প্রথম ফুটবলার হিসেবে ইউরোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনালদো
![প্রথম ফুটবলার হিসেবে ইউরোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনালদো](https://www.sportshour24.com/thum/article_images/2021/06/16/24updatenews-9.jpg&w=315&h=195)
নতুন খবর হচ্ছে, প্রথম ফুটবলার হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোলের সংখ্যা দুই অঙ্কে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে জোড়া লক্ষ্যভেদে প্রতিযোগিতাটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়লেন পর্তুগালের অধিনায়ক। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড টপকে গেলেন মিশেল প্লাতিনিকে।
মঙ্গলবার রাতে ২০২০ ইউরোর ‘এফ’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরির মাঠ ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে ৩-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগিজরা। এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়নদের শুভ সূচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন জুভেন্টাস তারকা রোনালদো।
ইউরোতে ৩৬ বছর ১৩০ দিন বয়সী রোনালদোর গোল এখন সর্বোচ্চ ১১টি। পাঁচ আসরে সবমিলিয়ে তিনি খেলেছেন ২২ ম্যাচ। হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামার আগে তার গোল ছিল নয়টি। সাবেক তারকা প্লাতিনির সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছিলেন তিনি। ফ্রান্সের কিংবদন্তি ১৯৮৪ আসরে মাত্র পাঁচ ম্যাচে করেছিলেন নয় গোল।
অনেক কাঠখড় পুড়িয়ে ৮৪তম মিনিটে পর্তুগাল এগিয়ে যাওয়ার তিন মিনিট পর প্লাতিনিকে ছাড়িয়ে যান রোনালদো। সফল স্পট-কিকে ইউরোতে নিজের দশম গোলটি করেন তিনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকবার নিশানা ভেদ করেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। রাফা সিলভার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণভাবে ছয় গজের বক্সে ঢুকে পড়েন রোনালদো। এরপর স্বাগতিক গোলরক্ষক পিটার গুলাৎসিকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি।
২০০৪ সাল থেকে ইউরোতে অংশ নিচ্ছেন রোনালদো। ওই আসরে রানার্সআপ হওয়া স্বাগতিকদের হয়ে দুই গোল করেছিলেন তিনি। পরের আসরে মাত্র একবার লক্ষ্যভেদ করলেও ২০১২ সালে তিনি করেন তিন গোল। সবশেষ ২০১৬ আসরে পর্তুগিজদের প্রথম ইউরো শিরোপা জেতার পথেও তিনি জালের দেখা পেয়েছিলেন তিনবার।
- চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫: দলে ফিরছেন লিটন,বাদ পড়লো আরেক ক্রিকেটার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশ দল নিয়ে অবশেষে গুঞ্জন সত্যি হলো
- অবশেষে গ্রেফতার হলেন আ:লীগের সাবেক এমপি
- ইনজেকশন দেয়ার ৫ মিনিটের মধ্যে মৃত্যু
- কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, বাবা বললেন "সব শেষ হয়ে গেছে"
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু নিয়ে জানাগেলো নতুন খবর
- ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১
- বাংলাদেশি স্পিনারকে ৫ বছর নি ষিদ্ধ করল আইসিসি
- মেয়েরা একা থাকলে অনলাইনে যে জিনিসটি সবচেয়ে বেশি সার্চ করে
- বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য সুখবর
- সেরা ক্রিকেটারকে ছাড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো ভারত
- নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নামলেন দক্ষিণ আফ্রিকার কোচ
- এক লাফে বেড়ে গেলো সোনার দাম, নতুন রেকর্ড
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায়
- বিদ্যুৎ নিয়ে ভারতের আদানিকে নিজেদের সিদ্ধান্ত জানালো বাংলাদেশ