জেমির ‘অন্যরকম পরীক্ষা’ ওমান ম্যাচে
![জেমির ‘অন্যরকম পরীক্ষা’ ওমান ম্যাচে](https://www.sportshour24.com/thum/article_images/2021/06/14/mesi-3.jpg&w=315&h=195)
পরবর্তীতে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাফুফে সভাপতি বলেই দিয়েছেন- তিনি এই কোচকে নিয়ে সন্তুষ্ট নন। তাহলে কি জেমির দিন ফুরিয়ে আসছে? নেপালের টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের কাছে হারের পর বাফুফের মধ্য থেকেই জেমিকে না রাখার একটা কথাবার্তার শোনা গেছে।
এ নিয়ে জাতীয় দল দেখভাল করা ন্যাশনাল টিমস কমিটি কোনো বক্তব্য না দিলেও, কেউ কেউ গণমাধ্যমে বলেই দিয়েছেন জেমিকে বিশ্বকাপ বাছাইয়ের পরই ‘বাই বাই’ বলে দেয়া হবে। তিনদিন আগে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের পারফরম্যান্স এবং কোচের কৌশল নিয়ে মন্তব্য জানতে চাইলে, তিনি ১৫ জুনের পর সব বলবেন বলে জানিয়েছেন।
১৫ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই মিশন। শেষ দুই ম্যাচে আফগানিস্তান, ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন খেলল? সহজ উত্তর, ভালো না। আফগানিস্তানের বিপক্ষে গোল খেয়ে পরে সমতায় ফেরায় অনেকে খুশি। কোচ জেমিও খুশি।
কিন্তু ভারতের বিপক্ষে পরের ম্যাচে বাংলাদেশ নিকট অতীতের সবচেয়ে বাজে খেলেছে। এসব চুলচেরা বিশ্লেষণ করেই কোচের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে। জানা গেছে, আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচের পর জেমির বিষয়ে বাফুফে কিছু নেতিবাচক কিছু ভাবেনি।
ওমানের বিপক্ষে ম্যাচ দেখেই একটা সিদ্ধান্ত নিতে পারে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। তাহলে কি ওমানকে হারালে বা ড্র করলেই জেমির চাকরি টিকে যাবে? না, বিষয়টা তেমন নয়। ওমানের বিপক্ষে বাংলাদেশ কেমন খেলে সেটাই বিবেচনায় আনা হবে বলে জানিয়েছেন বাফুফের এক কর্মকর্তা, ‘জেমিকে নিয়ে এখনও নেতিবাচক কিছু ভাবা হয়নি।
একটি ম্যাচ বাকি আছে। দেখি কেমন করে ওমানের বিপক্ষে।’ ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করা জেমির সঙ্গে আরও এক বছর চুক্তি রয়েছে বাফুফের। গত বছর জুনে দুই বছরের চুক্তি নবায়ন করা হয়েছিল। প্রথম বছর শেষ হচ্ছে এই জুনে।
এই ইংলিশম্যান বাংলাদেশের ফুটবলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারবেন, নাকি জুনেই শেষ হচ্ছে তার যাত্রা- তা অনেকটাই নির্ভর করছে ওমানের বিপক্ষে ম্যাচের ওপর। বাফুফের ভেতর থেকেই বলা হচ্ছে- জেমির ‘শেষ পরীক্ষা’ হবে ওমান।
পরীক্ষার ফল কেমন হলে টিকে যাবেন জেমি? ওমানের বিপক্ষে মাসকাটে প্রথম লড়াইয়ে বাংলাদেশ হেরেছিল ৪-১ গোলে। দোহায়ও মধ্যপ্রাচ্যের দেশটি পরিষ্কার ফেবারিট। বাফুফে চাইছে একটা সম্মানজন ফল। বড় ধরনের বিপর্যয় না হলে এশিয়ান কাপের প্লে-অফ ম্যাচেও ডাগকাউটে দেখা যেতে পারে জেমি ডেকে।
- চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫: দলে ফিরছেন লিটন,বাদ পড়লো আরেক ক্রিকেটার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশ দল নিয়ে অবশেষে গুঞ্জন সত্যি হলো
- আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
- অবশেষে গ্রেফতার হলেন আ:লীগের সাবেক এমপি
- ইনজেকশন দেয়ার ৫ মিনিটের মধ্যে মৃত্যু
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু নিয়ে জানাগেলো নতুন খবর
- ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১
- প্রাথমিকের শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর
- বাংলাদেশি স্পিনারকে ৫ বছর নি ষিদ্ধ করল আইসিসি
- বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য সুখবর
- মেয়েরা একা থাকলে অনলাইনে যে জিনিসটি সবচেয়ে বেশি সার্চ করে
- নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নামলেন দক্ষিণ আফ্রিকার কোচ
- এক লাফে বেড়ে গেলো সোনার দাম, নতুন রেকর্ড
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায়
- বিদ্যুৎ নিয়ে ভারতের আদানিকে নিজেদের সিদ্ধান্ত জানালো বাংলাদেশ