| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আমি আর কাউকে হারাতে পারবো না

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ অক্টোবর ০২ ১২:২১:৫৫
আমি আর কাউকে হারাতে পারবো না

আমি তখন ওর দিকে তাকিয়ে বলতাম, ধুর পাগলী। তুমি যদি কখনও চলেও যেতে চাও, তোমাকে আমি যেতে দিবো না। অন্য মেয়েকে বিয়ে করবো কেন?

তোমার মত আরেকপিস কি আছে নাকি? লাবনী তাকিয়ে একটা হাসি দিতো, হয়তো বা এর অর্থ ছিল, জানি জানি, তুমি আরেকটা বিয়ে করবে। এসব যখন ভাবছি, ঠিক তখনি রুপা ভাউ ভাউ করে কান্না করে আমার সামনে এসে বলছে, স্নিগ্ধ, দেখো আমার হাত কেটে গেছে। আমি তাকিয়ে রক্ত খুঁজার চেষ্টা করলাম, আর ভাবছি বেচারা এত কান্না করছে না জানি কত ব্যথাই না পেয়েছে।

পরে জিজ্ঞাস করলাম, রুপা কোথায় কেটেছে? রুপা মুখটা বাংলার পাঁচের মত করে বললো, হাত কাটার জন্য কি রক্ত পড়তে হবে? আমার মনে হলো হাত কেটেছে তাই কানলাম।রুপা মাঝে মাঝে এমন অদ্ভুত কাণ্ড করে। কিন্তু আমি কখনই সেইসব কাণ্ডকে হেলায় ফেলি না। ওর কাণ্ডগুলোতে যদি ও হাসে, তাহলে আমিও হাসি। আর যদি কাদে আমিও মন খারাপ করি।

রুপাকে আমি ঠিক আমার মত করে ভালোবাসি, একদম একটা ছোট বাচ্চাকে যেভাবে ভালোবাসা যায় ঠিক তেমন। এই ভালোবাসাটা আমি লাবনীকেও বাসতাম। রুপার যদি কোন কারণে মন খারাপ হয়, তবে ও ঠিক লাবনীর মতই আমাকে ৫০০ বার সরি বলতে বলবে, আর হাজার বার ফোনে কল দিয়ে বলবে, আমি কষ্ট পেয়েছি।

একদিন মাঝরাতে রুপা আমাকে ঘুম থেকে তুলে বলছে, আমাকে ভালোবাসো? আমি বললাম, হুম অনেক। আমি যদি কখনো তোমায় ছেড়ে চলে যাই, তখন আরেকটা বিয়ে করবে? আমি তখন রুপাকে জড়িয়ে ধরে মুখ ফসকে বলেই ফেললাম, লাবনী প্লিজ, আর কখনো এই কথা বলো না। আমি তোমাকে আর হারাতে পারবো না।

রুপা আমার মুখের দিকে তাকিয়ে বললো, স্নিগ্ধ, তুমি আমার থেকেও লাবনীকে বেশি ভালোবাসো। আমি না সত্যিই লাবনীর মত তোমাকে ছেড়ে যাবো না। এই রাতেই বুঝেছিলাম রুপাটা আসলেই আমার লাবনীর থেকেও বেশি ভালো।

স্কুল কলেজের বন্ধুরা, রুপা আর আমাকে কোথাও দেখলেই বাসায় এসে কল দিয়ে বলে, কিরে লাবনীকে তাহলে পেলি না? বলেছিলাম না, মেয়েরা এসব প্রেম টেম বুঝে না।আমি যখন ওদেরকে আসল কথাটা বলি তখন ওদের মত দুঃখী মানুষ আর একটা থাকে না।

লাবনী আমার জন্যই আমাকে ছেড়ে গেছে। লাবনী আর আমি ছিলাম ক্যাম্পাসের সবচেয়ে আকর্ষণীয় জুটি।সব সময় একসাথে থাকতাম। এরকিছুদিন পর টিউশনি আর জব নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে, লাবনীর সাথে সব মিলিয়ে এক ঘণ্টাও কথা হতো না। লাবনী ফোন দিয়ে শুধু অভিযোগই করতো। আর ওই যে অভিমান করলে হাজার বার ফোন দিতো।

তাই কাজের সময়টায় ওর নাম্বার ব্লক করে রাখতাম। এটা লাবনীও জানতো। একদিন সন্ধ্যায় বাসায় যেয়ে ব্লকলিস্ট চেক করতে দেখি যে, লাবনী আমাকে ৩৯ বার কল দিয়েছে। আমি তো অবাক! সাথে সাথে ওকে কল দিলাম ওপাস থেকে লাবনীর বোন বললো, আপু এক্সিডেন্ট করেছিল সকালে।

তোমাকে সবার নাম্বার থেকে কল দেওয়া হয়েছিল, তুমি ধরনি। আপুর যখন একটু সেন্স আসছিল, তখন শুধু বলে গেছে, তোমাকে দেখানোর পর যেন আপুর লাশ দাফন করা হয়। সেইদিনই ছিল আমার লাবনীর আমাকে ছেড়ে যাওয়ার দিন।আমি এখন হাজার ব্যস্ত থাকলেও রুপার ফোন ধরি, ওর পাগলামী শুনি। আমি যে আর কাউকে হারাতে পারবো না।

ক্রিকেট

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

অ্যান্টিগা টেস্টে তৃতীয় দিনটি বাংলাদেশ দলের জন্য ছিল পরীক্ষার মতো। আগের দিনই ধারণা করা হচ্ছিল ...

ব্রেকিং নিউজ: বিশাল মূল্যে আইপিএল নিলাম থেকে দল পেলেন বাংলাদেশ ৩ তারকা ক্রিকেটার

ব্রেকিং নিউজ: বিশাল মূল্যে আইপিএল নিলাম থেকে দল পেলেন বাংলাদেশ ৩ তারকা ক্রিকেটার

আইপিএল ২০২৫-এর মেগা নিলামে প্রত্যাশা ছিল যে ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার বড় মূল্য পাবেন, ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে