ব্রাজিলকে নিয়ে যা বললেন ডি মারিয়া
![ব্রাজিলকে নিয়ে যা বললেন ডি মারিয়া](https://www.sportshour24.com/thum/article_images/2021/06/19/db-(1)-1.jpg&w=315&h=195)
সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। এ জয়ের সুবাদে বি গ্রুপের শীর্ষে উঠে গেছে তারা।
অন্যদিকে এ গ্রুপে রীতিমতো উড়ছে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের শিষ্যরা। স্বাভাবিকভাবেই তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
চলতি কোপা আমেরিকায় ব্রাজিলের এ আধিপত্য মেনে নিয়েছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াও। তার মতে কোপার এবারের আসরে ব্রাজিলই মূল ফেবারিট দল। তবে আর্জেন্টিনাও শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করিয়ে দিলেন প্যারিস সেইন্ট জার্মেইর এ তারকা।
উরুগুয়েকে হারানোর পর সংবাদমাধ্যমে ডি মারিয়া বলেছেন, ‘এখানে একটা বিষয় হলো, ব্রাজিল খুব ভালো করছে। আমরা প্রথম ম্যাচে ড্র করেছি আর আজকে জিততে সমর্থ হয়েছি। আমরা দারুণ কাজ করছি, ধাপে-ধাপে, ম্যাচ ধরে ধরে এগুচ্ছি। আমরা চেষ্টা করছি জাতীয় দল হিসেবে নিজেদের তুলে ধরার।’
আর্জেন্টিনার এখনও পর্যন্ত খেলা দুই ম্যাচের একটিতেও শুরুর একাদশে জায়গা হয়নি ডি মারিয়ার। প্রথম ম্যাচে জিওভানি লো সেলসোর জায়গায় নেমেছেন ৬৭ মিনিটে আর আজ নিকো গনজালেজের জায়গায় তাকে নামানো হয়েছে ৭০ মিনিটের সময়। তবে দুই ম্যাচেই নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন তিনি।
টুর্নামেন্টে প্রথম জয়ের পর নিজেদের শিরোপা জেতার লক্ষ্যের কথা আরও একবার জানিয়ে দিলেন ডি মারিয়া, ‘আশা করছি আমরা জিততে পারব। আর্জেন্টিনা সবসময়ই শক্ত দাবিদার। তবে ঘরের মাঠে ব্রাজিল বেশ ভালো খেলছে। আমরা চেষ্টা করব নিজেদের স্বপ্নপূরণের জন্য সবকিছু করতে।’
দুই ম্যাচে মাত্র ২ গোল করতে পেরেছে আর্জেন্টিনা। কিন্তু সুযোগ ছিল আরও অন্তত ৫-৬ বার লক্ষ্যভেদ করার। কিন্তু দুই ম্যাচেই গোল মিসের পসরা সাজিয়েছেন দুই ফরোয়ার্ড নিকো গনজালেজ ও লাউতারো মার্টিনেজ। বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে সহজতম সুযোগ কাজে লাগাতে পারেননি মার্টিনেক।
একের পর এক গোল মিসের কারণে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে টানা তিন ম্যাচ ড্র করেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়া ও কোপা আমেরিকায় প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করে তারা। ডি মারিয়ার মতে এক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাননি তারা।
ডি মারিয়ার ভাষ্য, ‘আমরা সবসময়ই প্রথমে গোল করছি এবং সেটি ধরে রাখার চেষ্টা করছি। বাছাইপর্ব ও কোপা আমেরিকার খেলা পুরোপুরি আলাদা।
জয় পাওয়ার জন্য আমাদের যে ভাগ্যের ছোঁয়া প্রয়োজন ছিল, তা আমরা পাইনি। আজকে আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তা সম্ভব হয়েছে। আমরা সবসময়ই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করি এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’
- চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫: দলে ফিরছেন লিটন,বাদ পড়লো আরেক ক্রিকেটার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশ দল নিয়ে অবশেষে গুঞ্জন সত্যি হলো
- আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
- অবশেষে গ্রেফতার হলেন আ:লীগের সাবেক এমপি
- ইনজেকশন দেয়ার ৫ মিনিটের মধ্যে মৃত্যু
- কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, বাবা বললেন "সব শেষ হয়ে গেছে"
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু নিয়ে জানাগেলো নতুন খবর
- ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১
- প্রাথমিকের শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর
- বাংলাদেশি স্পিনারকে ৫ বছর নি ষিদ্ধ করল আইসিসি
- মেয়েরা একা থাকলে অনলাইনে যে জিনিসটি সবচেয়ে বেশি সার্চ করে
- বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য সুখবর
- নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নামলেন দক্ষিণ আফ্রিকার কোচ
- সেরা ক্রিকেটারকে ছাড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো ভারত
- এক লাফে বেড়ে গেলো সোনার দাম, নতুন রেকর্ড