ব্রেকিং নিউজ: ব্যালন ডি’অর জিতেছেন মেসি, বেজায় খেপলেন রোনালদো
![ব্রেকিং নিউজ: ব্যালন ডি’অর জিতেছেন মেসি, বেজায় খেপলেন রোনালদো](https://www.sportshour24.com/thum/article_images/2021/11/30/24updatenews-8.jpg&w=315&h=195)
২০০৯ সালে প্রথমবার জয়ের পর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালেও জিতেছিলেন এ মহাতারকা। তাতে রোনালদোর সঙ্গে ব্যালন ডি’অরের ব্যবধানটা বাড়ল আরো। পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন তিনি।
ফুটবলের অন্যতম মর্যাদার এই পুরস্কার প্রতি বছর দিয়ে থাকে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। যদিও করোনাভাইরাস মহামারিতে ফুটবল ঠিকঠাকভাবে মাঠে না গড়ানোয় ২০২০ সালে এ পুরস্কারটি দেয়া হয়নি। ফুটবলের চরম আরাধ্যের এ পুরস্কারটি যারা দিয়ে থাকেন তাদের কাছ থেকে এমন মন্তব্য আশা করেননি রোনালদো। সরাসরি মেসির বিরুদ্ধে তাকে তুলে ধরায় বেজায় খেপেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ ফরোয়ার্ড।
ব্যালন ডি’অর ঘোষণা দেওয়ার ঘণ্টা দুই আগে সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়ে প্যাসকেল ফেরেকে রীতিমতো তাকে ধুয়ে দিয়েছেন রোনালদো, ‘আজকের এই লেখায় আমি ব্যাখ্যা করবো গত সপ্তাহে দেওয়া প্যাসকেল ফেরের বক্তব্যের। যেখানে তিনি বলেছেন, ক্যারিয়ার শেষ করার আগে আমার একমাত্র লক্ষ্য হলো লিওনেল মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জেতা। প্যাসকেল ফেরে মিথ্যা বলেছেন, সে নিজের প্রচারণা ও যে প্রকাশনার জন্য সে কাজ করে তার প্রচারণার জন্য র জন্য আমার নাম ব্যবহার করেছেন।’
গতবারের মতো এবারও ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগ দেননি রোনালদো। এর কারণ হিসেবে কোয়ারেন্টিনের কথা বলেছিলেন প্যাসকেল। এটাও মিথ্যা বলে দাবি করেন রোনালদো, ‘এই ধরনের মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়ার পেছনে যার অবদান রয়েছে, তার কাছ থেকে এমন মিথ্যাচার অগ্রহণযোগ্য। ফ্রান্স ফুটবল এবং ব্যালন ডি’অরকে যে সবসময় সম্মান করেছে, তার প্রতি পুরোপুরি অসম্মান। এমনকি তিনি আজকেও (সোমবার) মিথ্যা বলেছেন। গালাতে আমার অনুপস্থিতির পেছনে কোয়ারেন্টিনের কথা বলেছেন, যার কোনো অস্তিত্বই নেই।’
ক্যারিয়ারে কখনোই কারো বিরুদ্ধে ব্যক্তিগত লড়াইয়ে নামেননি বলে জানান এ পর্তুগিজ তারকা, ‘আমি সবসময় যারা বিজয়ী হয় তাদের অভিনন্দন জানাতে চাই। এবং এখনো করি কারণ আমি কারো বিরুদ্ধে নই। ক্যারিয়ারের শুরু থেকেই স্পোর্টসম্যানশিপ ও ফেয়ার প্লে’র মধ্য দিয়েই বেড়ে উঠেছি আমি। আমি সবসময় নিজের জন্য এবং নিজের ক্লাবের জন্য জিতি। আমি আমার জন্য জিতি, আমাকে যারা ভালোবাসে তাদের জন্য জিতি। আমি কারো বিরুদ্ধে জিতি না।’
ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে যাওয়াই তার বড় লক্ষ্য বলে জানান তিনি, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় লক্ষ্য হলো যে ক্লাবের হয়ে আমি খেলি এবং আমার দেশের জাতীয় দলের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক শিরোপা জেতা। আমার সবচেয়ে বড় লক্ষ্য হলো যারা পেশাদার ফুটবলার হতে চায় তাদের জন্য ভালো একটা উদাহরণ তৈরি করে যাওয়া। আমার সবচেয়ে বড় লক্ষ্য হলো ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে যাওয়া।’
নিজের বর্তমান লক্ষ্যের কথাও উল্লেখ করে নিজের বক্তব্যের ইতি টেনেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা, ‘আমি এটি বলে শেষ করছি যে, আমার সকল মনোযোগ এখন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচের দিকে। আমার কাছে এটিই সবকিছু। আমার সতীর্থ ও সমর্থকদের সঙ্গে নিয়ে চলতি মৌসুমে আমরা এখনো অনেক কিছু অর্জন করতে পারি। আর বাকি সব? বাকি সব বাকি সব কিছুর মতোই।’
- বিপিএলের ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের নাম ঘোষণা
- বিপিএল ২০২৫ : এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুর হওয়ার পর ফেসবুকে পোস্ট দিলেন আজহারী
- হাসপাতালে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে দুই পরিবর্তন
- বিপিএলে ‘৬’ জন প্লেয়ারকে রিটেইনের চাইলেন তামিম
- ফার্মগেটের ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে ঘিরে রেখেছে
- চ্যাম্পিয়ন হয়ে সাকিব-মাশরাফিকে নিয়ে কথা বললেন তামিম
- কঠিন সিদ্ধান্ত নিলো ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা
- বিপিএলের ফ্লপ একাদশ ঘোষণা
- ‘সাকিব ভাই’কে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ
- ফাইনালে মাঠে নামার আগে নতুন বিপদে চিটাগাং
- দিল্লিতে ডাকা হলো বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে
- বিমান বিধ্বস্ত, নিহত সকল যাত্রী
- গাজীপুরে উত্তেজনা : জড়ো হচ্ছেন জনতা ও শিক্ষার্থীরা