দৃশ্য। একই পাশে দুজন ছিলেন গতকাল।মাঠের খেলার মতো গ্যালারির উত্তেজনা ছিল চরমে। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে পূর্ব গ্যালারি থেকে বোতল ছুড়ে মারেন সমর্থকেরা।

সে গ্যালারিতে পুলিশ ক্লাবের সমর্থকেরা ছিলেন বলে জানা যায়। পূর্ব গ্যালারির পাশে টাচলাইনে সহকারী রেফারির দায়িত্ব পালন করছিলেন শরিফুজ্জামান খান। তাঁর উদ্দেশেও বোতল ছুড়ে মারা হয়। পরবর্তী সময়ে তাঁকে স্থান বদল করে পশ্চিম পাশে নিয়ে এসে ম্যাচ পরিচালনার দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দ্বিতীয়ার্ধে আবার পূর্বের জায়গায় ফিরে যান তিনি।ফুটবলে এমন ঘটনা বিরল বলে জানালেন বাফুফের রেফারি ইনস্ট্রাক্টর সুজিত ব্যানার্জী। প্রথম আলোকে তিনি বলেন, আন্তর্জাতিক ফুটবলে এমন ঘটনা দেখা যায় না বললেই চলে।

তবে রেফারির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এমনটা করা যায়। অতীতে আবাহনী- মোহামেডান ফুটবল ম্যাচেও এমন দৃশ্য দেখা গিয়েছে।

ফুটবল

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যাম্পিয়নের স্বাদ পেতে হলে ছয় দলের মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফাইনাল পর্বে তাই ...

অবশেষে নিষিদ্ধ হলো পাকিস্তান

অবশেষে নিষিদ্ধ হলো পাকিস্তান

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)-কে আবারও নিষিদ্ধ করেছে। ২০১৭ সালের পর ...



রে