আন্তর্জাতিক ফুটবলে শীর্ষ গোলদাতাদের তালিকা প্রকাশ দেখুন মেসির অবস্থান
![আন্তর্জাতিক ফুটবলে শীর্ষ গোলদাতাদের তালিকা প্রকাশ দেখুন মেসির অবস্থান](https://www.sportshour24.com/thum/article_images/2021/06/29/messi.jpg&w=315&h=195)
৩৪ বছর বয়সী মেসি এমন এক সময় শীর্ষ ১০ গোলদাতার আসনে যুক্ত হলেন, যখন তার চির প্রতিদ্বন্দ্বী পতুর্গাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো পৌঁছে গেছেন সর্বকালের সর্বাধিক গোলদাতা আলি দাইর সহাবস্থানে। ইউরো ২০২০ টুর্নামেন্টে পতুর্গালের হয়ে ৫ গোল করা এই তারকা গত সপ্তাহে বিরল এই গৌরবজনক আসন অলংকৃত করেছেন।
গতকাল সতীর্থ সার্জিও আগুয়েরোর যোগান থেকে পাওয়া বল আনুমানিক ২০ গজ দূর থেকে বাঁ পায়ের নান্দনিক শটে জালে জড়িয়ে দেন মেসি। যার মাধ্যমে শীর্ষ দশের ঐতিহাসিক তালিকায় ঢুকে পড়েন তিনি। এর আগে পেনাল্টি থেকে আরো একটি গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই গোলটি মেসির ৭৫ তম আন্তর্জাতিক গোল। যা তাকে পৌঁছে দিয়েছে শীর্ষ আন্তর্জাতিক গোল দাতার তালিকার নবম স্থানে। যেখানে আগে থেকেই অবস্থান করছেন হাঙ্গেরিয় গ্রেট সান্দর ককসিস, জাপানের কুনিসিঙ্গে কামামোতো এবং কুয়েতের বাশার আবদুল্লাহ।
তবে ওই তিনজনের তুলনায় অনেক বেশী ম্যাচ খেলেছেন মেসি। তারপরও এটি ছিল তার দ্বিতীয় আত্মতৃপ্তির ঘটনা। কারণ গতকালের ম্যাচ খেলতে মাঠে নামার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন মেসি।
গত সপ্তাহেই আর্জেন্টিনার হয়ে ১৪৭ তম ম্যাচে অংশগ্রহনের মাধ্যমে জাভিয়ার মাসচেরানোর সঙ্গে সর্বাধিক ম্যাচে খেলার রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। কিন্তু গতকাল (বাংলাদেশ সময় অনুযায়ী আজ) কোপা আমেরিকায় গ্রুপের শেষ ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে একক ভাবে সর্বাধিক ১৪৮ ম্যাচ খেলার আসনটি দখলে নিয়েছেন বার্সেলোনা তারকা।
অবশ্য রোনালদোকে ধরতে গেলে অনেকটা পথ পাড়ি দিতে হবে মেসিকে। ১০৯ গোল করে যৌথভাবে ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাইয়ের গড়া সর্বাধিক গোলদাতার আসনে স্থান করে নিয়েছেন রোনালদো।
তাদের চেয়ে ২০ গোল পিছিয়ে ৮৯ টি গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে মালয়েশিয়ান স্ট্রাইকার মোহাম্মদ মোক্তার দাহারি। ৮৪ গোল করে তৃতীয় অবস্থানে রয়েছেন স্পেনের ফেরেস পুস্কাস।
এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে আছেন যথাক্রমে জাম্বিয়ার গুডফ্রে চিতালু ৭৯, ইরাকের হোসেন সাঈদ মোহাম্মদ ৭৮ এবং ব্রাজিলীয় কিংবদন্তী পেলে ৭৭। এক গোল কম নিয়ে ষষ্ঠ অবস্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের বর্তমান স্ট্রাইকার আলী মাবকুত।
সমান ৭৫ গোল নিয়ে তালিকার পরের চারটি অবস্থানে আছেন যথাক্রমে হাঙ্গেরির সান্দর ককসিস, জাপানের কুনিসিঙ্গে কামামোতো, কুয়েতের বাশার আবদুল্লাহ এবং আর্জেন্টিনার লিওনেল মেসি।
- চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫: দলে ফিরছেন লিটন,বাদ পড়লো আরেক ক্রিকেটার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশ দল নিয়ে অবশেষে গুঞ্জন সত্যি হলো
- আরব আমিরাতে ভিসার সুযোগ
- আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
- অবশেষে গ্রেফতার হলেন আ:লীগের সাবেক এমপি
- ইনজেকশন দেয়ার ৫ মিনিটের মধ্যে মৃত্যু
- বৈঠক শেষে নির্বাচন নিয়ে আসলো নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু নিয়ে জানাগেলো নতুন খবর
- ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১
- প্রাথমিকের শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর
- বাংলাদেশি স্পিনারকে ৫ বছর নি ষিদ্ধ করল আইসিসি
- মেয়েরা একা থাকলে অনলাইনে যে জিনিসটি সবচেয়ে বেশি সার্চ করে
- নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নামলেন দক্ষিণ আফ্রিকার কোচ
- এক লাফে বেড়ে গেলো সোনার দাম, নতুন রেকর্ড
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায়