| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশে ঢুকে পড়েছে মরণঘাতী একটি খেলা- প্রথমে প্রাণ কেঁড়ে নিল কিশোরীর

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ অক্টোবর ০৮ ১১:৪৭:০৩
বাংলাদেশে ঢুকে পড়েছে মরণঘাতী একটি খেলা- প্রথমে প্রাণ কেঁড়ে নিল কিশোরীর

কিশোর-কিশোরী এই ফাঁদে পা দিয়ে প্রাণ হারালেও সম্প্রতি ভারতে 'ব্লু হোয়েল (নীল তিমি) নামের এ খেলায় পা দিয়ে কয়েকজনের আত্মহত্যার খবর মিলেছে। সেখানকার প্রচার মাধ্যমেও বিষয়টি আলোচিত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশেও ঢুকে পড়েছে মরণঘাতী এ খেলাটি। ঢাকায় এরই মধ্যে এক কিশোরী এতে আসক্ত হওয়ার পরিণামে প্রাণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। তবে বিষয়টি সুনিশ্চিত করতে নিবিড়ভাবে অনুসন্ধান চলছে।

বাংলাদেশে কতজন এই মরণ খেলায় আসক্ত, পুলিশের সাইবার সিকিউরিটি সেলে তার সুনির্দিষ্ট তথ্য নেই। তবে তারা সতর্ক রয়েছে বলে জানিয়েছে। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউজ পোর্টালে এই গেম নিয়ে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগও তাদের ফেসবুক পেজে 'ব্লু হোয়েল' গেম নিয়ে সতর্ক করে বলেছে, অনলাইনে ্ব্নু হোয়েল গেম খেলা বা এই গেমের লিঙ্ক দেওয়া-নেওয়া বা সে চেষ্টা দন্ডনীয়। যারা এগুলোর যে কোনো একটি করবেন, তাদের বিরুদ্ধে সাইবার পুলিশ ব্যবস্থা নেবে।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম গতকাল শনিবার বলেন, 'ব্লু হোয়েলের ফাঁদে পড়ে দেশে তারা এখন পর্যন্ত একজন কিশোরীর আত্মহত্যার খবর পেয়েছেন। গত বৃহস্পতিবার সেন্ট্রাল রোড এলাকায় ওই কিশোরী আত্মহত্যা করে। কেউ তাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ না করলেও ঘটনাটি তারা তদন্ত করছেন।

তিনি আরও বলেন, এরই মধ্যে বিটিআরসিকে এ ধরনের গেমের লিঙ্ক সার্চ চোখে পড়লে তা বন্ধের জন্য অনুরোধ করা হয়েছে। তবে সবার আগে বাবা-মা, অভিভাবকদের বেশি সচেতন হতে হবে। এ ধরনের গেম খেলার কোনো লক্ষণ পাওয়া গেলে তা পুলিশকে জানাতে হবে।

ভয়ঙ্কর এই গেমের সফটওয়্যার লিঙ্ক ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশেও বেশ কয়েকজন এই ভয়ঙ্কর খেলায় আসক্ত বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। গেমটির কয়েক ধাপ পার হয়ে ফেরত এসেছেন- ময়মনসিংহের একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এমন একজন ছাত্রের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। নাম প্রকাশ না করে ওই ছাত্র বলেন, মজা পেয়ে তিনি খেলতে শুরু করেছিলেন। ২৯ নম্বর ধাপে যাওয়ার পর তাকে হাত কাটতে বলা হলো। এরপর তিনি ওই গেম বন্ধ করে বেরিয়ে আসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

অ্যান্টিগায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিন শুরুতেই দারুণ বোলিং নৈপুণ্যে আলো ছড়িয়েছেন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে