কোণঠাসা ভারত, লিডের পথে নিউজিল্যান্ড
![কোণঠাসা ভারত, লিডের পথে নিউজিল্যান্ড](https://www.sportshour24.com/thum/article_images/2021/06/21/a-2.jpg&w=315&h=195)
সাউদাম্পটনে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত ছিল নিউজিল্যান্ডেরই। প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আলোক স্বল্পতায় দ্বিতীয় দিন খেলা হয় ৬৪.৪ ওভার। তাতে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ১৪৬ রান।
ক্রিজে ছিলেন আজিঙ্কা রাহানে ও অধিনায়ক কোহলি- আদর্শ টেস্ট মেজাজের ব্যাটিংয়ের ঘ্রাণ যারা এনে দিয়েছিলেন আগের দিনই। ভারত তাই আশায় বেঁধেছিল ঘর। তবে ৯২.১ ওভারেই সেই ঘর ভেঙে তছনছ করেন জেমিসন।
ভারত দিনের প্রথম সেশনেই হারিয়ে ফেলে ৪ উইকেট, দ্বিতীয় সেশনের শুরুতে বাকি তিনটি। দলের পক্ষে নেই কোনো অর্ধশতক। রাহানের ১১৭ বলে গড়া ৪৯ রানের ইনিংসই সর্বোচ্চ স্কোর। এছাড়া ১৩২ বলের মোকাবেলায় ৪৪ রান করেন অধিনায়ক কোহলি।
জেমিসন একাই শিকার করেন পাঁচটি উইকেট, তার করা ১২ ওভার ছিল মেডেন। দুটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার। টিম সাউদি শিকার করেছেন একটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দলকে ৭০ রান এনে দেন দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। ল্যাথাম ১০৪ বলের মোকাবেলায় ৩০ রান করে বিদায় নিলেও দারুণ ছন্দে থাকা কনওয়ে পূর্ণ করেন অর্ধশতক।
তবে নিউজিল্যান্ডের আক্ষেপ জাগিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ১৫৩ বল খেলে করেন ৫৪ রান, নিয়েছেন ভারতের বোলারদের ধৈর্যের পরীক্ষা।
তার বিদায়ের পর ক্রিজে আসেন রস টেলর, যিনি আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ও অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে আলোকস্বল্পতার আগে দিনের খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত নির্বিঘ্নে সময় পার করেছেন। ৪৯ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০১ রান।
উইলিয়ামসন ৩৭ বলে ১২ ও টেলর ২ বলে কোনো রান না করে অপরাজিত রয়েছেন। ভারতের পক্ষে উইকেট দুটি শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মা। প্রসঙ্গত, এই ম্যাচে নির্ধারিত ৫ দিনের পর রয়েছে একটি রিজার্ভ ডে।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে) টস : নিউজিল্যান্ড ভারত ১ম ইনিংস : ২১৭/১০ (৯২.১ ওভার) রাহানে ৪৯, কোহলি ৪৪, রোহিত ৩৪ জেমিসন ৩১/৫, ওয়াগনার ৪০/২, বোল্ট ৪৭/২ নিউজিল্যান্ড ১ম ইনিংস : ১০১/২ (৪৯ ওভার) কনওয়ে ৫৪, ল্যাথাম ৩০, উইলিয়ামসন ১২* ইশান্ত ১৯/১, অশ্বিন ২০/১ নিউজিল্যান্ড ১১৬ রানে পিছিয়ে।
- চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫: দলে ফিরছেন লিটন,বাদ পড়লো আরেক ক্রিকেটার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশ দল নিয়ে অবশেষে গুঞ্জন সত্যি হলো
- আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
- অবশেষে গ্রেফতার হলেন আ:লীগের সাবেক এমপি
- ইনজেকশন দেয়ার ৫ মিনিটের মধ্যে মৃত্যু
- কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, বাবা বললেন "সব শেষ হয়ে গেছে"
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু নিয়ে জানাগেলো নতুন খবর
- ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১
- প্রাথমিকের শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর
- বাংলাদেশি স্পিনারকে ৫ বছর নি ষিদ্ধ করল আইসিসি
- মেয়েরা একা থাকলে অনলাইনে যে জিনিসটি সবচেয়ে বেশি সার্চ করে
- বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য সুখবর
- নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নামলেন দক্ষিণ আফ্রিকার কোচ
- এক লাফে বেড়ে গেলো সোনার দাম, নতুন রেকর্ড
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায়