| ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

১২ ম্যাচে ৮ হ্যাটট্রিক, গোল ৩৫ অবিশ্বাস্য রেকর্ড সাবিনার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ ডিসেম্বর ০৯ ২২:৩৬:২২
১২ ম্যাচে ৮ হ্যাটট্রিক, গোল ৩৫ অবিশ্বাস্য রেকর্ড সাবিনার

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে জাতীয় দলের অধিনায়ক ঠিকই চেষ্টা করেছিলেন। কিন্তু থেমেছেন আগের ম্যাচের মতো ৫ গোল করে। এ নিয়ে পরপর দুই ম্যাচে ৫ গোল করেও ডাবল হ্যাটট্রিকের দেখা পেলেন না দেশের নারী ফুটবলের সবচেয়ে বড় এই তরকা। এই যাত্রায় তাকে থামতে হলো দুই-দুইবার ডাবল হ্যাটট্রিকের কাছাকাছি গিয়ে।

সাত দলের লিগ। দুই পর্বে ১২ ম্যাচ খেলে পূর্ণ ৩৬ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই লিগ শেষ করল বসুন্ধরা কিংস। যারা শিরোপা জয় উদযাপন করেছে আগের ম্যাচেই।

নারীদের লিগ শেষে বসুন্ধরা কিংস আর সাবিনা-কৃষ্ণাদের গল্পছাড়া কিছুই নয়। অসম এক লিগে বসুন্ধরা কিংসের মেয়েদের সামনে বাকি দলগুলো ছিল নস্যি। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে পাড়া-মহল্লার দল বানিয়ে গোলের মালা পরিয়েছে কিংসের মেয়েরা। প্রতিপক্ষের জালের গোলবৃষ্টির নেতৃত্বে ছিলেন অধিনায়ক সাবিনা। ১২ ম্যাচে হ্যাটট্রিক করেছেন ৮ বার, (দুই ম্যাচে ৫ গোল করে), মোট গোল তার ৩৫।

বুধবার তারা শেষ ম্যাচে ১৪-১ গোলে উড়িয়ে দিয়েছে এফসি উত্তরবঙ্গকে। সাবিনা খাতুন করেছেন ৫ গোল। তিনটি করেছেন কৃষ্ণা রানী সরকার। এছাড়া দুটি করে গোল করেছেন শিউলি আজিম ও তহুরা খাতুন, একটি করে গোল সানজিদা ও স্বপ্নার।

ঘরোয়া ফুটবলে ২৫০ গোলের নতুন রেকর্ড আগেই করেছিলেন সাবিনা। লিগ শেষ হওয়ার পর এখন তার মোট গোল ২৬৬। দেশের কোনো ফুটবলার (পুরুষ-নারী) এর আগে ঘরোয়া আসরে ২০০ গোলই করতে পারেননি। সেখানে সাবিনার নামে পাশে ২৬৬। দেশে, ভারতে ও মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলে এই অনন্য কীর্তি গড়েছেন সাতক্ষীরার এই গোলমেশিন।

লিগের ১২ ম্যাচে ৮ হ্যাটট্রিকে ৩৫ গোল করে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করতে অগ্রণী ভূমিকা রেখেছেন সাবিনা। তারপরও দেশসেরা এই নারী ফুটবলারের অতৃপ্তির জায়গা আছে। লিগ ডাবল হ্যাটট্রিক (যা করেছেন জামালপুর কাঁচারিপড়া একাদশের অধিনায়ক সাদিয়া আক্তার) দেখলেও সাবিনা পারেননি।

এছাড়া ১২ ম্যাচের মধ্যে এক ম্যাচে গোল পাননি তিনি। দ্বিতীয় পর্বে নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কিংস জিতেছিল সবচেয়ে কম ২-০ ব্যবধানে। ঐ একটি ম্যাচে গোল পাননি সাবিনা। তবে এক ম্যাচে গোল না পাওয়া ও ডাবল হ্যাটট্রিক করতে না পারা নিয়ে কোনো আপসোস নেই সাবিনার।

এক নজরে লিগে সাবিনার গোল

বেগম আনোয়ারা – ৩ গোলস্পার্টান সিলেট – ৩ গোলনাসরিন এসসি – ৩ গোল

কুমিল্লা ইউনাইটেড – ২ গোলজামালপুর কাঁচারিপাড়া – ৪ গোলএফসি উত্তরবঙ্গ – ২ গোল

বেগম আনোয়ারা – ১ গোলস্পার্টান সিলেট – ৩ গোলনাসরিন এসসি – ০ গোল

কুমিল্লা ইউনাইটেড – ৪ গোলজামালপুর কাঁচারিপাড়া – ৫ গোলএফসি উত্তরবঙ্গ – ৫ গোলআগের ম্যাচেই শিরোপা নিশ্চিত হয়েছিল। নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসের শেষ ম্যাচটা যেন শুধুই ’সাবিনার জন্য।’ ম্যাচের আগেরদিন সন্ধ্যায় সাবিনার কাছে জানতে চাওয়া হয়েছিল ম্যাচের পর পর হ্যাটট্রিক করলেও লিগে ডাবল হ্যাটট্রিকের মালিক আরেকজন। শেষ ম্যাচে কি ৬ গোল হবে? ‘আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। নাহলেও কোনো আপসোস থাকবে না’- উত্তর দিয়েছিলেন গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে জাতীয় দলের অধিনায়ক ঠিকই চেষ্টা করেছিলেন। কিন্তু থেমেছেন আগের ম্যাচের মতো ৫ গোল করে। এ নিয়ে পরপর দুই ম্যাচে ৫ গোল করেও ডাবল হ্যাটট্রিকের দেখা পেলেন না দেশের নারী ফুটবলের সবচেয়ে বড় এই তরকা। এই যাত্রায় তাকে থামতে হলো দুই-দুইবার ডাবল হ্যাটট্রিকের কাছাকাছি গিয়ে।

