মেসিকে নিয়ে নিজেদের স্বপ্ন সামনে আনলো উরুগুয়ে
![মেসিকে নিয়ে নিজেদের স্বপ্ন সামনে আনলো উরুগুয়ে](https://www.sportshour24.com/thum/article_images/2021/04/29/re-1.jpg&w=315&h=195)
শুধু তাই নয়, পেলে-ম্যারাডোনার শ্রেষ্ঠত্বেও ভাগ বসিয়ে দিতেন যদি একটিমাত্র বিশ্বকাপ জিততে পারতেন! ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেও পারেননি শিরোপা জিতে নিতে।
কিন্তু উরুগুয়ে কিংবদন্তী দিয়েগো লুগানো দাবি করছেন, যদি মেসি আর্জেন্টিনার না হয়ে উরুগুয়ের হতেন, তাহলে তারা অন্তত দুটি বিশ্বকাপ জিততে পারতেন।
লুগানোর এই কথার অর্থ, মেসির একার যে সামর্থ্য রয়েছে, সঙ্গে যদি উরুগুয়ের বাকি শক্তি যোগ হতো, তাহলে আগের তিন বিশ্বকাপের মধ্যে দুটি বিশ্বকাপ তারাই জিততে পারতেন। অর্থ্যাৎ, আর্জেন্টিনা জাতীয় দলে মেসির আশপাশে যারা রয়েছেন, তারা সঠিকভাবে মেসির জন্য সঠিক কাজটি করতে ব্যর্থ হয়েছেন।
উরুগুয়ের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন লুগানো। ক্লাব ফুটবলে স্প্যানিশ ক্লাব মালাগা এবং ইংলিশ ক্লাব ওয়েস্টব্রম উইচের হয়ে খেলেছেন। তিনি বিশ্বাস করেন, মেসি উরুগুইয়ান হলে অন্তত দুটি বিশ্বকাপের চিত্র ভিন্ন হতে পারতো।
উরুগুইয়ান পত্রিকা টি ওয়াই দেপোর্তিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে লুগানো বলেন, ‘যদি মেসির গায়ে উরুগুয়ের জার্সি থাকতো, তাহলে ২০১০ বিশ্বকাপটা আমরাই জিততে পারতাম, নিশ্চিত।’
পরক্ষণে বলেন, ‘শুধু ২০১০ সালেই নয়, যদি ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে মেসিকে নিয়ে খেলতে যেতে পারতো উরুগুয়ে, তাহলে তারা কোনোভাবেই সুয়ারেজকে কিক আউট করতে পারতো না এবং উরুগুয়ে অবশ্যই এই বিশ্বকাপটি জিতে যেতে পারতো, এটা নিশ্চিত।’
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে উরুগুয়ে শেষ করেছিল চতুর্থস্থানে থেকে। সেমিফাইনালে তারা ৩-২ গোলে হেরেছিল নেদারল্যান্ডসের কাছে। এরপর তারা একই ব্যবধানে জার্মানির কাছে হেরেছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
২০১৪ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠলেও উরুগুয়ে হারায় লুইস সুয়ারেজকে। ইতালির জিওর্জিও কিয়েল্লিনির ঘাড়ে কামড় দেয়ার অপরাধে টুর্নামেন্ট থেকেই বহিস্কার করা হয় সুয়ারেজকে। পরে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় তারা।
- চ্যাম্পিয়ন্স ট্রফি : বাংলাদেশ দল নিয়ে অবশেষে গুঞ্জন সত্যি হলো
- ইনজেকশন দেয়ার ৫ মিনিটের মধ্যে মৃত্যু
- কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, বাবা বললেন "সব শেষ হয়ে গেছে"
- বাংলাদেশি স্পিনারকে ৫ বছর নি ষিদ্ধ করল আইসিসি
- সেরা ক্রিকেটারকে ছাড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো ভারত
- বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য সুখবর
- মেয়েরা একা থাকলে অনলাইনে যে জিনিসটি সবচেয়ে বেশি সার্চ করে
- ব্যাপক সংঘর্ষ, আহত ২২
- কমে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায়
- সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলেন কাফি
- আ:লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- বিদ্যুৎ নিয়ে ভারতের আদানিকে নিজেদের সিদ্ধান্ত জানালো বাংলাদেশ
- পবিত্র শবে বরাতের তারিখ
- আজকের সৌদি রিয়াল রেট