| ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

মেসির বার্সকে যে কারণে হুঁশিয়ারি দিল লা লিগা সভাপতি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুন ২২ ২০:৩৭:৪৭
মেসির বার্সকে যে কারণে  হুঁশিয়ারি দিল লা লিগা সভাপতি

মেসি কি বার্সায় সঙ্গে নতুন চুক্তি অবদ্ধ হবেন নাকি নতুন ক্লাবে নাম লেখাবেন? এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের শঙ্কা, মেসিকে হারাতে পারে বার্সেলোনা, যদি না তারা নিজেদের খরচ কমায়।

বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা অবশ্য এখনও আশাবাদী, ন্যু ক্যাম্পে নতুন করে মেসিকে সই করাতে পারবেন। কিন্তু তেবাস সতর্ক করে দিলেন, লিগের নির্ধারিত বেতন কাঠামোর বাইরে গিয়ে কিছু করতে পারবে না বার্সা।

২০১৩ সাল থেকে ক্লাবগুলোর খরচের জন্য একটি মাত্রা নির্ধারণ করে দিয়েছে লা লিগা, যা প্রতিটি ক্লাবের জন্য আলাদা। মূলত ক্লাবগুলোর সম্ভাব্য আয় এবং পূর্বের তিন মৌসুমে দলবদল থেকে আয়, এই দুটি বিষয়কে মূল্যায়ন করে সেই খরচের মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়।

২০১৯-২০ মৌসুমে বার্সেলোনার জন্য সেই মাত্রা ছিল ৬৭১ মিলিয়ন ইউরো। করোনার পর সেটি ২০২০-২১ মৌসুমের জন্য কমিয়ে আনা হয়েছে ৩৮২.৭ মিলিয়ন ইউরোতে।

ক্লাবগুলো এই মৌসুমে খেলোয়াড় এবং কোচদের যাবতীয় বেতন-ভাতা, দলবদলের ফি, এজেন্ট ফি এবং অ্যাকাডেমিতে উল্লিখিত পরিমাণ অর্থের চেয়ে বেশি খরচ করতে পারবে না।

সোমবার তেবাস তাই সতর্ক করে দিয়ে বলেন, ‘বার্সেলোনা তাদের বেতনে খরচের মাত্রা অতিক্রম করে ফেলেছে। আমি আশা করি, তারা মেসিকে রাখতে পারবে। কিন্তু সেটা করতে হলে তাদের যে কোনো দিক দিয়ে খরচ কমাতে হবে।’

কালাতান ক্লাবটি তাদের খরচ কিছুটা কমিয়েছে খেলোয়াড়দের বেতন কর্তন করে। তবে এরিক গার্সিয়া, সার্জিও আগুয়েরো, এমারসন রয়্যাল এবং সবশেষ মেম্পিস দেপাইকে দলে টেনে খরচ আবার বেড়ে গেছে বার্সার।

এমতাবস্থায় মেসিকে নতুন চুক্তিতে রাখতে কিংবা এই গ্রীষ্মে অন্য কোনো খেলোয়াড়কে টানার ক্ষেত্রে বার্সাকে আটকে দিতে পারে লা লিগা কর্তৃপক্ষ।

২০১৭ সালে বার্সার সঙ্গে চার বছরের চুক্তি করেছিলেন মেসি। যেখানে বার্ষিক বেতন, সাইনিং ফি, বোনাসসহ প্রায় ৫০০ মিলিয়ন ইউরো খরচ হয় ক্লাবটির।

নতুন করে খরচ বাড়ালে লিগের বেঁধে দেয়া নিয়মের বাইরে চলে যাবে বার্সা। এর মধ্যে তারা স্যামুয়েল উমতিতি, ফিলিপ কৌতিনহোকে বিক্রির জোর চেষ্টা চালাচ্ছে। ক্লাবে অনিশ্চিত ভবিষ্যত মার্টিন ব্রেথওয়েট, নেতো, মিরালেম পিয়ানিচ, ম্যাথিউসদেরও।

তবে বেচাকেনা বা চুক্তি- সব কিছুই হিসেবের মধ্যে রাখতে হবে বার্সাকে। না হলে মেসিকে ঘিরে সব স্বপ্নই ভেস্তে যেতে পারে লা লিগার ক্লাবটির।

ফুটবল

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে "সাকিব আল হাসান" নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে ক্রিকেট মাঠের এক ...

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ...



রে