| ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

মেসির সঙ্গে খেলতে ‌আগ্রহী নন এমবাপে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ আগস্ট ১৩ ১৮:১৬:১৪
মেসির সঙ্গে খেলতে ‌আগ্রহী নন এমবাপে

পিএসজির সাথে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এমবাপের চুক্তি আছে। পিএসজি থেকে নতুন করে চুক্তি বাড়ানোর লোভনীয় প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখান করেছেন এমবাপে। তাই তো আবারও গুঞ্জন উঠেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলতে চান তিনি।

বেশ কয়েক মৌসুম থেকেই কিলিয়ান এমবাপেকে দলে ভেড়াতে চাচ্ছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তবে কখনই পিএসজির কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাঠায়নি রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান সংবাদমাধ্যম গেজেট দেল স্পোর্ট জানিয়েছে, পিএসজিতে নিজের ভবিষ্যত নিয়ে সোমবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে কথা বলবেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। চলমান গ্রীষ্মকালীন দলবদলেই দল বলদাতে চান তিনি।

ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, এমবাপে তার ক্লাব পিএসজির কাছে তার লয়ালিটি বোনাস চেয়েছেন। চলতি দলবদলে যদি তাকে রিয়াল মাদ্রিদে যেতে না দেওয়া হয়, তাহলে ২০২১-২২ মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবেই রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তিনি। সংবাদমাধ্যমগুলো আরও জানাচ্ছে, এমবাপে যে ক্লাবেই খেলুক না কেন তিনি অন্য কারো ছায়া হয়ে থাকতে চাননা। চলতি গ্রীষ্মকালীন দলবদলে পিএসজিতে এসে পুরো আলোটাই নিজের দিকে কেড়ে নিয়েছেন মেসি। তাই এমবাপের ধারণা তিনি হয়তো পিএসজিতে মেসির ছায়া হয়ে থাকবেন। তাইতো পিএসজিতে মেসির সাথে খেলতে আগ্রহী নন তিনি। তার চাওয়া তিনি নিজেই স্পট লাইটের পুরোটা জুড়ে থাকবেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) মেসিকে পিএসজিতে স্বাগত জানিয়ে টুইট করেছেন এমবাপে। এছাড়াও মেসি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি এমবাপের সাথে খেলতে মুখিয়ে আছেন। একই সংবাদ সম্মেলনে পিএসজির সভাপতি আল খেলাইফিও জানিয়েছিলেন এমবাপে প্যারিসেই থাকছেন।

ক্রিস্টিয়ানো রোনালদোর মাদ্রিদ ছাড়ার পর থেকেই নতুন তারকার খোঁজে আছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। রোনালদোর বদলি হিসেবে চেলসি থেকে এডিন হ্যাজার্ডকে দলে ভিড়িয়েছিল গ্যালাক্টিকোরা। তবে ইনজুরির কারণে সর্বশেষ দুই মৌসুমে নিজের সেরা ছন্দে খেলতে পারেননি তিনি।

তাই তো ক্রিস্টিয়ানো রোনালদো বদলি হিসেবে এক নতুন তারকার খোঁজে আছে মাদ্রিদিস্তারা। কিলিয়ান এমবাপে নিজেও সে জায়গাটা নিজের করে নিতে বেশ আগ্রহী।

সোমবার পিএসজির ক্লাব পরিচালকদের সাথে বৈঠকে নিজের ভবিষ্যত এবং ইচ্ছা নিয়ে কথা বলবেন এমবাপে। তখনই হয়তো জানা যাবে এমবাপের ভবিষ্যত। পিএসজিতে থাকছেন নাকি তার নতুন গন্তব্য হচ্ছে অন্য কোনো ক্লাব।

স্প্যানিশ রেডিও কাদেনা এসইআর জানিয়েছে, এমবাপের জন্য ১২০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি আছে রিয়াল মাদ্রিদ। সোমবারের বৈঠকে যদি এমবাপে পিএসজিতে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হন, তাহলে হয়তো চলতি গ্রীষ্মকালীন দলবদলেই রিয়াল মাদ্রিদের এমবাপের বিষয়ে কথা বার্তা চূড়ান্ত করবে।

ক্রিকেট

চরম উত্তেজনায় শেষ হলো ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ

চরম উত্তেজনায় শেষ হলো ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ

আজকের ম্যাচে ভারত ইংল্যান্ডের দেয়া ৩০৪ রানের লক্ষ্য ৪ উইকেটে পূর্ণ করেছে। ভারতের ব্যাটিং তাণ্ডব ...

বিপিএল মাতিয়ে জাতীয় দলের শর্ট লিস্টে একাধিক ক্রিকেটার

বিপিএল মাতিয়ে জাতীয় দলের শর্ট লিস্টে একাধিক ক্রিকেটার

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছিল দেশের ক্রিকেটের জন্য এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এবারের আসরে ...

ফুটবল

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

জয় দিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যাম্পিয়নের স্বাদ পেতে হলে ছয় দলের মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফাইনাল পর্বে তাই ...

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ...



রে