মেসির ব্যালন ডি’অর জয় মানতে না পারাই বার্সাকে হুমকি মুলারের
![মেসির ব্যালন ডি’অর জয় মানতে না পারাই বার্সাকে হুমকি মুলারের](https://www.sportshour24.com/thum/article_images/2021/12/01/24updatenews-6.jpg&w=315&h=195)
২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীদের পোস্টারবয় রবার্ট লেভান্ডভস্কি চলতি বছরও ছিলেন ব্যালন ডি’অর জয়ের দৌড়ে। কিন্তু সাবেক বার্সা অধিনায়ক লিওনেল মেসির কাছেই বর্ষসেরার দৌড়ে হারতে হয়েছে লেভাকে। থমাস মুলারের মতে, সেটা তার দলকে দিয়েছে আরও ভালো করার অনুপ্রেরণা।
লেভান্ডভস্কির ব্যালন ডি’অর না জেতা অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও জার্মান ফরোয়ার্ডের কাছে এটা মোটেও বিস্ময় নিয়ে আসেনি। ২০১৩ সালে ট্রেবল জয়ের পরও যে ব্যালন ডি’অর পাননি ফ্র্যাঙ্ক রিবেরি, হেরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে। সে স্মৃতি রোমন্থন করেই মুলার জানান বিষয়টা।
সম্প্রতি ব্যক্তিগত লিংকডইন প্রোফাইলে তিনি লিখেছেন, ‘একজন ব্যাভারিয়ান, পোলিশ ও জার্মান দৃষ্টিকোণ থেকে দেখলে, গেল রাতের ব্যালন ডি’অর পুরস্কারটা ছিল একটা হতাশার নাম। কারো কারো জন্য ছিল তার চেয়েও বেশি। যদিও আমি অনেকদিন ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে বিষয়টা আমার কাছে বিস্ময় নিয়ে আসেনি (ফ্র্যাঙ্ক রিবেরির সঙ্গেও ২০১৩ সালে এমন কিছু ঘটেছিল)।’
লেভার এই ব্যালন ডি’অর না জেতার কারণেই বরং আরও ক্ষুরধার হওয়ার অনুপ্রেরণা পেয়ে গেছে বায়ার্ন, জানালেন মুলার। কারণটাও জানালেন তিনি। তার ভাষায়, ‘তবে পুরো ব্যাপারটা আমার মগজে একটা চিন্তা সৃষ্টি করেছে, অথবা আগের ভাবনাটাকে আরও মজবুত করেছে যে, আমাদের বুন্ডেসলিগায় দারুণ কিছু খেলোয়াড় আছেন, আর এ নিয়ে লুকোছাপার কিছু নেই। তবে বিশ্বজুড়ে স্বীকৃতির জন্য আরও বেশি আন্তর্জাতিক সাফল্য দরকার আমাদের।’
তিনি আরও যোগ করলেন, ‘সবকিছুতে ভারসাম্য আনতে, চ্যাম্পিয়ন্স লিগকে আবারও মিউনিখে ফেরাতে, এখানে কী হচ্ছে তা ফুটবল বিশ্বকে দেখাতে, সব কিছুর ওপরে, জার্মান ফুটবলের কী ক্ষমতা আছে তা দেখাতে, এটা অনেক বড় একটা অনুপ্রেরণা বলে মনে করি আমি।’
সেই অনুপ্রেরণা নিয়েই আগামী বুধবার বায়ার্ন মুখোমুখি বার্সার। বায়ার্ন তারকা দলকে জানালেন, কাতালানদের বিপক্ষে সেটা প্রমাণের জন্যই লড়বে তার দল। মুলারের কথা, ‘এ সুযোগটা আমরা পাবো আগামী বুধবার, যখন চ্যাম্পিয়ন্স লিগে আমরা বার্সেলোনার মুখোমুখি হবো। আগে তাহলে একে সামলানো যাক।’
- বিপিএলের ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের নাম ঘোষণা
- বিপিএল ২০২৫ : এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুর হওয়ার পর ফেসবুকে পোস্ট দিলেন আজহারী
- হাসপাতালে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে দুই পরিবর্তন
- বিপিএলে ‘৬’ জন প্লেয়ারকে রিটেইনের চাইলেন তামিম
- ফার্মগেটের ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে ঘিরে রেখেছে
- চ্যাম্পিয়ন হয়ে সাকিব-মাশরাফিকে নিয়ে কথা বললেন তামিম
- কঠিন সিদ্ধান্ত নিলো ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা
- বিপিএলের ফ্লপ একাদশ ঘোষণা
- ‘সাকিব ভাই’কে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ
- ফাইনালে মাঠে নামার আগে নতুন বিপদে চিটাগাং
- দিল্লিতে ডাকা হলো বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে
- বিমান বিধ্বস্ত, নিহত সকল যাত্রী
- গাজীপুরে উত্তেজনা : জড়ো হচ্ছেন জনতা ও শিক্ষার্থীরা