| ঢাকা, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

চরম দু:সংবাদ : কপাল পুড়লো পিএসজির ৫ ফুটবলারের

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ আগস্ট ২০ ১২:২৪:২৬
চরম দু:সংবাদ : কপাল পুড়লো পিএসজির ৫ ফুটবলারের

চলমান বদবদলের শেষ তারিখ আগামী ৩১ আগস্ট। তার আগেই থিলো কেহরার, পাবলো স্যারাবিয়া, য়্যুলিয়ান ড্র্যাক্সলার, রাফিনহা ও লেভিন কুরজাওয়াকে বিক্রি করে দেবে পিএসজি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা পেরিসিয়ান।

এবার লিওনেল মেসি, আশরাফ হাকিমি, জর্জিনিয়ো, উইনালদুম, জিয়ানলুইজি দোন্নারুম্মা, দানিলো পেরেরা, সার্জিও রামোসকেও দলের সাথে যুক্ত করা হলেও খুব বেশি খরচ করতে হয়নি পিএসজিকে। মেসি, উইনালদুম, দোন্নারুম্মা, রামোসকে ফ্রিতেই পেয়েছে তারা। হাকিমি ও পেরেরার পেছনে লিগ ওয়ান জায়ান্টদের খরচ যথাক্রমে ৬০ ও ১৬ মিলিয়ন ইউরো।

লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুমা, আশরাফ হাকিমি, জর্জিনিও উইনালদুমদের বেতনের পেছনেও বড় অঙ্কের অর্থ ব্যয় হবে তাদের। সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে উয়েফার তোপের মুখে পড়ার। এটি এড়াতে চাইলে খেলোয়াড় কেনা-বেচার মৌসুম বন্ধ হওয়ার আগেই যা করার করতে হবে পিএসজিকে।

মার্কা বলছে, থিলো কেহরারকে কেনার জন্য বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখাচ্ছে। গত কয়েক মৌসুম ধরে ফরাসি ক্লাবটির জার্সিতে রক্ষণভাগে ভালই খেলেছেন কেহরার। কিন্তু এবার রামোস, হাকিমি আসায় মার্কুইনোসের সঙ্গে জুটি গড়বেন এ দুজন। প্রেসনেল কিমপেম্বেও তো রয়েছেনই।

তাই পিএসজিতে কেহরারের থাকার সম্ভাবনা খুবই কম। ২৪ বছর বয়সি এই তারকার রিলিজ ক্লজ রাখা হয়েছে মাত্র ২৫ মিলিয়ন ইউরো। পাবলো স্যারাবিয়ার গায়েও ২৫ মিলিয়ন ইউরোর ট্যাগ, যদিও তার বয়সটা এখন ত্রিশের ঘরে। ড্র্যাক্সলারের রিলিজ ক্লজ ২০ মিলিয়ন ইউরো। পিএসজির জার্সিতে চার বছর ধরে খেলছেন তিনি।

মেসি, রামোস, দোন্নারুমা, উইনালদুমদের ফ্রিতে কিনেছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে পিএসজিতে নাম লেখান দোন্নারুমা, উইনালদুমও ফ্রিতেই এসেছেন নেইমার-এমবাপ্পেদের দলে।

লিওনেল মেসি বার্সেলোনায়ই থাকতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত লা লিগার নিয়মের বলি হয়ে শৈশবের ক্লাবটিতে থাকা হয়নি তার। ফলে ফ্রিতেই পিএসজির সঙ্গে দুই বছরে চুক্তি করেন তিনি। সার্জিও রামোসও রিয়াল মাদ্রিদে ক্যারিয়ার শেষে ফ্রান্সের মাটিতে পাড়ি জমিয়েছেন।

ফুটবল

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যাম্পিয়নের স্বাদ পেতে হলে ছয় দলের মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফাইনাল পর্বে তাই ...

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ...



রে