কোনদিন কেউ পারে নি এমন এক জাদুকরী গোলে ফুটবল বিশ্বে তাক লাগালেন আর্জেন্টাইন ফুটবলার,ভিডিওসহ
![কোনদিন কেউ পারে নি এমন এক জাদুকরী গোলে ফুটবল বিশ্বে তাক লাগালেন আর্জেন্টাইন ফুটবলার,ভিডিওসহ](https://www.sportshour24.com/thum/article_images/2021/03/15/sportshour24-19-11.jpg&w=315&h=195)
রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের মাঠে খেলতে গিয়েছিল টটেনহ্যাম হটস্পার। যেখানে অবিশ্বাস্য এক গোল করেছেন লামেলা। একই গোলে র্যাবোনা এবং নাটমেগের অভূতপূর্ব যুগলবন্দী ঘটিয়েছেন ২৯ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। যা নিয়ে এখন ফুটবল বিশ্বে চলছে তার বন্দনা।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৩৩ মিনিটে প্রথম ও নিজেদের একমাত্র গোলটি করে টটেনহ্যাম। বাম দিক থেকে সার্জিও রেগুইলিয়ন লম্বা ক্রস বাড়ান লুকাস মউরার উদ্দেশ্যে। সেটি ধরে লামেলাকে ছোট্ট পাস দেন মউরা। সেই পাস থেকে উল্টো পায়ে আর্সেনাল ডিফেন্ডার থমাস পার্টের দুই পায়ের ফাঁক দিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান লামেলা।
এই গোলে একইসঙ্গে ছিল র্যাবোনা ও নাটমেগের মিশ্রন। প্রথমে উল্টো পায়ে করা শটটি ছিল র্যাবোনা এবং ডিফেন্ডারের পায়ের ফাঁক গলে যাওয়ায় এটি হয়ে গেছে নাটমেগও। এই গোলের সুবাদেই লিড পায় টটেনহ্যাম। অবশ্য এই লিড আর কাজে লাগেনি। পরে জোড়া গোল করে ম্যাচ জিতে নিয়েছে আর্সেনাল।
ম্যাচের ৪৪ মিনিটের সময় দলের পক্ষে সমতা ফেরান আর্সেনালের তরুণ ফরোয়ার্ড মার্টিন ওডেগার্ড। পরে দ্বিতীয়ার্ধে ফিরে ৬৪ মিনিটের সময় পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন আলেকসান্দ্র লাকাজেত। ডি-বক্সের মধ্যে তাকেই ফাউল করা হলে ভিডিও এসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
ম্যাচের টুইস্ট ছিল তখনও বাকি। ৬৯ মিনিটের সময় পার্টেকে পেছন থেকে ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন লামেলা। এর মিনিট সাতেক পর অযথাই কাইরান টিয়ের্নিকে হাত দিয়ে চাটি মেরে বসেন প্রথমার্ধে জাদুকরী গোল করা লামেলা। ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি এবং দুই হলুদ কার্ডের মাঠ ছেড়ে যেতে হয় তাকে।
বাকিসময়ে ১০ জনের দল নিয়ে খেলে সমতাসূচক গোলের দেখা পায়নি টটেনহ্যাম। এ পরাজয়ের পর এখন ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে স্পার্সরা। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে আর্সেনাল।উল্লেখ্য, নিজের ক্যারিয়ারে আরও একবার র্যাবোনা কিকে গোল করেছিলেন লামেলা। ২০১৪ সালের অক্টোবরে আসটেরসের বিপক্ষে ডি-বক্সের মুখ থেকে উল্টো পায়ের র্যাবোনা শটে বল জালে জড়িয়েছিলেন এ আর্জেন্টাইন তারকা।
Eric Lamela combines a rabona and a nutmeg for a goal, wow ????#ARSTOT
— UTD Xtra (@UNITEDEXTRA_) March 14, 2021
- কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, বাবা বললেন "সব শেষ হয়ে গেছে"
- ব্যাপক সংঘর্ষ, আহত ২২
- আ:লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- মেয়েরা একা থাকলে অনলাইনে যে জিনিসটি সবচেয়ে বেশি সার্চ করে
- বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য সুখবর
- সেরা ক্রিকেটারকে ছাড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো ভারত
- আজকের সৌদি রিয়াল রেট
- সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলেন কাফি
- পবিত্র শবে বরাতের তারিখ
- সাধারণ মাথাব্যথা নাকি ব্রেইন ক্যান্সার
- জামায়াত ইসলামীকে মুনাফেকের দল বললেন : রিজভী
- বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে ইয়েশার যা ঘটেছিল
- হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত: অনিশ্চয়তায় সাত কলেজের ভবিষ্যৎ
- হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট