| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অবশেষে বাংলাদেশের আহ্বানে সাড়া দিল মিয়ানমার

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ সেপ্টেম্বর ২৪ ২৩:০৮:০৪
অবশেষে বাংলাদেশের আহ্বানে সাড়া দিল মিয়ানমার

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়েছে মিয়ানমার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরলে মিয়ানমারের সঙ্গে এই আলোচনা দিনক্ষণ ঠিক করা হবে।' তবে অক্টোবরের প্রথম সপ্তাহেই আলোচনাটি হতে পারে বলে জানান তিনি।

জানা গেছে, মিয়ানমারে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউর রহমান রাখাইনে চলমান গণহত্যা আর ধ্বংসযেজ্ঞের বিষয়ে একাধিকবার দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও আগ্রহ দেখায়নি সু চি প্রশাসন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউর রহমান গত ১১ সেপ্টেম্বর নেপিডোয় স্টেট কাউন্সিলর অং সান সু চির কার্যলয়ে যান। সেখানে তিনি মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ কিয়াও থিনের সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। সেসময় বাংলাদেশের পক্ষ থেকে তিনি মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

বিশ্বজুড়ে সমালোচিত অং সান সু চি:

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে। তারপরও বিতর্কিত বক্তব্য দেয়া অব্যাহত রেখেছে তার সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে এখনো সেনাবাহিনীর নির্যাতন শেষ হয়নি। রাখাইনের বিভিন্ন রোহিঙ্গা গ্রামে এখনো জিঘাংসার-অমানবিকতার আগুন জ্বলছে। আকাশ ও স্থল থেকে নেওয়া বিভিন্ন বর্বর নির্যাতনের দৃশ্য, সহিংসতা বিশ্বজুড়ে সু চিকে নানারকম প্রশ্নের মুখোমুখি করছে।

প্রসঙ্গত, রাখাইনে মোট জনসংখ্যা প্রায় ৩১ লাখ। এরমধ্যে রোহিঙ্গা মুসলমান ১০ লাখের উপরে। ২০১৬ সালে চলা সহিংসতায় প্রায় এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময় লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারে আশ্রয় নেয়। আর জাতিসংঘের হিসাবে গত এক মাসে কমপক্ষে ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

অ্যান্টিগায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিন শুরুতেই দারুণ বোলিং নৈপুণ্যে আলো ছড়িয়েছেন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে