| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

এই মাসের ১২ দিন ৮ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ নভেম্বর ০৬ ১০:১৫:৩১
এই মাসের ১২ দিন ৮ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

কাজ চলবে, সেদিন সেই এলাকায় ওই আট ঘণ্টার জন্য বিচ্ছিন্ন থাকবে বিদ্যুৎ সংযোগ। বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডেসকো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়— রাজধানীর মিরপুর, বনানী, গুলশান, বসুন্ধরা, উত্তরা ও এর আশপাশের কিছু এলাকা এবং টঙ্গীর গ্রাহকরা চলতি মাসের নির্দিষ্ট একটি সময়ে ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন। বাৎসরিক রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ডেসকো’র পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাজের প্রথম দিনে মিরপুর স্টেডিয়াম সুইচিং উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ করা হয়। এসময় মিরপুর স্টেডিয়াম ও ক্রীড়া পল্লী কমপ্লেক্স এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

এই প্রক্রিয়ায় আগামী ৮ নভেম্বর কাকলী এসএস উপকেন্দ্র মেরামত করা হবে। ওই দিন গুলশানের কয়েকটি সড়ক, কাকলী বাসস্ট্যান্ড থেকে বনানী বাজারের দক্ষিণাংশ, বনানী পোস্ট অফিস ও বনানীর বেশ কয়েকটি সড়কে বিদ্যুৎ থাকবে না।

৯ নভেম্বর রাজধানীর দক্ষিণখান এসএস উপকেন্দ্র মেরামতের কারণে মাজার চৌরাস্তা, উত্তরখান মধ্যপাড়া, বালুরমাঠ, শাহী মসজিদ রোড, পুলারটেক, জামতলা, গাজিপাড়া, ময়নারটেক, চানপাড়া, উত্তরখান, উত্তরপাড়া, উজামপুর, মাউসাইড, চাপানেরটেক, জিয়াবাগ, মোল্লাপাড়া,শ্যামলবাগ, আদর্শপাড়া, রাজ্জাক টাওয়ার, ফজিরবাতান, তালতলা উত্তরখান, মিয়াপাড়া, পুরানপাড়া, কুড়িপাড়ারটেক, বড়বাগ, ফায়দাবাদ, তেরমুখ, হিন্দুপাড়া, স্নানঘাট, গুদারাঘাট ও দক্ষিণখান বাজার এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে।

একইভাবে ১১ নভেম্বর উত্তরা গ্রিড এসএস ও টঙ্গী-৩ এসএস-এর সংস্কারের জন্য বিদ্যুৎ থাকবে না উত্তরা ১১ নম্বর সেক্টরের কয়েকটি রোড, উত্তরা সোনারগাঁও জনপথ, উত্তরা ১২ নম্বর সেক্টর এবং টঙ্গী থানা, রেলস্টেশনসহ কয়েকটি এলাকায়।

পরদিন ১২ নভেম্বর মেরামত করা হবে মিরপুর সাবস্টেশন ২, মহাখালী এসএস ও কালাচাঁদপুর সুইচিং সাবস্টেশন। এদিন মিরপুর মুক্তিযোদ্ধা কো-অপারেটিভ মার্কেট, শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ, মাজার, উত্তর বিশাল তুরাগ সিটি, বেড়িবাঁধ, গোলারটেক, হরিরামপুর, প্রিয় প্রাঙ্গণ হাউজিং, ঢাকা চক্ষু হাসপাতাল, জনতা হাউজিং, মহাখালী আইসিডিডিআর,বি, সেতু ভবন, বারিধারা কে ব্লকের কয়েকটি রোড, ইউএন রোডের আংশিক ও নর্দা থেকে প্রগতি সরণি হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১৫ নভেম্বর মেরামত হবে আগারগাঁও নিউ সাবস্টেশন, মিরপুর ডিওএইচএস, দক্ষিণখান উপকেন্দ্র। এদিন মিরপুর ডিওএইচএসের বেশ কয়েকটি অ্যাভিনিউ, গুলশান-১-এর ২১, ২৩, ২৪, ২৭, ২৮ ও ৩০ নম্বর সড়ক, পশ্চিম আগারগাঁও, পানির ট্যাংকি মোড়, জেলা নির্বাচন অফিস, এলজিডিই জোনাল অফিস, বারেক মোল্লার রোড, কাশেমের দোকান, উত্তর পীরের বাগ, মাইকের দোকান, শেওড়াপাড়া, আনন্দবাজার ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিসিক উপকেন্দ্র মেরামতের কারণে ১৬ নভেম্বর রাজধানীর বিসিক পানির ট্যাংক ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। আর ১৮ নভেম্বর এডিএ সাবস্টেশন মেরামতের কারনে বিদ্যুৎ থাকবে না কাওলা মোল্লাবাড়ি, আশিয়ান সিটি রোড, আশকোনা, হাজিক্যাম্প ও আশপাশের এলাকায়। বিজ্ঞাপন

বসুন্ধরা সাবস্টেশন ও মিরপুর এসএস সংস্কারের জন্য ১৯ নভেম্বর বিদ্যুৎ থাকবে না বসুন্ধরা আবাসিক এলাকার একটি বড় অংশ, আইইউবি, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, গ্রামীণফোন, যমুনা ও যুগান্তর কার্যালয়ে। অন্যদিবে মিরপুর স্বাধীন সুপার মার্কেট, শাহ আলী বাগ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনসহ আশপাশের এলাকা এবং মিরপুর সংলগ্ন আনসার ক্যাম্প, ডেলটা হাসপাতাল ও টোলারবাগ আবাসিক এলাকায় বিদ্যুৎ থাকবে না।

২২ নভেম্বর বিদ্যুৎ থাকবে না গুলশান-১-এর বেশ কয়েকটি সড়ক, ডিসিসি মার্কেট ও গুলশান অ্যাভিনিউয়ে। অন্যদিকে পল্লবী আবাসিক এলাকা, গ্রামীণ টেলিকম ট্রাস্ট ভবন, অলিম্পিয়া ও জেরিন টেক্সটাইল, আনসার ক্যাম্প, টোলারবাগ, কল্যাণপুর, নতুনবাজার, ঝিলপাড় বস্তি এলাকাতেও থাকবে না বিদ্যুৎ। পরদিন ২৩ নভেম্বর বিদ্যুৎ থাকবে না শাহজাদপুর, আমেরিকান দূতাবাস, জাপান, চীন দূতাবাস এবং উত্তর বাড্ডা হাজীপাদাসহ আশপাশের এলাকা।

২৫ নভেম্বর বিদ্যুৎ থাকবে না কুড়িল বিশ্বরোড, হোটেল র‌্যাডিসন, মানিকদী, বারনটেক,বালুঘাট, লিচুবাগান, শেওড়া বাজার, কামারপাড়া রোড, ইজতেমা মাঠ ও উত্তরা ১২, ১৩, ১৪ নম্বর সেক্টর, দিয়াবাড়িসহ আরও কয়েকটি এলাকায়। পরদিন ২৬ নভেম্বর থাকবে না ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন, ন্যাশনাল হাউজিং, সানোফি ফ্যাক্টরি, বড়বাগ ও আশপাশের এলাকায়।

২৯ নভেম্বর বিদ্যুৎ থাকবে না সেনা প্রধানের বাসভবন, সেনা সদর থেকে গ্যারিসন মসজিদ, সেনানিবাস এলাকা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, হোমিও মেডিকেল কলেজ, ভাসানটেক থানা এলাকায়। আর ৩০ নভেম্বর উত্তরা সাবস্টেশন এবং টঙ্গী সাবস্টেশনের সংস্কারের জন্য বিদ্যুৎ থাকবে না উত্তরা সেকশন ৪ ও ৬-এর কয়েকটি এলাকায়, আজমপুর থেকে আব্দুল্লাহপুর সড়কের দুই পাশে, কাঁঠালদিয়া, গাজীপুরা, বাগাইরটেক এলাকায়।

ডেসকোর কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবছরই মেরামতের জন্য এ উদ্যোগ নেওয়া হয়। পর্যায়ক্রমে ডেসকোর অধীনে সব এলাকায় মেরামতের কাজ করা হবে। প্রথম দফায় ৩২ সাবস্টেশন কাজ করা হবে, যা শেষ হবে এ মাসে। এরপর আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ডেসকোর অধীনে ৬৪টি সাবস্টেশনের কাজ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

চলছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। প্রথম দিনের নিলামে তোলা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। প্রথম দিনের ...

IPL নিলাম : বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটারের দাম ১১.৪০ কোটি

IPL নিলাম : বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটারের দাম ১১.৪০ কোটি

মুম্বইয়ে ফেরা হল না। ঝাড়খণ্ডের তারকা উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান রবিবারের মেগা নিলামে ১১.৪০ কোটিতে ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে