ও বাচ্চা মেয়ে,বুঝতে পারেনি তাই ভুল বুঝেছে

সোমবার (১৪ জুন) বাংলাভিশন ডিজিটালকে জায়েদ খান বলেন, আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে হারুন ((ঢাকা মহানগর ডিবির উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ) ভাইর সংগে বারবার যোগাযোগ করেছি।
মামলাটি কিন্তু হয়েছে সাভারে, হারুন ভাইর অধীনে না। আমি এবং মিশা ভাই উনাকে অনুরোধ করেছি সহায়তা করতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। দ্রুত ব্যবস্থা নিয়েছেন।
জায়েদ খান বলেন, এখন পরীমণি যদি আইনি সহায়তা চায়, আমাদের শিল্পী সমিতির আইন উপদেষ্টা আছেন। এছাড়া যদি আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেটাও শিল্পী সিমিতির পক্ষ থেকে করা হবে।
সহায়তা চেয়েও পাননি বলে পরীমণি’র অভিযোগের বিষয়ে জায়েদ খান বলেন, ও বুঝতে পারেনি। বাচ্চা মানুষ তো, একা কী করবে? সামলাতে পারেনি। এতে ওর দোষ ধরছি না।
ও আমার কাছে এসেছিলো। আমি বলেছিলাম, তুমি শিল্পী সমিতির কাছে কী চাও? সে বলেছিলো, তোমরা আমাকে আইজিপি’র সংগে দেখা করিয়ে দাও। এটা শিল্পী সমিতির কাছে আমার চাওয়া।
তিনি বলেন, ও বৃহস্পতিবার রাতে এসেছিলো, আমি বললাম শুক্র-শনিবার গেলে রবিবার আমরা একটা চিঠি লিখবো। তুমিও একটা চিঠি দিও। আমি টিভিতে দেখলাম আইজিপি মহোদয় রাজশাহীতে আছেন। আমি বললাম, উনি রাজশাহীতে আছেন। ঢাকায় ফিরলে যোগাযোগ করবো।
এরপর হয়তো ও ভুল বুঝেছে। ভেবেছে, জায়েদ খান তাঁকে ঘোরাচ্ছে। যাই হোক, ও বাচ্চা মানুষ। আমার হাত ধরেই তো সিনেমায় এসেছে। ওর প্রথম নায়কই তো আমি। ও ভুল বুঝেছে। তারপরেও আমরা ওর সংগে আছি। সে হয়তো আবেগে, কষ্টে অনেককিছু বলেছে। আমরা কোনোভাবেই ওর পাশ থেকে সরে যাইনি।
জায়েদ খান বলেন, সাংবাদিক সম্মেলনের আগেও ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যেতে হবে কি না। ও বলেছে, যেতে হবে না। ওর চাওয়া ছিলো একটাই- আইজিপি মহোদয়ের সংগে দেখা করা। কিন্তু আইজিপি’র সংগে তো চাইলেই দেখা করা যায় না।
একটা প্রটোকলের ব্যাপার আছে। সে এখনও শিল্পী সমিতিকে লিখিত কিছু দেয়নি উল্লেখ করে জায়েদ খান বলেন, আসলে লিখিত বড় কথা না। শিল্পী বিপদে পড়েছে শিল্পী সিমিতি তাঁর পাশে থাকবে।
তিনি বলেন, যেহেতু মামলা হয়ে গেছে এবং আসামি গ্রেফতার হয়েছে, এখন তো আর আন্দোলন সংগ্রামের কিছু নেই। আন্দোলনে আর কিছু হবে না। আইন নিজের গতিতেই চলবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
রাতে পরীমণির বাসায় যাবেন জানিয়ে জায়েদ খান বলেন, ওর সংগে কথা বলবো। মানসিকভাবে ও ভালো নেই। ও যেভাবে চাইবে শিল্পী সমিতি সেভাবেই ওর পাশে থাকবে।
- ৮ রানে ৬ উইকেট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড
- নতুন ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ভারতে আ’লীগ নেতাকর্মীদের জালজালিয়াতিতে অতিষ্ঠ কলকাতার প্রশাসন
- প্রবাসী কর্মীদের জন্য সুখবর দিলো আরব আমিরাত
- বড় সুখবর, ১০ লাখ শ্রমিক নিতে চাই যে দেশ
- হঠাৎ একি হলো পেঁয়াজের বাজারে
- স্বর্ণের দাম নিয়ে ভবিষ্যদ্বাণী, দেখেনিন দাম কমবে না বাড়বে
- আজ বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- চরম দু:সংবাদ : ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- বাংলাদেশকে নিয়ে সুর পাল্টালো ভারত
- ঢাকায় ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল, রাজপথে দলীয় কর্মীরা
- পিএসএলে ইতিহাস গড়লেন হাসান আলি, ভাঙলেন ওয়াহাব রিয়াজের রেকর্ড
- মাঠে নামার আগে নাহিদ রানাকে চরম অপমান করলেন জিম্বাবুয়ের অধিনায়ক
- ভয়াবহ ভূমিকম্প : বিধ্বস্ত ৮০ ভাগ সরকারি ভবন
- লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস: ম্যাচ শুরুর সময়, একাদশ ও পরিসংখ্যান