| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

কেমন আছে সেই খাদিজা?

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ অক্টোবর ০৪ ১১:৪৮:২৭
কেমন আছে সেই খাদিজা?

গত বছরের আজকের এই দিনে সিলেটের প্রাচীন বিদ্যাপীঠ মুরারী চাঁদ (এমসি) কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের এই শিক্ষার্থী। পরীক্ষা দিয়ে বের হওয়ার পর পথে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলম।

রক্তাক্ত খাদিজাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় ও পরে ঢাকায় স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃত্যু মুখে চলে যাওয়া খাদিজা চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে শেষ পর্যন্ত বেঁচে যান।

ঘটনার এক বছর পর খাদিজার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে কথা হয়েছিল তার সঙ্গে। খাদিজার মেঝো চাচা আব্দুল কুদ্দুসের মোবাইলে কথা হয় তার সঙ্গে। খাদিজা এখন তার গ্রাম সিলেট শহরতলীর মোগলগাওয়ের আউসা গ্রামের নিজ বাড়িতে রয়েছেন। তিনি এখন আগের চেয়ে মোটামুটি ভালো। তবে বাম হাতে ও বাম পায়ে আর মাথায় কিছুটা ব্যাথা অনুভব হলেও তিনি এখন হাটতে পারেন; নিজে চলাফেরা করতে পারেন এমনকি পড়তেও পারেন।

এখনও পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেননি তিনি। স্বাভাবিক খাওয়া-দাওয়া, পড়াশোনা এগুলো এখন একটু একটু করতে পারেন বলে জানালেন খাদিজা।

খাদিজা জানাচ্ছিলেন, সম্পূর্ণ সুস্থ্য হওয়ার পর তিনি আবার পড়ালেখা শুরু করবেন। আগের মতো কলেজে যাবেন; বান্ধবিদের সঙ্গে মিশবেন। তবে পড়তে গেলে একাধারে বেশিক্ষণ পড়তে পারেন না; চোখ দিয়ে পানি ঝরে; মাথা ব্যাথা করে; এমনকি পড়া মনেও রাখতে পারেন না তিনি।

খাদিজার মেজো চাচা আব্দুল কুদ্দুস খদিজার সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে অর্থসূচককে বলেন, খাদিজা এখনও পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেনি। প্রতিদিন ব্যয়াম করলেও বাম হাত ও পায়ে এখনও সমস্যা অনুভব করে। শরীরের বাম অংশে এখনও কিছুটা সমস্যা রয়ে গেছে।

তিনি বলেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখনও তার চিকিৎসা চলছে। পুরোপুরি সুস্থ্য হতে কতদিন লাগবে জানি না; তবে ডাক্তার বলছে সে পুরোপুরি সুস্থ্য হয়ে যাবে।

স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ড. এ এম রেজাউল সাত্তারের তত্ত্বাবধায়নে ছিলেন খাদিজা। তার নিকট জানতে চেয়েছিলাম খাদিজার সার্বিক অবস্থা সম্পর্কে। তিনি অর্থসূচককে বলেন, খাদিজা আমার তত্ত্বাবধায়নে নেই; তবে যে কোনও সমস্যায় তার জন্য আমার দ্বার খোলা।

তিনি বলেন, খাদিজার যে সমস্যাগুলো এখন রয়েছে; সেগুলো সেরে উঠতে কিছুটা সময় লাগবে। তবে এগুলো মেজর কোনও সমস্যা না। আশা করি সে সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠবে।

যদি বড় ধরনের কোনও সমস্যা অনুভব করে; তাহলে খাদিজাকে তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করার কথা বলেন ড. এ এম রেজাউল সাত্তার।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ অক্টোবরের ওই ঘটনার পরদিন যখন খাদিজাকে স্কয়ার হাসপাতালে আনা হয়, তখন চিকিৎসকেরা বলেছিলেন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার গ্লাসকো কোমা স্কেল (জিসিএস) বা জ্ঞানের মাত্রা ছিল মাত্র ৬; যেখানে ১৫ থাকতে হয়। তার মাথার খুলির হাড় (স্কাল বোন) থেতলানো এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। এ অবস্থা থেকে খাদিজাকে বাঁচিয়ে তোলা চিকিৎসকদের জন্য বিরাট এক চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছেন চিকিৎসকেরা। মুটামুটি সুস্থ হওয়ার পর স্কয়ার হাসপাতাল থেকে তাকে পরে সাভারের সিআরপিতে পাঠানো হয়েছিল।

খাদিজার উপর ছাত্রলীগ নেতা বদরুলের হামলার দৃশ্য ভিডিও করে অনেকেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ ঘটনার বিচার চেয়ে আন্দোলন শুরু করেন।

ঘটনার সময় স্থানীয়রা বদরুলকে আটক করে গণধোলাই দেন। পরে শাহপরান থানায় সোপর্দ করেন। এ ঘটনায় খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে ওই থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায়ই বদরুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয়। ২০১৭ সালের ৮ মার্চ সিলেট মহানগর দায়রা জজ আদালত বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। বদরুল বর্তমানে কারাগারে আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

অ্যান্টিগায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিন শুরুতেই দারুণ বোলিং নৈপুণ্যে আলো ছড়িয়েছেন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে