চরম উত্তেজনায় শেষ হলো ইতালি ও স্পেনের ম্যাচ,জেনেনিন ফলাফল
![চরম উত্তেজনায় শেষ হলো ইতালি ও স্পেনের ম্যাচ,জেনেনিন ফলাফল](https://www.sportshour24.com/thum/article_images/2021/10/07/tha-fizz-1.jpg&w=315&h=195)
১০ অক্টোবর ফাইনালে ফ্রান্স বনাম বেলজিয়াম ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে স্পেন। অন্যদিকে তার একদিন আগে ইতালি পরাজিত দলের সঙ্গে খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
সান সিরো স্টেডিয়ামে প্রথম সুযোগটিই পেয়েছিল ইতালি। চতুর্থ মিনিটের মাথায় সোজা গোল পোস্ট বরাবর শট নেন ইউরো চ্যাম্পিয়নশিপে নজর কাড়া ফেদেরিকো চিয়েসা। তার শট লাফিয়ে পড়ে ফিরিয়ে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। ১৩তম মিনিটে স্পেনের দুর্দান্ত একটি আক্রমণ ঠেকিয়ে দেয় ইতালিও।
১৭তম মিনিটে আর স্পেনকে রুখতে পারেনি ইউরো চ্যাম্পিয়নরা। বাম প্রান্ত থেকে উড়িয়ে দেওয়া বল ইতালির আলেসান্দ্রো বাস্তোনিকে পেরিয়ে চলে যায় স্পেনের ফেরান তোরেসের কাছে। দৌড়ের মধ্যেই জালে বল পাঠান স্প্যানিশ স্ট্রাইকার। দ্বিতীয় গোল হজম করার আগে আরও একটি ধাক্কা খায় মানচিনির শিষ্যরা। লাফিয়ে ওঠে কুনুই দিয়ে সার্জিও বুসকেটসকে আঘাত করায় লাল কার্ড পান আজ্জুরি ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্ছি, ১০ জনের দলে পরিণত হয় ইতালি। এর কিছুক্ষণ পরই আরও একটি গোল হজম করে তারা। এবারও গোলদাতা সেই ফেরান তোরেস। ডি বক্সের ভেতর থেকে ভেসে আসা বলে মাথা লাগিয়ে জালের দেখা পান তিনি।
ইতালির হয়ে একমাত্র গোলটি করেন লরেঞ্জো পেলেগ্রিনি। ম্যাচের সাত মিনিট বাকি থাকতে ফেদেরিকো চিয়েসার পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। আরও পড়ুন: আইপিএলে গতির ঝড় তুলছেন জম্মু-কাশ্মীরের ক্রিকেটার উল্লেখ্য, ১১ জুলাই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারায় ইতালি। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ের খেলা মীমাংসা না হলে ফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। যেখানে ৩-২ ব্যবধানে জয়ের স্বাদ পায় ইতালি। কেইরন ট্রিপিয়ারের অ্যাসিস্টে ইউরোর ফাইনালের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের লুক শো। ইতালি প্রথম সুযোগ পায় ৮ মিনিটের মাথায়। কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
৬৭তম মিনিটে স্কোর করেন লিওনার্দো বোনুচ্ছি। কর্ণার থেকে পাওয়া বল ঠান্ডা মাথায় প্লেস করেন আজ্জুরিদের রক্ষণ সেনানী। আনন্দে ফেটে পড়ে নীল শিবির। অতিরিক্ত সময়ে এসে এবার নিজেদের কৌশলে ঘষামাজা করে নেয় ইতালিয়ানরা। বল পায়ে রেখে অতিরিক্ত আক্রমণের নীতি থেকে সরে আসে মানচিনি বাহিনী। শেষ পর্যন্ত ড্র হওয়া ম্যাচে ৩-২ গোলে জয়।
- বিপিএলের ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের নাম ঘোষণা
- বিপিএল ২০২৫ : এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুর হওয়ার পর ফেসবুকে পোস্ট দিলেন আজহারী
- হাসপাতালে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে দুই পরিবর্তন
- বিপিএলে ‘৬’ জন প্লেয়ারকে রিটেইনের চাইলেন তামিম
- ফার্মগেটের ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে ঘিরে রেখেছে
- চ্যাম্পিয়ন হয়ে সাকিব-মাশরাফিকে নিয়ে কথা বললেন তামিম
- কঠিন সিদ্ধান্ত নিলো ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা
- বিপিএলের ফ্লপ একাদশ ঘোষণা
- ‘সাকিব ভাই’কে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ
- বিমান বিধ্বস্ত, নিহত সকল যাত্রী
- ব্রেকিং নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট
- দিল্লিতে ডাকা হলো বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে