খেলা চলার সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে শোকের কালো ছায়া,মারা গেলেন
তবে দিনটি সহজ ছিল না ক্যারিবীয় অধিনায়কের জন্য। দিনের শুরুতেই তিনি হারান প্রিয় চাচা স্টিভেনকে। সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন পোলার্ডের চাচা। এই খবর জেনেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলতে নামেন পোলার্ড এবং জিতেই মাঠ ছাড়েন।
ম্যাচ শেষে সিরিজ জয়টি নিজের প্রয়াত চাচাকে উৎসর্গ করে তিনি বলেন, ‘ব্যক্তিগত দিক থেকে আমাদর ক্রিকেটীয় ক্যারিয়ারের অন্যতম কঠিন একটি দিন ছিল আজকে। যে মানুষটা আমার ক্রিকেটার হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, আমার চাচা স্টিভেন আজ সকালে মারা গেছে। আমি তাকে এই সিরিজ জয়টি উৎসর্গ করছি।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতে তিনি কথা বলেছেন পুরো ম্যাচ সম্পর্কেই। সেঞ্চুরি করে ম্যাচ জেতানো এভিন লুইসকে দিয়েছেন বিশেষ ধন্যবাদ। এছাড়া ২৭৪ রান তাড়ায় শাই হোপের ৮৪ রানের ইনিংসের গুরুত্বও বুঝিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক।
তার ভাষ্য, ‘দিনশেষে জয়টাই মূখ্য। এভিন লুইস সেঞ্চুরি করেছে, ড্রেসিংরুমে আমরা তার কাছ থেকে এটি চেয়েছিলাম। শাই হোপ আবারও রান করেছে এবং নিকোলাস পুরানকে ম্যাচ শেষ করে আসতে দেখা সত্যিই তৃপ্তিদায়ক। আজকের এটা সবমিলিয়ে টিম পারফরম্যান্স।’
টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানরা এক ম্যাচ জিতলেও, ওয়ানডেতে তা হতে না দেয়ার তৃপ্তি পোলার্ডের কণ্ঠে, ‘আমাদের জেতার সবচেয়ে সেরা সুযোগ ছিল রান তাড়া করার মাধ্যমে। টি-টোয়েন্টিতে আমরা খুব ভালো করতে পারিনি। ছেলেরা নিজেদের দায়িত্ব এবং নিয়ম সম্পর্কে সচেতনতা দেখিয়েছে, এটা খুব ভালো বিষয়।’
বোলারদের অবদানের কথাও ভুলে যাননি অধিনায়ক, ‘বোলারদেরও অভিনন্দন। তারা আজ দারুণ বোলিং করেছে। জেসম মোহাম্মদ ৩ উইকেট নিয়েছে, হোল্ডার শুরুতে দুই উইকেট নিয়ে দিয়েছে। বাকিরাও ভালো করেছে। আপনি এর চেয়ে পারফেক্ট ম্যাচ আর পেতে পারেন না। মূল বিষয়টা হলো পরিস্থিতি বুঝে খেলা।’
আগামীকাল (রোববার) সিরিজের শেষ ম্যাচ। সেটি জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশের বেদনায় পোড়াতে চান ক্যারিবীয় অধিনায়ক, ‘আমরা এখন সিরিজ জিতে গেছি। আমরা ইতিবাচক দিকগুলো দেখছি। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা এখন চেষ্টা করব ৩-০তে সিরিজ জিততে পারি কি না।’
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- সৌদি, কাতার, ও ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- ফিরছেন সাকিব আল হাসান
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- এভাবে মাঠে নামিয়ে দেয়া উচিত হয়নি : আশরাফুল
- ভারতীয় ভিসা চালু নিয়ে ভারতীয় দূতাবাসের বিশেষ বার্তা
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিলেন তাওহীদ হৃদয়
- বেড়ে গেলো মালয়েশিয়ান রিংগিত রেট
- দেখা মিলল পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর
- গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের