| ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

হাতে কলমে মেসিদের ভুলগুলো ধরিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুন ১৯ ১১:৫৩:৫৫
হাতে কলমে মেসিদের ভুলগুলো ধরিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি

ক্রুসিয়ানি এখন আর্জেন্টিনায় রয়েছেন। ড্রয়ের বৃত্ত থেকে বের হওয়ার পর আজ শনিবার মেসিরা জিতলেও কোচের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই আর্জেন্টাইন কোচ, ‘হেড কোচ হিসেবে এর আগে তার একটি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা নাই।

আর্জেন্টিনা দলটি এখন একটি গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। নতুন কোচ হলে যা হয় আর কী। এ রকম একজন লোকের হাতে আর্জেন্টাইন ফেডারেশন দায়িত্ব তুলে দিয়েছে। এতে স্পষ্ট আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের অবস্থা কতটা করুণ ও দৈন্য।’

আর্জেন্টিনার একাদশ ফাঁস হওয়া নিয়ে বিব্রত এমিলিদের সাবেক এই কোচ, ‘কোচ বা ম্যানেজমেন্টের অনভিজ্ঞতা কত হলো এমন কান্ড হতে পারে।’ কোচ ও ফেডারেশনের উপর নাখোশ হলেও ফুটবলারের প্রতি আস্থা রাখতে চান ক্রুসিয়ানি, ‘মেসি ভালো ফর্মে আছে। তাকে সহায়তা করার জন্য বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন। আশা করছি তারা ভালে কিছু করতে পারবে।’

মিডফিল্ড ও আক্রমণভাগের উপর ভরসা রাখলেও রক্ষণভাগ নিয়ে চিন্তিত সাবেক এই ফুটবলার, ‘আমাদের রক্ষণ অতটা মজবুত নয়। এটা একটা বড় দুর্বলতা। চ্যাম্পিয়ন হতে হলে ভালো রক্ষণ প্রয়োজন।’

করোনা মহামারির মধ্যে ব্রাজিলে কোপা আমেরিকার কড়া সমালোচনা করেছেন ক্রুসিয়ানি, ‘এই মুহুর্তে কখনোই খেলা হতে পারে না। লাতিন আমেরিকায় প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যুর হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। সেখানে কোপার আয়োজন কখনোই সমর্থনযোগ্য নয়।’

ক্রুসিয়ানির অধীনে ২০০৫ সালে পাকিস্তানে বাংলাদেশ শেষ সাফ ফাইনাল খেলেছিল। এরপর আর মাত্র একবার সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে ক্রুসিয়ানি বলেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মত।

সময় সুযোগ পেলে বাংলাদেশের ও বাংলাদেশের ফুটবলের খোঁজ নিয়ে থাকি।’ অন্য অনেক কোচের মতোই ক্রুসিয়ানির বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তি খুব সুখকর হয়নি। জাতীয় দলের পর বাংলাদেশের শীর্ষ ক্লাব ঢাকা আবাহনীর দায়িত্ব নিয়েছিলেন।

ফুটবল

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে "সাকিব আল হাসান" নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে ক্রিকেট মাঠের এক ...

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ...



রে