ব্রেকিং নিউজ : হঠাৎ করেই বিশাল বড় সুখবর পেলো জামাল ভূইয়ারা
![ব্রেকিং নিউজ : হঠাৎ করেই বিশাল বড় সুখবর পেলো জামাল ভূইয়ারা](https://www.sportshour24.com/thum/article_images/2021/06/10/top5--13.jpg&w=315&h=195)
বৃহস্পতিবার (১০ জুন) মতিঝিলে বাফুফে কার্যালয়ে আশরাফুল ইসলাম রানা, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর আলম সুফিল ও টুটুল হোসেন বাদশাহর সঙ্গে বৈঠক করেছেন সালাউদ্দিন।
ইনজুরির কারণে বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার সফর করতে পারেননি জাতীয় দলের এই পাঁচ ফুটবলার।
বৈঠক শেষে ফুটবল ফেডারেশন প্রধান বলেন, যাদের ডেকেছিলাম জাতীয় দলে তারা আমার প্রধান খেলোয়াড়। কয়েকদিন ধরে আমি চিন্তা করেছি জাতীয় দলে যারা খেলেন তাদের জন্য একটা অর্থ বরাদ্দ করবো। যাতে তাদের আগ্রহ বাড়ে। ক্লাব থেকে যারা যেটা পায় পাক। একটা অ্যামাউন্ট আমরা তাদের দিবো।’
তাহলে মোট কয়জন পাচ্ছেন ফুটবলার এই বেতনের আওয়তায় থাকছেন?
জবাবে কাজী সালাউদ্দিন বলেন, ‘৩০টা খেলোয়াড়ের একটা তালিকা থাকবে। দুই গোলরক্ষকসহ ১৫ জন খেলোয়াড় পাবেন এক রকম অর্থ। তার পরের ১০জন আরেক রকম বেতন। শেষ পাঁচজন পাবেন আরেক রকম বেতনের আওতায় পড়বে।’
খারাপ খেললে এই তালিকায় পরিবর্তন আসবে বলে জানান দেশের ফুটবলের সর্বোচ্চ কর্তা।
‘যারা তালিকার উপরের দিকে থাকবে খারাপ খেললে তাদের জায়গায় নিচে থেকে খেলোয়াড় নিয়ে আসা হবে। তাহলে একটা প্রতিযোগিতা থাকবে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকছে।’
‘আমার মনে হয় এটা অনেক দরকার। মাঝে মাঝে খেলোয়াড়রা ২০ ভাগ ইনজুরড হলেই খেলা এড়িয়ে যায়। বেতন থাকলে সবাই খেলতে চাইবে।’
বিশ্ব ফুটবলে খেলোয়াড়রা জাতীয় দল থেকে কোনও বেতন নয় সম্মানী নিয়ে থাকেন। বাংলাদেশের ক্ষেত্রে কেনো এমন হচ্ছে?
‘ইউরোপের ফুটবলাররা যে বেতন পায় তা দিয়ে একশ বছর বেচে থাকতে পারবে। একটা খেলোয়াড় সপ্তাহে ২ কোটি টাকা পেলে মাসে ৮ কোটি টাকা পায়। অনেকেই আছে সপ্তাহে চার কোটি টাকাও পায়। তাই তাদের বাড়তি কিছু লাগে না। বাংলাদেশে ৪০ থেকে ৫০ লাখ টাকা বছরে পাচ্ছে। খাওয়া-দাওয়া, পরিবার নিয়ে থাকা সব মিলিয়ে একটু টাইট অবস্থায় পড়তে হয়। জাতীয় দলের তারকা হলে আপনার ভালোভাবে জীবন যাপন করতে হবে। বের হলে ভদ্রভাবে চলতে হবে। আমাদের এখানে সপ্তাহে দুই কোটি টাকা দিলে এমন প্রস্তাবের প্রশ্নই উঠতো না।’
৩০ জনের এই তালিকা বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় ধাপ থেকে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
‘জুনের ২৫ তারিখ থেকে লিগ শুরু হবে। সেখান থেকে বিদেশি টেকনিক্যাল টিম আর দুই একজন নির্বাচকের মাধ্যমে তাদের বাছাই করা হবে। নয় মাসের মধ্যে তালিকা তৈরি হবে। এরমধ্যে বাছাই পর্বের খেলা রয়েছে। বছর ভিত্তিক এই বেতন দেয়া হবে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো।’ যোগ করেন কাজী সালাউদ্দিন।
- চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫: দলে ফিরছেন লিটন,বাদ পড়লো আরেক ক্রিকেটার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশ দল নিয়ে অবশেষে গুঞ্জন সত্যি হলো
- অবশেষে গ্রেফতার হলেন আ:লীগের সাবেক এমপি
- ইনজেকশন দেয়ার ৫ মিনিটের মধ্যে মৃত্যু
- কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, বাবা বললেন "সব শেষ হয়ে গেছে"
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু নিয়ে জানাগেলো নতুন খবর
- ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১
- বাংলাদেশি স্পিনারকে ৫ বছর নি ষিদ্ধ করল আইসিসি
- মেয়েরা একা থাকলে অনলাইনে যে জিনিসটি সবচেয়ে বেশি সার্চ করে
- বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য সুখবর
- সেরা ক্রিকেটারকে ছাড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো ভারত
- নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নামলেন দক্ষিণ আফ্রিকার কোচ
- এক লাফে বেড়ে গেলো সোনার দাম, নতুন রেকর্ড
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায়
- বিদ্যুৎ নিয়ে ভারতের আদানিকে নিজেদের সিদ্ধান্ত জানালো বাংলাদেশ