| ঢাকা, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

এবারও সেরার মঞ্চে নেই মেসি-রোনালদো, দশেই নেই নেইমার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ আগস্ট ২০ ১১:৪৫:০৫
এবারও সেরার মঞ্চে নেই মেসি-রোনালদো, দশেই নেই নেইমার

জানা যায়, গত মৌসুমে লিওনেল মেসি ও নেইমার ভোটের হিসাবে সমান পয়েন্ট পেয়ে যৌথভাবে চতুর্থ হয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছিলেন দশম। উয়েফা আজ ২০২০-২১ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সেরা তিন মনোনীত ফুটবলারের নাম ঘোষণা করেছে, টানা দ্বিতীয়বারের মতো সেখানে নেই সময়ের ফুটবলের সেরা তিন তারকা! মেসি এবারও তালিকায় চতুর্থ, রোনালদো নবম, নেইমার সেরা দশেই নেই!

তালিকার চার থেকে দশ পর্যন্ত ক্রমে কারা থাকছেন, সেটি উয়েফা এখনই জানিয়ে দিচ্ছে। কিন্তু সেরা তিনের মধ্যে কে আগে, কে পরে, কে পাচ্ছেন বর্ষসেরার পুরস্কার, তা এখনই জানার সুযোগ নেই। তুরস্কের ইস্তাম্বুলে ২৬ আগস্ট এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সেটি জানা যাবে।

আপাতত শুধু মনোনীত সেরা তিনের নাম জানা যাচ্ছে। পুরস্কারটা যেহেতু উয়েফার, অনুমিতভাবেই সেখানে এবারে উয়েফার দুই টুর্নামেন্ট—চ্যাম্পিয়নস লিগ আর ইউরোর প্রভাব পড়ছে। ছেলেদের ফুটবলে মনোনীত সেরা তিন খেলোয়াড়ের মধ্যে দুজন এবারের চ্যাম্পিয়নস লিগজয়ী চেলসির মিডফিল্ডার—জর্জিনিও (ইতালি) ও এনগোলো কান্তে (ফ্রান্স)।

তাঁদের মধ্যে জর্জিনিও তো ইতালির হয়ে ইউরোও জিতেছেন! এ দুজনের বাইরে মনোনীত সেরা তিনে আছেন চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। উয়েফার বর্ষসেরা পুরস্কারের ১১ বছরের ইতিহাসে এই প্রথম মনোনীত সেরা তিনের সবাই মিডফিল্ডার!

এই তিনজনের মধ্যে ভোটের হিসাবে কে কত পয়েন্ট পেয়েছেন, সেটা তো আর এখন জানাবে না উয়েফা। তবে এরপর তালিকায় সেরা দশের অন্যরা কে কত ভোট পেয়েছেন, সে তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বার্সেলোনা থেকে কয়েক দিন আগে পিএসজিতে যাওয়া আর্জেন্টাইন মহাতারকা মেসি পেয়েছেন ১৪৮ ভোট, গত বছরের ফিফা বর্ষসেরা ফুটবলার বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ১৪০ ভোট পেয়ে হয়েছেন পঞ্চম।ইউরোর সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা হয়েছেন ষষ্ঠ, তবে এসি মিলান থেকে কদিন আগে পিএসজিতে যোগ দেওয়া গোলকিপারের সঙ্গে পয়েন্টের হিসাবে লেভানডফস্কির বিশাল ব্যবধান।

পাঁচে থাকা লেভা যেখানে পেয়েছেন ১৪০ পয়েন্ট, দোন্নারুম্মার পয়েন্ট ৪৯ পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম, ম্যানচেস্টার সিটির ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিং ১৮ পয়েন্ট পেয়ে হয়েছেন অষ্টম, ৯ নম্বরে থাকা জুভেন্টাসের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পয়েন্ট ১৬। দশে আর্লিং হরলান্ড, বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকারের পয়েন্ট ১৫।

কারা ভোট দিয়েছেন এখানে? এবারের ইউরোতে অংশ নেওয়া ২৪টি জাতীয় দলের কোচের পাশাপাশি গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলা ৮০ ক্লাবের কোচেরা তো ভোট দেনই, ভোট দিতে পারেন উয়েফার ৫৫ সদস্যদেশের প্রতিটি থেকে একজন করে মনোনীত সাংবাদিক। প্রত্যেক ভোটার তাঁর চোখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিনটি ভোট দিতে পারেন।

একজন নিজের চোখে সেরা ফুটবলারকে দেবেন ৫ পয়েন্ট, দ্বিতীয় সেরাকে ৩ পয়েন্ট, তৃতীয় সেরাকে ১ পয়েন্ট। উয়েফার অধীন ক্লাবগুলোতে খেলা খেলোয়াড়েরা উয়েফার অধীন ক্লাব ও জাতীয় দলভিত্তিক টুর্নামেন্টগুলোতে আগের মৌসুমে কেমন করেছেন, সেটার ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়।

২৬ আগস্ট ইস্তাম্বুলের হালি কনভেনশন সেন্টারে চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের দিনে বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড—প্রতিটি বিভাগে সেরা খেলোয়াড়কেও পুরস্কার দেওয়া হবে। প্রতিটি বিভাগে মনোনীত সেরা তিনের তালিকা আগেই প্রকাশ করেছে উয়েফা।

ফুটবল

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যাম্পিয়নের স্বাদ পেতে হলে ছয় দলের মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফাইনাল পর্বে তাই ...

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ...



রে