মেসি, এমবাপ্পে ও নেইমারের যে বিষয় অবাক পুরো ফুটবল বিশ্ব
![মেসি, এমবাপ্পে ও নেইমারের যে বিষয় অবাক পুরো ফুটবল বিশ্ব](https://www.sportshour24.com/thum/article_images/2021/08/11/mesi-2.jpg&w=315&h=195)
দুজনের জন্য অস্বস্তির একটা খবর আছে। তাদের চেয়েও বেশি বেতনে প্যারিসে এসেছেন একজন। তিনি লিওনেল মেসি। যার দলবদল নিয়ে নড়েচড়ে বসেছে ফুটবল দুনিয়া। ২৯.৬ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে আর্জেন্টিনা অধিনায়ককে দুই বছরের জন্য নিয়ে এসেছে পিএসজি। চাইলে চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে পারবে প্যারিসিয়ানরা।
পিএসজির চুক্তিপত্রে সইয়ের পর ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়লেন মেসি। আয়কর বাদ দিয়ে পিএসজিতে বার্ষিক তিন কোটি ৩৮ লাখ পাউন্ড বেতন পাবেন বার্সেলোনার সাবেক অধিনায়ক। যা এমবাপ্পের চেয়ে দ্বিগুণেরও বেশি! পিএসজিতে বর্তমানে এক কোটি ৬১ লাখ পাউন্ড পারিশ্রমিক পাচ্ছেন বিশ্বকাপজয়ী ফরাসি সেনসেশন।
এতদিন ফ্রেঞ্চ লিগ ওয়ান ও পিএসজিতে সর্বোচ্চ বেতন ছিল নেইমারের। যা বেড়েছে নতুন চুক্তির পর। নতুন চুক্তি অনুসারে ২০২৫ সাল পর্যন্ত পিএসজিতে থাকবেন নেইমার। ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাবেন বার্ষিক দুই কোটি ৫৫ লাখ পাউন্ড। যা ফ্রেঞ্চ ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। নেইমারের সেই রেকর্ড ভাঙতে চলেছেন তারই বন্ধু মেসি।
এনিয়ে অবশ্য কোনো অনুযোগ নেই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। বন্ধুর সঙ্গে আবার খেলার সুযোগ পেয়েই ভীষণ খুশি নেইমার। কিন্তু কিছুটা হলেও মন খারাপ হতে পারে এমবাপ্পের। কারণ এরচেয়েও বেশি বেতনে তাকে নিতে চায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ মিডিয়ার খবর, এক মৌসুম পরই স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন এমবাপ্পে।
অভিমান ও হতাশার জের ধরে এক বছর আগে ব্যুরো ফ্যাক্সে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন মেসি। কিন্তু সে যাত্রায় আটকে যায় তার দলবদল। রিলিজ ক্লজের মারপ্যাচে পরে ন্যু ক্যাম্পে আরো এক মৌসুম কাটাতে হয় মেসিকে। এর মধ্যেই সরে যেতে হয় ক্লাব সভাপতি হোসেপ মারিয়া বার্তেমিউকে। তার শূন্যস্থান পূরণ ক্লাবেরই সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা।
পুরনো চেয়ারে ফিরেই মেসিকে ধরে রাখার প্রতিশ্রুতি দেন লাপোর্তা। অধিনায়ককে নতুন চুক্তিতে ফেরাতে রাজিও করিয়ে ফেলেন এই ফুটবল সংগঠক। ক্লাব সভাপতির সঙ্গে উষ্ণ সম্পর্কের জের ধরে মেসি সিদ্ধান্ত নেন বার্সায় থেকে যাওয়ার। গেল বৃহস্পতিবার দ্বিপাক্ষিক চুক্তির জন্য বসেছিল দুই পক্ষ। কিন্তু চুক্তি আটকে যায় স্প্যানিশ ফুটবলের আর্থিক জটিলতায়।
অগত্যা বার্সা ছাড়তে হয় মেসিকে। কাতালানরা হারায় নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে। এমনিতেই নেইমার-এমবাপ্পে জুটি এই মুহূর্তে পৃথিবী সবচেয়ে ভয়ঙ্কর জুটি। এখন আবার এসেছেন মেসি। নাম তিনটি শুনেই প্রতিপক্ষের রক্ষণভাগের ঘুম হারাম হয়ে যাবে নিশ্চিতভাবেই। শুধু আক্রমণ নয়, রক্ষণভাগেও শক্তিশালী পিএসজি। এই মৌসুমেই তারা দলে টেনেছে জর্জিনিও ভিনালডাম, সার্জিও রামোস ও আশরাফ হাকিমির মতো নামকরা ফুটবলারকে। এই ত্রয়ী আবার আক্রমণেও বেশ পটু।
সবমিলিয়ে এই মৌসুম থেকে পিএসজি হয়ে উঠল ক্লাব ফুটবলের সবচেয়ে শক্তিশালী দল। যাদের একটাই স্বপ্ন, উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা। এই স্বপ্নপূরণের লক্ষ্যেই বিশ্বরেকর্ড গড়ে নেইমার ও এমবাপ্পেকে নিয়ে এসেছে পিএসজি। এবার মেসিকে টেনে বাজিমাত করল দলটি। নামের প্রতি সুবিচার করলে এই মৌসুমে ইউরোপের রুপালি মুকুট উঠতে পারে পিএসজির মাথায়।
প্যারিসিয়ানদের এই স্বপ্ন এবং মেসির লক্ষ্য একই সুতোয় গেঁথে গেছে। পিএসজিতে চুক্তিস্বাক্ষর ও জার্সি উন্মোচন তথা ফটোসেশনের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী ফুটবলার। ক্লাবের ওয়েবসাইটে মেসি বলেছেন, ‘পিএসজিতে আমার নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে আছি। ক্লাবের দর্শন এবং আমার উচ্চাকাঙ্খা নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ।’
মেসি আরো বলেছেন, ‘আমি জানি অনেক প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফ আছেন। আমি ক্লাব এবং ভক্তদের জন্য দারুণকিছু করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পার্ক ডু প্রিন্সেসে পা ফেলতে অমার তর সইছে না।’ চুক্তির পর পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলেছেন, ‘আমি আনন্দিত; মেসি প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিয়েছেন। প্যারিসে তাকে এবং তার পরিবারকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত।’
- এইমাত্র যে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির নিচের পানি সেচের পর যা মিললো
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- বাংলাদেশসহ ১৪ দেশের জন্য সৌদি ভিসা নীতিতে পরিবর্তন
- কোন ম্যাচ না খেলেও মোটা অঙ্কের টাকা নিলেন জেমি নিশাম
- চরম দু:সংবাদ: ভিসা বন্ধ ঘোষণা
- রাজধানীবাসীর ঘুম হারাম করে দেব: সাবেক মেয়রের হুমকি ভাইরাল
- এসকার্সেগার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪১
- বিপিএলের সেরা একাদশ ঘোষণা করলো ক্রিকইনফো
- বিপিএল ফাইনাল খেলতে এসে দলে সুযোগ না পেয়ে যা বললেন জিমি নিশাম
- ভিসা চালুর ঘোষণা : যেতে পারবে ২ লাখ শ্রমিক
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট
- ধানমন্ডি ৩২-এ ভাঙচুর নিয়ে সোহেল তাজের কঠোর প্রতিক্রিয়া
- ভাইরাল মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্ট
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট