আর্জেন্টিনার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ব্রাজিল
![আর্জেন্টিনার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ব্রাজিল](https://www.sportshour24.com/thum/article_images/2021/09/05/24updatenews-3.jpg&w=315&h=195)
ঠিক পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা ব্রাজিল। ভেনেজুয়েলা ম্যাচের মতো এ ম্যাচটিও প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে লিওনেল স্কালোনির শিষ্যদের।
রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আরেকটি সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। তাদের ঘরের মাঠ করিন্থিয়াস এরেনায় হবে দুই দলের এ জমজমাট ম্যাচটি।
এই ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে কারা খেলবেন? তা এখনও চূড়ান্ত করতে পারেননি আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। এখনও তিনটি জায়গা নিয়ে সংশয়ে রয়েছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা- এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
প্রথমত রাইট ব্যাকে নাহুয়েল মলিনা ও গনজালো মন্টিয়েলকে নিয়ে। মাসদুয়েক আগে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন মন্টিয়েল। তবে ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন মলিনা। এখন ব্রাজিলের বিপক্ষে বাছাইয়ের ম্যাচে কাকে নামানো হবে তা নিয়েই রয়েছে প্রশ্ন।
রক্ষণভাগের আরেক জায়গা লেফট ব্যাক পজিশনে মার্কোস আকুনা ও নিকোলাস তালিয়াফিকোর মধ্যে যেকোনো একজনকে দেখা যাবে মাঠে। এছাড়া সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে লেয়ান্দ্র পারেদেস ও গুইদো রদ্রিগেজের মধ্যে যেকোনো একজন জায়গা পাবেন শুরুর একাদশে। সবশেষ ম্যাচটিতে ছিলেন না পারেদেস, খেলেছেন রদ্রিগেজ।
এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে কড়া ফাউলের শিকার হলেও, এখন পুরোপুরি ফিট আছেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। তার খেলা নিয়ে কোনো সংশয় নেই। ভেনেজুয়েলা ম্যাচের মতোই শুরুর একাদশে দেখা যাবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকাকে।
যার ফলে তিন সংশয় নিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ দাঁড়ায়ঃ এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা/গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা/নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।
আর্জেন্টিনা দলে অন্তত নয়জন খেলোয়াড় রয়েছেন যারা কার্ডজনিত নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে রয়েছেন। তারা হলেন গনজালো মন্টিয়েল, নিকোলাস তালিয়াফিকো, গনজালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজ্জেল্লা, লুকাস মার্টিনেজ কুয়ারতা ও নিকোলাস গনজালেজ। এরা ব্রাজিলের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখলেই মিস করবেন বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচ।
অন্যদিকে ব্রাজিলের একাদশও নিশ্চিত করেননি দলের কোচ তিতে। তাদের সম্ভাব্য একাদশ এমনঃ ওয়েভারটন, দানিলো, মিলিতাও, মিরান্ডা, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস/গারসন, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র/এভারটন রিবেইরো, নেইমার ও গ্যাব্রিয়েল বারবোসা।
- বিপিএলের ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের নাম ঘোষণা
- বিপিএল ২০২৫ : এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- এইমাত্র যে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- হাসপাতালে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে দুই পরিবর্তন
- ফার্মগেটের ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে ঘিরে রেখেছে
- বিপিএলে ‘৬’ জন প্লেয়ারকে রিটেইনের চাইলেন তামিম
- চ্যাম্পিয়ন হয়ে সাকিব-মাশরাফিকে নিয়ে কথা বললেন তামিম
- বিপিএলের ফ্লপ একাদশ ঘোষণা
- ‘সাকিব ভাই’কে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ
- ব্রেকিং নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট
- রাজধানীবাসীর ঘুম হারাম করে দেব: সাবেক মেয়রের হুমকি ভাইরাল
- বিপিএলের সেরা একাদশ ঘোষণা করলো ক্রিকইনফো
- বিমান বিধ্বস্ত, নিহত সকল যাত্রী