শেষ মুহূর্তেও সাদা মনের পরিচয় দিলেন মেসি
![শেষ মুহূর্তেও সাদা মনের পরিচয় দিলেন মেসি](https://www.sportshour24.com/thum/article_images/2021/08/08/mesi-4.jpg&w=315&h=195)
১০ জুলাই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়েই দীর্ঘ প্রতিক্ষিত ট্রফিটির দেখা পেয়েছিলেন মেসি। ঠিক এক মাস পর সেই মেসির চোখে পানি। অঝোর ধারায় কান্না করলেন। চোখের পানি আটকে রাখতে পারেননি।
হাতে ধরা টিস্যু দিয়ে বারবার চোখ মুছছিলেন। তাতেও কান্নার বেগ সামলাতে পারেননি। মেসির কান্নায় যে পরিবেশ তৈরি হলো ন্যু ক্যাম্পের প্রেস কনফারেন্স কক্ষে, তা ছুঁয়ে গেলো সবাইকে। কেউই প্রস্তুত ছিলেন না এমন একটি পরিস্থিতির জন্য।
যখন লিওনেল মেসি বার্সেলোনার নিজের বিদায়ী সংবাদ সম্মেলন ডাকলেন, তখন অনেকেই মনে করেছিলেন মেসি বুঝি বার্সার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে ধুয়েই দেবেন। লিগের সভাপতি হাভিয়ের তেবাসকে নিয়েও কিছু বলতে পারেন, এমনও ভেবেছিলেন অনেকে। এমনকি বার্সার বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে তাঁর কোনো ঝামেলা হয়েছে কি না, এ নিয়েও সংশয় ছিল অনেকের। তেমন কিছু থাকলে মেসি তা-ও বলবেন, ধারণা এমনই ছিল।
কিন্তু কিছুই হলো না। বরং শেষ মুহূর্তে সাদা মনের পরিচয় দিলেন মেসি। বিদায়বেলায় মেসির সংবাদ সম্মেলনে কোনো বিতর্কই থাকল না। ফুটবল বিশ্ব মেসিকে নম্র- ভদ্র ফুটবলার হিসাবে চিনে। শেষ মুহূর্ত পর্যন্ত সেটা অক্ষত রাখলেন। বিদায় বেলায় তেবাসের সঙ্গে তাঁর যে অল্প কয়েকবার সাক্ষাৎ হয়েছে সেগুলোকে বন্ধুত্বপূর্ণ বলে জানালেন মেসি। লাপোর্তা ও বার্সা তাঁকে ধরে রাখতে চেষ্টা কম করেনি বলেও জানালেন। আর তাঁর সঙ্গে কেউ প্রতারণা করেছে কি না, প্রশ্নে মেসি সরাসরিই বলে দিলেন ‘না।’ তবে তাঁকে নিয়ে অনেক মিথ্যা ছড়ানো হচ্ছে বলেও জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বার্তোমেউর অধীন আগের বোর্ডের ওপর মেসি যে বিরক্ত ছিলেন, সে আর এখন গোপন কিছু নয়। গত বছরের আগস্টে তাই বার্সা ছাড়তে চেয়ে ক্লাবে বুরোফ্যাক্সও পাঠিয়েছিলেন মেসি। আইনি জটিলতায় তখন ক্লাব ছাড়তে পারেননি। আজ সংবাদ সম্মেলনে মেসিই বলেন, ‘গত বছর (ক্লাবে থাকতে) চাইনি, সেটা বলেছিও। এ বছর আমি থাকতে চেয়েছি, কিন্তু পারিনি।’ তখনো ধারণা করা যাচ্ছিল, বার্তোমেউর বোর্ডের অপরিণামদর্শী পরিচালন পদ্ধতির ব্যাপারে আরও খোলাসা করেই কিছু বলবেন মেসি।
কিন্তু সংবাদ সম্মেলনের শেষ দিকে যখন প্রশ্ন হলো, আগের বোর্ডের সভাপতি বার্তোমেউ, কিংবা বর্তমান বোর্ডের সভাপতি লাপোর্তা, কেউ তাঁর সঙ্গে কোনো প্রতারণা করেছেন কি না, মিথ্যা বলেছেন কি না, মেসি বিদায়বেলায় বিতর্ক ছড়ানো থেকে বিরত থাকলেন, ‘না (কেউ প্রতারণা করেনি)। আমরা সম্ভাব্য সবকিছুই করেছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টায় সফলতা এল না। আপনি যখন নিয়মিত কথা না বলবেন, আপনার ব্যাপারে অনেক কিছুই বলা হবে। কিন্তু সেসবের সবকিছু সব সময় সত্যি হয় না। আমি শুধু আমার দিক থেকে কী হয়েছে সেটা বলতে পারি। আমি সব সময় সৎ থেকেছি, কাউকে ধোঁকা দিইনি। এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল’— বলেছেন মেসি।
- ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির নিচের পানি সেচের পর যা মিললো
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- ভিসা চালু করলো সৌদি আরব
- বাংলাদেশকে লজ্জা থেকে মুক্তি দিলো ইংল্যান্ড
- কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- বিপিএল মাতিয়ে জাতীয় দলের শর্ট লিস্টে একাধিক ক্রিকেটার
- পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াসকে নিয়ে কথা বললেন সারজিস আলম
- বাংলাদেশি প্রবাসীদের দারুন সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু শিক্ষার্থীদের
- ১০০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি শুরু
- ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য দারুন সুখবর
- আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব
- পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে আহত ২০ ম্যাটস শিক্ষার্থী