মেসিকে নতুন প্রস্তাব দিলো বার্সা
![মেসিকে নতুন প্রস্তাব দিলো বার্সা](https://www.sportshour24.com/thum/article_images/2021/05/28/te-3.jpg&w=315&h=195)
এর মধ্যে এখনও পর্যন্ত নতুন চুক্তির ব্যাপারে বার্সাকে কোনো প্রতিশ্রুতি দেননি তিনি। এরমধ্যে মেসিকে পেতে ওঁতপেতে আছে ইউরোপের আরও অনেক নামি-দামি ক্লাব।
ইতোমধ্যে মেসিকে বিশাল এক প্রস্তাব দিয়ে রেখেছে প্যারিসের ক্লাব পিএসজি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিও সুযোগ পেলে লুফে নেবে বার্সার এই আর্জেন্টাইন সুপারস্টারকে।কিন্তু দ্বিতীয়বার বার্সার সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আসার পর হুয়ান লাপোর্তা ঘোষণা দিয়েছেন, তিনি কোনোভাবেই মেসিকে ছাড়তে চান না। যে কোনো মূল্যেই হোক, তারা মেসিকে ধরে রাখার ঘোষণা দিয়েছেন।
সে লক্ষ্যেই এবার মেসির সামনে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেছে বার্সেলোনা। বার্সেলোনার অডিট রিপোর্ট তৈরি না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব মেসিকে দেয়ার ক্ষেত্রেও বেশ একটা জটিলতা রয়েছে। কিন্তু হুয়ান লাপোর্তা কোনো কিছুর জন্যই আর অপেক্ষা করতে রাজি নন। এ কারণে, আনুষ্ঠানিক প্রস্তাবটা তিনি দিয়ে দিলেন মেসিকে।
টিভি থ্রি জানিয়েছে মেসিকে দেয়া বার্সার এই আনুষ্ঠানিক প্রস্তাবটি সম্পর্কে। তারা একই সঙ্গে জানিয়েছে, মেসি এখনও বার্সকে কোনো জবাব দেয়নি। তিনি মূলতঃ ২০২১-২২ মৌসুমের জন্য বার্সার পরিকল্পনা কী, তা না জানা পর্যন্ত কোনো জবাব দেবেনও না।
ক্লাবের ব্যস্ততা এখন আর নেই। এ কারণে, মেসি এখন রয়েছেন আর্জেন্টিনায়, নিজ দেশের জাতীয় ফুটবল দলে। আগামী কোপা আমেরিকা এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য তিনি যোগ দিয়েছেন আর্জেন্টিনা দলে। কোপা আমেরিকা নিয়ে মেসি এখন খুব সিরিয়াস। কারণ, তার সামনে একটি বড় ট্রফি জেতার প্রায় শেষ সুযোগ এটা।
মেসি বার্সায় থাকবেন কী থাকবেন না, তা নিয়ে মোটেও কোনো সিদ্ধান্ত এখনও নেননি। তিনি মূলতঃ চান বার্সেলোনা আগমী দিনগুলোর জন্য যেন একটি আকর্ষণীয় স্পোর্টিং প্রজেক্ট হাতে নেয়। যেন বড় বড় শিরোপাগুলো জিততে পারেন তারা। সুতরাং,
তিনি যদি বিশ্বাস করেন যে বার্সা আগামী মৌসুমের জন্য তার চাওয়া পূরণ করছে, তখন তিনি হয়তো আর ‘না’ করবেন না। বার্সাতেই থেকে যাবেন।তবে মেসিকে দেয়া নতুন প্রস্তাবে কী রেখেছে বার্সেলোনা তা প্রকাশ করেনি কেউ। মেসি রাজি হলে হয়তো প্রকাশ্যে আসবে এসব বিষয়গুলো।
- চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশ দল নিয়ে অবশেষে গুঞ্জন সত্যি হলো
- ইনজেকশন দেয়ার ৫ মিনিটের মধ্যে মৃত্যু
- কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, বাবা বললেন "সব শেষ হয়ে গেছে"
- বাংলাদেশি স্পিনারকে ৫ বছর নি ষিদ্ধ করল আইসিসি
- বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য সুখবর
- মেয়েরা একা থাকলে অনলাইনে যে জিনিসটি সবচেয়ে বেশি সার্চ করে
- সেরা ক্রিকেটারকে ছাড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো ভারত
- কমে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায়
- বিদ্যুৎ নিয়ে ভারতের আদানিকে নিজেদের সিদ্ধান্ত জানালো বাংলাদেশ
- পবিত্র শবে বরাতের তারিখ
- সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলেন কাফি
- হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত: অনিশ্চয়তায় সাত কলেজের ভবিষ্যৎ
- অবশেষে গোঁপণ সমস্যাটি সামনে আনলেন : নাইম শেখ
- বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে ইয়েশার যা ঘটেছিল