আইপিএলে নিজের দাম নিয়ে মুখ খুললেন সাকিব

কিন্তু দুই কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মূল্য হয়েছে তিন কোটি ২০ লাখ রুপি।বিশ্বসেরা অলরাউন্ডার হয়েও আইপিএলের মত আসরে সাকিবের এমন দাম যেন বড়ই বেমানান দেখাচ্ছে মরিস ও জেমিসনদের দামের পাশে। অনেকেই আবার মন্তব্যও করেছেন যে সাকিবের মূল্য আরো বেশি হওয়া উচিত ছিলো।
কিন্তু সাকিব নিজে কি ভাবছেন? আসন্ন আইপিএলে সঠিক মূল্য কি তিনি পেয়েছেন? তাঁর দাম ১০ কোটির উপরে যাওয়া উচিত ছিলো কি? এই সকল প্রশ্নের উত্তরর দিতে আজ (রবিবার) ২১ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লাইভে আসেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ায় সাকিবের জন্ম হলে আইপিএলে ১০-১৫ কোটি টাকা দাম হতো। এক ভক্তের এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘ভাই আমি খুব ভালো আছি। আমার বাংলাদেশে জন্ম হয়েছে। আর এটা নিয়ে আমি গর্বিত। আমার আর কোথাও জন্ম নেওয়ার ইচ্ছা নেই।
আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সঠিক মূল্যায়ন করা হয় কিনা সেই প্রসঙ্গে তিনি বলেন, আসলে খুব বেশি সফল খেলোয়াড় বাংলাদেশ থেকে যায়নি আইপিএলে। আর আমরা সব সময় খেলতে পারি না। যদি আমরা পুরো মৌসুম খেলতে পারতাম তাহলে আরো বেশি খেলোয়াড়ের সম্ভাবনা থাকবে।
সেই দিক থেকেই তাদের উপর পুরো দোষ দেওয়া ঠিক নয়।এবারের আসরে সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। পুনরায় কেকেআরে ফিরতে পেরে উচ্ছ্বসিত সাকিব।
কেকেআরে খেলার প্রসঙ্গে সাকিব বলেন, ‘অবশ্যই আমি রোমাঞ্চিত, আবারো কেকেআরের হয়ে খেলতে পারবো। সবচাইতে বড় কথা, ঘরের পাশের মাঠেই খেলতে পারবো। তবে এখনো জানি না, সামনের আইপিএল কোথায় হবে। শুধু মুম্বাইয়ে, নাকি দেশের বাইরে।
আগের মত সংযুক্ত আরব আমিরাতে হবে কিনা, নাকি পুরোটা ভারতেই হবে, সেগুলো বুঝতে হবে। তবে কলকাতায় খেলতে পারলে ভালো লাগবে, তাহলে বেশিরভাগ সময় সেখানে থাকা হবে। বাংলাদেশ থেকে বেশি দূরে না। সবই পরিচিত, আমার জন্য বিষয়টা খুবই মজা লাগার মত।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। তবে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ।
- বাংলাদেশের নাম উচ্চারণ করে যা বললেন ট্রাম্প
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)
- পোশাক বদলের সময় পরিচালক ঢুকে পড়েন’
- উত্তেজনায় কৌশানী, ভাইরাল ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও
- এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
- বিশ্ববাজারে অস্থিরতা, বাংলাদেশে লাফিয়ে বাড়ছে সোনার দাম
- মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড
- ড. ইউনূস ও মোদির পাশাপাশি বসা ছবি ভাইরাল, সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়
- মালয়েশিয়ান রিংগিত রেটের বিশাল লম্বা লাফ
- ক্রিকেটের জন্য জীবনের বড় একটি ত্যাগ স্বীকার করলো তামিম
- ট্রাম্পের নতুন সিদ্ধান্তে বিপদে ভারত
- রেমিট্যান্সের রেকর্ড গড়লো প্রবাসীরা
- ভারতে নতুন টেস্ট ভেন্যু, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা
- ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
- বিমসটেকের সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যাচ্ছেন ড. ইউনূস