এইমুহূর্তের সবচেয়ে বড় খবর : ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নিয়ে নতুন তথ্য
![এইমুহূর্তের সবচেয়ে বড় খবর : ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নিয়ে নতুন তথ্য](https://www.sportshour24.com/thum/article_images/2021/07/10/nnkk-1.jpg&w=315&h=195)
করোনা সংক্রমণ বেশ নিয়ন্ত্রণে নিয়ে আসা ইংল্যান্ড সে সাহস দেখাতে পারলেও ব্রাজিল এতটা সাহস দেখাতে পারেনি। বহু সমালোচনার মাঝেও টুর্নামেন্ট আয়োজন করতে পেরেই সন্তুষ্ট ছিল তারা। সেমিফাইনাল পর্যন্ত সব কটি ম্যাচ হয়েছে শূন্য গ্যালারিতে।
১৪ বছর পর কোপার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এমন উপলক্ষ হাতছাড়া করতে চাচ্ছেন না দক্ষিণ আমেরিকান ফুটবলের হর্তাকর্তারা। কনমেবল তাই ফাইনালে দর্শক ঢোকানোর অনুমতি চেয়েছিল রিও ডি জেনিরো শহরের কর্তৃপক্ষের কাছে। সে আবেদনে সাড়া মিলেছে। ইউরোতে গ্যালারির পুরোটাজুড়েই দর্শক থাকার চিন্তাভাবনা থাকলেও কোপা আমেরিকাতে ধারণক্ষমতার মাত্র ১০ শতাংশই ভরা হবে। আগামী রোববারের ফাইনালে গ্যালারিতে থাকবেন সাড়ে ৫ হাজার দর্শক।
মারাকানায় সেদিন দুই দলের পক্ষ থেকে ২ হাজার ২০০ জন মাঠে ঢুকতে পারবেন। অর্থাৎ ব্রাজিলের ২ হাজার ২০০ সমর্থক, আর্জেন্টিনার ২ হাজার ২০০ সমর্থক। তবে এ ম্যাচ দেখার জন্য আর্জেন্টিনা থেকে কারও ব্রাজিলে যাওয়ার সুযোগ নেই। ব্রাজিলে থাকা আর্জেন্টাইনরাই শুধু ঢুকতে পারবেন মারাকানায়। এর বাইরে ১ হাজার ১০০ টিকিট রাখা হবে অতিথিদের জন্য।
মাঠে ঢোকার জন্য দর্শকদের অবশ্য বেশ কিছু শর্ত পালন করতে হবে। শুধু রিও ডি জেনিরো এবং এই শহরের আশপাশের মানুষই সুযোগ পাবেন খেলা দেখার। স্টেডিয়ামে ঢোকার জন্য সবাইকে করোনা পরীক্ষা দিতে হবে।
এ ব্যাপারে ব্রাজিলে আর্জেন্টিনার রাষ্ট্রদূত দানিয়েল সিওলি টিওয়াইসি স্পোর্টসকে বলেছেন, ‘বুয়েনস এইরেস থেকে অনেকেই যোগাযোগ করছে। এটা শুধু ব্রাজিলে বসবাস করা আর্জেন্টাইনদের জন্য। আজ বিকেল ও আগামীকালে ২০ ডলারের অ্যান্টিজেন পরীক্ষা দিয়েই মারাকানায় যেতে পারবেন তাঁরা।’
রিও শহরের কর্তৃপক্ষ মহামারির এ সময়ে এমন সিদ্ধান্ত কেন নিয়েছে, তার একটা ব্যাখ্যা দিয়েছেন সিওলি, ‘এর আগে কোপা সুদামেরিকানা ও লিবের্তোদোরেসের ফাইনালে স্টেডিয়ামের ধারণক্ষমতার কিছু অংশ দর্শকে পূর্ণ করা হয়েছিল। সে সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কনমেবলের সিদ্ধান্তেই ধারণক্ষমতার কত আসন ভরা হবে, সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাছে রিওতে কতজন আর্জেন্টাইন আছেন, সে তালিকা আছে। এরই মধ্যে এ ব্যাপারে আলোচনা শুরু হয়েছে।’
ব্রাজিলে এখন ১৮ হাজার আর্জেন্টাইন আছেন। ফলে ২ হাজার ২০০ আসনের জন্য এমনিতেই কাড়াকাড়ি পড়ে যাবে। এর মধ্যে খেলোয়াড়দের পরিবারকেও এই হিসাবে নেওয়া হবে কি না, এমন প্রশ্ন উঠেছিল। সিওলি আশ্বস্ত করেছেন, এমনটা হচ্ছে না, ‘তাঁরা ২ হাজার ২০০ দর্শকের বাইরে। তাঁরা সবাই একটি নির্দিষ্ট বক্সে থাকবেন এবং তাঁদেরও সবাইকে করোনা পরীক্ষা দিয়ে আসতে হবে।’
- ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫: দলে ফিরছেন লিটন,বাদ পড়লো আরেক ক্রিকেটার
- আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
- ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য দারুন সুখবর
- পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াসকে নিয়ে কথা বললেন সারজিস আলম
- চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশ দল নিয়ে অবশেষে গুঞ্জন সত্যি হলো
- অবশেষে গ্রেফতার হলেন আ:লীগের সাবেক এমপি
- বৈঠক শেষে নির্বাচন নিয়ে আসলো নতুন সিদ্ধান্ত
- আরব আমিরাতে ভিসার সুযোগ
- ইনজেকশন দেয়ার ৫ মিনিটের মধ্যে মৃত্যু
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু নিয়ে জানাগেলো নতুন খবর
- সয়াবিন তেল নিয়ে চরম দু:সংবাদ
- প্রাথমিকের শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর
- ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট