| ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

আর্জেন্টিনার কোচের পাঁচ বছর আগের ভাবনায় বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ অক্টোবর ০৩ ১১:৫০:৫০
আর্জেন্টিনার কোচের পাঁচ বছর আগের ভাবনায় বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে

পর্তুগালের বর্তমান কোচ ম্যাথিয়াস লুসিক্সের সঙ্গেও গুইটোজ্জির দারুণ সম্পর্ক রয়েছে। গুইটোজ্জির তাকে পাঁচ বছর আগেই আশ্বস্ত করেছিলেন যে তিনি বিশ্বকাপ জিতবেন। বিশ্বকাপ জয়ী কোচ ফিফা ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন।

তিনি বলেছেন, 'মাতিয়াস আমাকে বলেছিল আমি তাকে খুব দুরবস্থার মধ্যে রেখে যাচ্ছি। কারণ আমার অবস্থানটা অনেক উপরে, সেটা তাকেও ছুঁতে হবে। আমি তাকে বলেছি, শান্ত হও, তুমি আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপ জেতাবে। আমাদের মধ্যে এই কথোপকথন হয়েছে আরও পাঁচ বছর আগে, গত বছরও এমন কথা হয়েছে।'

গিটোজজি কোচিংয়ের জন্য মাতিয়াসকেও প্রস্তাব করেছিলেন। সেই স্মৃতিগুলোর দিকে ফিরে তাকিয়ে তিনি বলেন, "আমার মনে আছে এটা কিভাবে শুরু হয়েছিল - আমি তাকে দেখিয়েছিলাম যে বই, কম্পিউটার এবং হোয়াইটবোর্ড কোচিংয়ে মূল বিষয় নয়; এটা সত্যিই হৃদয়বিদারক।"

ব্রাজিল ফুটসলের ইতিহাসে সবচেয়ে সফল দল। আর্জেন্টিনা সেমিফাইনালে তাদের কে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠেছে। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে তারা। গুইটোজ্জি আরও বলেন, এই ম্যাচ জেতার কারণ আত্মবিশ্বাস মুখ্য ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, আর্জেন্টিনার ঠান্ডা মাথায় সবকিছু সামলানোর ক্ষমতা আছে। আমি তাদের বিরুদ্ধে যতটা সম্ভব আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছি। আমরা আমাদের সীমা জানি এবং আমরা মাথা নিচু করে থাকি। এটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল। আমরা বিশ্বাস করি আমরা জিততে পারব। ব্রাজিলের দল কে হারানো সহজ কথা ছিল না, কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম। '

তিনি বলেন, "তারা বিশ্বের অন্যতম সেরা দল, ফুটসাল বিশ্বকাপ এবং উয়েফা চ্যাম্পিয়নশিপ।" পর্তুগিজ লীগ তাদের মানকে এগিয়ে নিতে সাহায্য করেছে। এবার তারা সফল হয়েছে, এই পরিস্থিতি তাদের জন্য সহজ। '

"তাদের অনেক ভাল ফুটবলার আছে, তাদের কৌশলগত জ্ঞান আছে, তাদের এই ধরনের কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষমতা আছে," গুইতোজি বলেন। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে, কিন্তু আমরা জানি কিভাবে বিরোধিতার সঙ্গে মানিয়ে নিতে হয়। '

ফুটবল

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যাম্পিয়নের স্বাদ পেতে হলে ছয় দলের মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফাইনাল পর্বে তাই ...

অবশেষে নিষিদ্ধ হলো পাকিস্তান

অবশেষে নিষিদ্ধ হলো পাকিস্তান

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)-কে আবারও নিষিদ্ধ করেছে। ২০১৭ সালের পর ...



রে