বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার বড় দুশ্চিন্তা
![বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার বড় দুশ্চিন্তা](https://www.sportshour24.com/thum/article_images/2020/11/12/toss.jpg&w=315&h=195)
শুক্রবার সাও পাওলোতে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল। বলিভিয়া ও পেরুর বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচটিতেও ঘরের মাঠে জয় পেতে উন্মুখ হয়ে আছে তিতে বাহিনী। কিন্তু তারকা ফরোয়ার্ড নেইমারের ইনজুরি কিছুটা হলেও সেলেসাওদের পিছিয়ে দিয়েছে।
গত মাসে তুরষ্কে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে খেলতে গিয়ে থাইয়ের ইনজুরিতে পড়ে জাতীয় দল থেকে ছিটকে গেছেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ লিমাতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৪-২ গোলে জয়ী হয়েছিল। ম্যাচটিতে হ্যাটট্রিক করে নেইমার সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদোকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখানোর কৃতিত্ব অর্জন করেন।
সর্বকালের সর্বোচ্চ রেকর্ডের অধিকারী পেলের সংখ্যা থেকে ১৩ গোল পিছিয়ে নেইমারের সংগ্রহে আছে এখন ৬৪ গোল। সাম্প্রতিক ইনজুরি সত্ত্বেও নেইমার দলের সঙ্গেই থাকবেন। আশা করা হচ্ছে আগামী ১৭ নভেম্বর উরুগুয়ে সফরে তিনি সুস্থ হয়ে দলে ফিরবেন। এদিকে জাতীয় দলের সমন্বয়ক জুনিনহো পলিস্তা বলেছেন তিতে এরই মধ্যে পিএসজির স্পোর্টিং ডাইরেক্টর লিওনার্দোকে বলে দিয়েছেন তিনি কোন খেলোয়াড়ের সুস্থতা নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাননা।
ইংল্যান্ডে আসার পর থেকে চেলসির রক্ষনভাগে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ৩৬ বছর বয়সী থিয়াগো সিলভা বলেছেন, আমাদের অত্যন্ত আটসাট সূচিতে খেলতে হচ্ছে। কোভিড-১৯ এর কারণে কিছু খেলোয়াড়কে দলে পাচ্ছিনা, বেশ কয়েকজন ইনজুরিতে আছেন। কিন্তু হাতে রয়েছে অনেক ম্যাচ।
আমরা যন্ত্র নই। সম্প্রতি এক জরিপে দেখা গেছে প্রতি তিনদিনে একটি করে ম্যাচ খেললে এবং সেটা যদি চার কিংবা পাঁচবার হয় তবে একজন খেলোয়াড় ইনজুরিতে পড়তে বাধ্য। এটা আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। যদিও গোলরক্ষক অ্যালিসন বেকার ও ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।
তবে দলের বাইরে রয়েছেন কাসেমিরো, ফিলিপ কুটিনহো ও ফ্যাবিনহো। ব্রাজিলের মতই প্রথম দুই ম্যাচে জয় তুলে নেয়া আর্জেন্টিনাও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া আর্জেন্টিনা আশা করছে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে চলতি সপ্তাহের দুটি ম্যাচে লিওনেল মেসি যেন ফিট হয়ে উঠতে পারেন। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড গোঁড়লির ইনজুরিতে ভুগছেন।
যে কারণে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে বিকল্প কিছু চিন্তা করতে হচ্ছে। দলীয় অধিনায়ক ছাড়াও পাওলো দিবালা অসুস্থতার কারণে ও সার্জিও এগুয়েরো ইনজুরির কারনে দলের বাইরে রয়েছে। অবশ্য প্রায় এক বছর পর প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
আক্রমনভাগে লটারো মার্টিনেজের উপরই মূল ভরসা করতে হচ্ছে স্কালোনিকে। বলিভিয়ার লা পাজে সর্বশেষ ম্যাচে বদলী হিসেবে মাঠে নেমে জয়সূচক গোল পাওয়া জোয়াকুইন কোরেয়াকে মূল দলে দেখার ইঙ্গিত পাওয়া গেছে। বুন্দেসলিগায় শেষ চারটি ম্যাচে বায়ার লেভারকুজেনের হয়ে সাত গোল করা লুকাস আলারিওকে নিয়ে স্কালোনি নতুন করে চিন্তা করছেন।
- দুর্ঘটনার শিকার ঋষভ পান্ত : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণ রজত
- হাসিনার গণ হ ত্যা র নির্দেশের কলরেকর্ডে উঠে এলো ভ য়া বহ সত্য
- শিক্ষকদের জন্য বড় সুখবর, নেওয়া হলো যে উদ্যোগ
- ব্যাপক সংঘর্ষ, আহত ২২
- আজকের সৌদি রিয়াল রেট
- আ:লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- কাফি যা বললো সেনাবাহিনী
- গতকালের আয়না ঘরের চিত্র আসল নয়, যা বললেন ইলিয়াস হোসেন
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট
- ভিসা দেওয়া হবে মাত্র ১০ মিনিটে জানালেন : স্বরাষ্ট্র উপদেষ্টা
- সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলেন কাফি
- আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট
- সোনার দামে নতুন রেকর্ড
- জামায়াত ইসলামীকে মুনাফেকের দল বললেন : রিজভী