গোল গোল গোল, প্রতিপক্ষকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে ফ্রান্স
![গোল গোল গোল, প্রতিপক্ষকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে ফ্রান্স](https://www.sportshour24.com/thum/article_images/2021/11/14/v-3.jpg&w=315&h=195)
ফ্রান্সের বিধ্বংসী এই জয়ের পথে একাই ৪টি গোল করেছেন কিলিয়ান এমবাপে। দুবার জালের দেখা পেলেন করিম বেনজেমা। একটি করে গোল করেন এনতোয়াইন গ্রিজমান ও আদ্রিয়ান রাবিওট।
ফিফা র্যাঙ্কিংয়ের ১২৫তম দলটিকে শুরু থেকে চেপে ধরে তিন নম্বরে থাকা ফ্রান্স। সাফল্যও মেলে দ্রুত। ছয় মিনিটের মধ্যে দুই গোল করে দলকে এগিয়ে নেন এমবাপে। শুরুটা ম্যাচের ষষ্ঠ মিনিটে। বেনজেমার পাস ডি-বক্সের বাঁ দিকে খুঁজে পায় থিও হার্নান্দেজকে। এই ডিফেন্ডারের কাট-ব্যাকে বল পেয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন পিএসজি তারকা এমবাপে।
দ্বাদশ মিনিটে গোলরক্ষকের ভুলে গোল হজম করে সফরকারীরা। উগো লরিসের থেকে বল পেয়ে জুল কুন্দে দ্রুত নিজেদের অর্ধ থেকে লম্বা করে বাড়ান। ক্লিয়ার করতে বক্সের বাইরে বেরিয়ে আসেন স্তাস পোকাতিলভ, কিন্তু বলের নাগাল পাননি। তাকে পরাস্ত করে ডি-বক্সে বল বাড়ান কিংসলে কোমান। ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি এমবাপে।
৩২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। ডান দিক থেকে কোমানের ক্রসে ডি-বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে হেডে গোলটি করেন এমবাপে। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম হ্যাটট্রিক। ১৯৮৫ সালে দমিনিক অগস্তুর পর ফ্রান্সের প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি।
এরপর দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান আরও বাড়ান বেনজেমা। ৫৫তম মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে থিও হার্নান্দেজের ছয় গজ বক্সে বাড়ানো বলে গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
পরের গোলে অবদান রাখেন এমবাপে। গোলরক্ষক জায়গা ছেড়ে কিছুটা সরে যান আগেই। এমবাপের পাস ডি-বক্সে পেয়ে ফাঁকা জালে বল পাঠান ক্লাবের হয়েও দারুণ ছন্দে থাকা বেনজেমা। এর একটু পর তাকে তুলে নেন কোচ। ৭৫তম মিনিটে জালের দেখা পান রাবিওট। গ্রিজমানের কর্নারে জোরালো হেডে গোলটি করেন জুভেন্টাসের এই মিডফিল্ডার।
৮৪তম মিনিটে সফল স্পট-কিকে স্কোরলাইন ৭-০ করেন গ্রিজমান। আর নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে নিজের চতুর্থ গোলটি করেন এমবাপে। ডি-বক্সে মুসা দিয়াবির পাস থেকে গোলরক্ষককে ফাঁকি দেন তিনি। বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্বাগতিকরা। কাজাখস্তানের বিপক্ষে এই নিয়ে দুই ম্যাচ খেলে দুটিই জিতল ফ্রান্স। প্রথম দেখায় গত মার্চে দলটির মাঠে ২-০ গোলে জিতেছিল ফরাসিরা।
এদিন ৭ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিনল্যান্ড। শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার দলটির মাঠে খেলবে ফ্রান্স। ৯ পয়েন্ট নিয়ে ইউক্রেন তিনে, ৭ পয়েন্ট নিয়ে বসনিয়া-হার্জেগোভিনা চারে আছে। আট ম্যাচে কাজাখস্তানের ৩ পয়েন্ট।
- বিপিএলের ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের নাম ঘোষণা
- বিপিএল ২০২৫ : এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুর হওয়ার পর ফেসবুকে পোস্ট দিলেন আজহারী
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে দুই পরিবর্তন
- বিপিএলে ‘৬’ জন প্লেয়ারকে রিটেইনের চাইলেন তামিম
- চ্যাম্পিয়ন হয়ে সাকিব-মাশরাফিকে নিয়ে কথা বললেন তামিম
- কঠিন সিদ্ধান্ত নিলো ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা
- ‘সাকিব ভাই’কে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ
- বিপিএলের ফ্লপ একাদশ ঘোষণা
- ফাইনালে মাঠে নামার আগে নতুন বিপদে চিটাগাং
- দিল্লিতে ডাকা হলো বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে
- বিমান বিধ্বস্ত, নিহত সকল যাত্রী
- ফার্মগেটের ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে ঘিরে রেখেছে
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট
- বিপিএলের সেরা একাদশ ঘোষণা