| ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

মেসিকে বার্সায় রেখে দেওয়ার দায়িত্ব যে ফুটবলারের কাঁধে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুন ২০ ২৩:০০:৪০
মেসিকে বার্সায় রেখে দেওয়ার দায়িত্ব যে ফুটবলারের কাঁধে

এমন ফুটবলারদের টেনে আনছে। একে একে বার্সায় হাজির হয়েছেন সের্হিও আগুয়েরো, এরিক গার্সিয়া ও মেম্ফিস ডিপাই। জর্জিনিও ভাইনালডামকে দলে টানার চেষ্টা অবশ্য ব্যর্থ হয়েছে বার্সার। কিন্তু এতে হতাশ না হয়ে দলবদলের বাজার থেকে আরও কিছু অস্ত্র খুঁজে নিতে চাইছে বার্সা।

কিন্তু সব পরিকল্পনাই মাঠে মারা যাবে, যদি লিওনেল মেসিকে ধরে রাখতে না পারে ক্লাবটি। এই জুনেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। এখনো চুক্তি নবায়ন করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে সভাপতি হোয়ান লাপোর্তা আশাবাদী, প্রাণের ক্লাবেই ক্যারিয়ার শেষ করবেন মেসি।

ক্লাব প্রেসিডেন্ট হুয়া লাপোর্তার সঙ্গে দফায় দফায় বৈঠকের পরেও কোনো সিদ্ধান্ত আসেনি। তাই এখন নাকি মেসিকে বার্সায় রেখে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তার স্বদেশি সোর্হিও আগুয়েরোর ওপর! যিনি সদ্যই ম্যান সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন।

লিওনেল মেসি এখন কোপা আমেরিকা খেলতে ব্যস্ত। তবে তাকে বার্সায় ধরে রাখতে প্রতিদিনই এজেন্টের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বার্সা। আর আগুয়েরোও নাকি একই কাজ করছেন! রবিবার লাপোর্তা এক সাক্ষাতকারে মেসির চুক্তি নবায়ন নিয়ে বলেছেন, ‘আমি তো চাই, মেসি খুব শিগগির যেন হ্যাঁ বলে। সবদিক দিয়েই আমাদের সাহায্য করতে পারবে সে। আগুয়েরো আমাদের সাহায্য করছে। সে প্রতিদিন মেসিকে ক্লাবে থেকে যাওয়ার জন্য বলছে।’

গত মৌসুমের মাঝামাঝি সাবেক বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামেউয়ের সঙ্গে রাগারাগি করে শৈশবের ক্লাব বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মেসি। নতুন কোচের সঙ্গেও তার বনিবনা হয়নি। তখন বার্তামেউ তাকে আইনী মারপ্যাঁচে আটকে রাখেন। তবে বার্তামেউকেই পদ ছাড়তে বাধ্য করেন বার্সা সমর্থকেরা। তাকে জেলেও যেতে হয়। মৌসুম শেষে এখন মেসির বার্সা ছাড়তে আর কোনো আইনী জটিলতা নেই। তাই তাকে ভুলিয়ে ভালিয়ে রেখে দিতে উঠেপড়ে লেগেছেন নতুন সভাপতি লাপোর্তা।

গত কিছুদিন মেসির চুক্তি নিয়ে ইতিবাচক খবরই শোনা যাচ্ছে। লাপোর্তাও বলছেন, ক্লাবের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘায়িত করতে চান মেসি, ‘সে খুবই উচ্ছ্বসিত এবং সে যে থাকার ইচ্ছা প্রকাশ করছে, সেটা দেখে আমি কৃতজ্ঞ।’

ফুটবল

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে "সাকিব আল হাসান" নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে ক্রিকেট মাঠের এক ...

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ...



রে