সাত দলের লিগ। দুই পর্বে ১২ ম্যাচ খেলে পূর্ণ ৩৬ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই লিগ শেষ করল বসুন্ধরা কিংস। যারা শিরোপা জয় উদযাপন করেছে আগের ম্যাচেই।

নারীদের লিগ শেষে বসুন্ধরা কিংস আর সাবিনা-কৃষ্ণাদের গল্পছাড়া কিছুই নয়। অসম এক লিগে বসুন্ধরা কিংসের মেয়েদের সামনে বাকি দলগুলো ছিল নস্যি। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে পাড়া-মহল্লার দল বানিয়ে গোলের মালা পরিয়েছে কিংসের মেয়েরা। প্রতিপক্ষের জালের গোলবৃষ্টির নেতৃত্বে ছিলেন অধিনায়ক সাবিনা। ১২ ম্যাচে হ্যাটট্রিক করেছেন ৮ বার, (দুই ম্যাচে ৫ গোল করে), মোট গোল তার ৩৫।

বুধবার তারা শেষ ম্যাচে ১৪-১ গোলে উড়িয়ে দিয়েছে এফসি উত্তরবঙ্গকে। সাবিনা খাতুন করেছেন ৫ গোল। তিনটি করেছেন কৃষ্ণা রানী সরকার। এছাড়া দুটি করে গোল করেছেন শিউলি আজিম ও তহুরা খাতুন, একটি করে গোল সানজিদা ও স্বপ্নার।

ঘরোয়া ফুটবলে ২৫০ গোলের নতুন রেকর্ড আগেই করেছিলেন সাবিনা। লিগ শেষ হওয়ার পর এখন তার মোট গোল ২৬৬। দেশের কোনো ফুটবলার (পুরুষ-নারী) এর আগে ঘরোয়া আসরে ২০০ গোলই করতে পারেননি। সেখানে সাবিনার নামে পাশে ২৬৬। দেশে, ভারতে ও মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলে এই অনন্য কীর্তি গড়েছেন সাতক্ষীরার এই গোলমেশিন।

লিগের ১২ ম্যাচে ৮ হ্যাটট্রিকে ৩৫ গোল করে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করতে অগ্রণী ভূমিকা রেখেছেন সাবিনা। তারপরও দেশসেরা এই নারী ফুটবলারের অতৃপ্তির জায়গা আছে। লিগ ডাবল হ্যাটট্রিক (যা করেছেন জামালপুর কাঁচারিপড়া একাদশের অধিনায়ক সাদিয়া আক্তার) দেখলেও সাবিনা পারেননি।

এছাড়া ১২ ম্যাচের মধ্যে এক ম্যাচে গোল পাননি তিনি। দ্বিতীয় পর্বে নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কিংস জিতেছিল সবচেয়ে কম ২-০ ব্যবধানে। ঐ একটি ম্যাচে গোল পাননি সাবিনা। তবে এক ম্যাচে গোল না পাওয়া ও ডাবল হ্যাটট্রিক করতে না পারা নিয়ে কোনো আপসোস নেই সাবিনার।

এক নজরে লিগে সাবিনার গোল

বেগম আনোয়ারা – ৩ গোলস্পার্টান সিলেট – ৩ গোলনাসরিন এসসি – ৩ গোল

কুমিল্লা ইউনাইটেড – ২ গোলজামালপুর কাঁচারিপাড়া – ৪ গোলএফসি উত্তরবঙ্গ – ২ গোল

বেগম আনোয়ারা – ১ গোলস্পার্টান সিলেট – ৩ গোলনাসরিন এসসি – ০ গোল

কুমিল্লা ইউনাইটেড – ৪ গোলজামালপুর কাঁচারিপাড়া – ৫ গোলএফসি উত্তরবঙ্গ – ৫ গোল

ক্রিকেট

প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ

প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র এক সপ্তাহ বাকি। আকাশছোঁয়া স্বপ্ন ও অপার সম্ভাবনা নিয়ে ...

হঠাৎ ভাইরালইমরুল কায়েসের ফেসবুক পোস্ট

হঠাৎ ভাইরালইমরুল কায়েসের ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের একসময়ের পরিচিত দুই নাম—চন্ডিকা হাথুরুসিংহে ও ইমরুল কায়েস। সময়ের স্রোতে দুজনই ...

ফুটবল

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে "সাকিব আল হাসান" নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে ক্রিকেট মাঠের এক ...

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ...



রে