| ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

রাত ৩ টায় নয় বাংলাদেশ সময়ে যখন কলম্বিয়ার বিপক্ষে যখন মাঠে নামছে ব্রাজিল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুন ২০ ০০:১৩:৪৪
রাত ৩ টায় নয় বাংলাদেশ সময়ে যখন কলম্বিয়ার বিপক্ষে যখন মাঠে নামছে ব্রাজিল

টুর্নামেন্টে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে জিতেছে ৩-০ গোলে। এই ম্যাচে দুর্দান্ত আক্রমণ ভাগ নিয়ে ভেনিজুয়েলাকে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে যেন আরও অপ্রতিরুদ্ধ হয়ে ওঠে নেইমারের দল।

নিজদের দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে ম্যাচে যেন ছন্দ আরও তীব্র আকার ধারণ করে ব্রাজিলিয়ানদের পায়ে। আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে তারা আরও একবার বেশি অর্থাৎ চারবার পেরুর জালে বল জড়ায়। যেখানে তাদের জয় হয় ৪-০ গোলে।

এছাড়া আগের দুই ম্যাচে ব্রাজিলের অন্যতম বড় অপ্রাপ্তি হলো রক্ষণভাগ। কেননা তাদের রক্ষণভাগ ভেদ করে এখন পর্যন্ত এই আসরে কোন গোল দিতে পারেনি প্রতিপক্ষ দল। সেই রক্ষণ তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও ধরে রাখতে চাইবে তারা।

তবে হিসেব নিকেশ ছাপিয়ে এবার নেইমারের দলের সামনে প্রতিপক্ষ কলম্বিয়া। অন্যান্য দল থেকে ব্রাজিলের কাছে কিছুটা দুর্বল প্রতিপক্ষই মনে হতে পারে কলম্বিয়াকে। কেননা কোপার ইতিহাসে ব্রাজিল ও কলম্বিয়া মুখোমুখি হয়েছে সর্বমোট ৩২ ম্যাচে।

এই ৩২ ম্যাচে ব্রাজিল জয়ের দেখা পেয়েছে ১৯ বার। বাকি ১০ বার দুই দলের মধ্যকার ম্যাচ ড্র হলেও কলম্বিয়া জয়ের দেখা পেয়েছে মাত্র ৩ ম্যাচে। ফলে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলকে রুখে দেয়া যে কিছুটা কষ্টসাধ্য হবে কলম্বিয়ার জন্য সেটা কিছুটা আঁচ করতে পারছেন দুই দলের ভক্তরা।

এক নজরে দেখে নেয়া যাক কলম্বিয়ার বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ

এ্যালিসন বেকার, দানিলো, মিলিতাও, মার্কুইনহোস, সান্দ্রো, ফাবিনহো, ফ্রেড, এভারটন, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার ও বারবোসা।

‘এ’ গ্রুপে থাকা দুই দলের মধ্যকার এই লড়াই অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায়।

ফুটবল

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে "সাকিব আল হাসান" নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে ক্রিকেট মাঠের এক ...

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ...



রে