| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

কার ওপর ক্ষোভ ঝারলেন ফোরামের ববি?

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ অক্টোবর ০৩ ২২:১৯:৩৬
কার ওপর ক্ষোভ ঝারলেন ফোরামের ববি?

ভবিষ্যতে যেন আর কোনো হয়রানির শিকার হতে না হয়, সেজন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন ববি। শুধু তিনিই নয়। আহ্বান জানাচ্ছেন অন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য। কারণ কখন কাকে পান থেকে চুন খসলেই হয়রানির শিকার হতে হবে তার কোনো ঠিক নেই।

তাহলে কে হয়রানি করছেন ববিকে? কেমন ধরনের হয়রানিই বা তাকে করা হয়েছে? এমন আরো অনেক প্রশ্নেরই জবাব দিয়েছেন ববি। জবাব দিতে গিয়ে বললেন, ‘আগে যেখানে একটি প্রত্যায়নপত্রের জন্য ড্রাইভারকে পাঠালেই হতো; এখন ড্রাইভারতো দূরের কথা, নিজে গিয়ে দশবার সাক্ষাৎকার দিয়েও সংগ্রহ করা যায় না।’

ববি ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘একজন শিল্পী হিসেবে এটা কি দুঃখজনক নয়? আগে চলচ্চিত্রের যেসব সংগঠন ছিল; সেগুলোর দায়িত্বে যারা ছিলেন তারা খুব সহজেই এসব সমাধান করতেন। কোনো ঝামেলাই মনে হয়নি তখন। আর এখন পুরো উল্টোটা হয়। আমার মনে হয় ব্যক্তিগত রাগ থেকে এমন আচরণ করা হয়। যে কারণে আজ চলচ্চিত্র বাঁচাতে, চলচ্চিত্রের মানুষদের বাঁচাতে নতুন নতুন সংগঠনের জন্ম হচ্ছে।’

তবে নতুন এসব সংগঠন কারো জন্য ক্ষতি হবে বলে মনে করছেন না ববি। তার কারণ ভালো কিছু করার জন্যই নতুনদের জন্ম হয় বলেই তার বিশ্বাস। গোনিউজকে এভাবেই তার হয়রানির গল্প বলে যাচ্ছিলেন চিত্রনায়িকা ববি।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্রে নতুন একটি সংগঠনের জন্ম হয়েছে। এর নাম ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। এ সংগঠনের ববিও একজন সদস্য। সংগঠনটি নিয়ে আশাবাদী ববি বললেন, ‘আমি আশা করি নতুন এই সংগঠনটির মাধ্যমে চলচ্চিত্রের মানুষের উন্নতি হবে। চলচ্চিত্রের উন্নতি হবে। কারণ সবাই সবার সঙ্গে মিলে মিশে এক হয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন। যে কারণে আমিও এই সংগঠনের সাথে আছি।’

বরি আরো বললেন, ‘শুধু এই সংগঠনই নয়, যদি মনে হয় চলচ্চিত্রের উন্নয়ন হবে এমন আরো একাধিক সংগঠনেরও যদি জন্ম হয় সেগুলোতেও ববির নাম থাকবে ইনশাআল্লাহ। কারণ এবার শিল্পী সমিতি এবং পরিচালক সমিতির নির্বাচনের পর এক ধরনের খেলা শুরু হয়েছে। যে খেলার জন্য নতুন করে সংগঠন তৈরি হচ্ছে।’

‘অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশের উন্নয়ন করে। আর আমাদের দেশে কে কার মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে সেদিকেই নজর বেশি। যার জন্য আজ আমাদের চলচ্চিত্র ধ্বংসের মুখে। এর মধ্যে আবার নতুন করে নিষিদ্ধ খেলায় মেতে উঠেছে আগের সংগঠনগুলো। কথা বললেই নিষিদ্ধ। আরে বাবা, সমালোচনা একজন করতেই পারে তাতে ক্ষতি তো কিছুই দেখছি না। সমালোচনা মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে।

একজন আরেকজনের পেছনে লেগে না থেকে নিজ নিজ স্থান থেকে কিভাবে ইন্ড্রাস্ট্রিকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করা যায় সেদিকে নজর দিতে হবে। কিন্তু না; আমরা সেটা করবো না। আমরাতো বাঙালি। আমরা কি সেটা করতে পারি? আমাদের কাজই হচ্ছে পেছনে লাগা।’- ক্ষোভের সুরে বললেন ববি।

ববি আরো বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে সবাইকে আহ্বান জানাচ্ছি যারা এখনো ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর সঙ্গে যুক্ত হননি, তাদের যুক্ত হবার জন্য। সবাই মিলে এক হয়ে কাজ করার জন্য। কারণ এক জনের পক্ষে কোনো অশুভ শক্তির মোকাবেলা করা সম্ভব নয়। এখন যেসব অশুভ শক্তি চলচ্চিত্রের ক্ষতি করার চেষ্টায় নিয়োজিত আছে সবাই মিলে তাদের প্রতিহত করে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে।’

উল্লেখ্য, ববি এখন অভিনয় করছেন ‘বেপরোয়া’ ছবিতে। কোলকাতার রাজা চন্দর পরিচালনায় ছবিটিতে ববির বিপরীতে অীভিনয় করছেন ‘রক্ত’র নায়ক রোশান। এছাড়া ববির নিজের প্রযোজনায় শেষ করেছেন ‘বিজলী’ ছবির শুটিং। চলতি বছরই ছবিটি মুক্তির সম্ভবনা রয়েছে। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ববির বিপরীতে অভিনয় করেছেন ভারতের রণবীর।

ক্রিকেট

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

চলছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। প্রথম দিনের নিলামে তোলা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। প্রথম দিনের ...

ব্রেকিং নিউজ: বিশাল মূল্যে আইপিএল নিলাম থেকে দল পেলেন বাংলাদেশ ৩ তারকা ক্রিকেটার

ব্রেকিং নিউজ: বিশাল মূল্যে আইপিএল নিলাম থেকে দল পেলেন বাংলাদেশ ৩ তারকা ক্রিকেটার

আইপিএল ২০২৫-এর মেগা নিলামে প্রত্যাশা ছিল যে ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার বড় মূল্য পাবেন, ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে