| ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

বার্সেলোনা ভক্তদের জন্য দু:সংবাদ দেউলিয়া হতে পারে বার্সা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ অক্টোবর ৩১ ১৮:৩৯:০৩
বার্সেলোনা ভক্তদের জন্য দু:সংবাদ দেউলিয়া হতে পারে বার্সা

বার্তোমেয় সভাপতি থাকাকালীন ইতোমধ্যেই একবার বেতন কমিয়েছে বার্সেলোনার ফুটবলাররা। তবে ক্লাবকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করতে আবারও খেলোয়াড়দের বেতন কমাতে হবে। এ যাত্রায় কমপক্ষে ১৯০ মিলিয়ন ইউরো বেতন কমাতে হবে লিওনেল মেসিদের এবং সেটিও আসন্ন ৫ নভেম্বরের ভেতরেই।

আরএসি১ জানিয়েছে বার্সেলোনাকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে হলে আগামী ৫ নভেম্বরের মধ্যেই খেলোয়াড়দের বেতন ৩০ শতাংশ কমাতেই হবে। নতুবা ২০২১ সালের জানুয়ারিতে বার্সেলোনাকে দেউলিয়া ঘোষণা করা হবে। বিজ্ঞাপন

বার্সেলোনা তাদের মোট প্রদান করা বেতনের ৯০ শতাংশেরও বেশি দিয়ে থাকে ক্লাবের ফুটবলারদের। আর তাই তো ফুটবলারদের বেতন কমাতে পারলে ক্লাবের লোকসানের পরিমাণ কমে যাবে বড় অংশে। ক্লাবের এমন আবেদনের পর ফুটবলাররা ব্যুরো ফ্যাক্সের মাধ্যমে জানিয়েছিল তারা দ্বিতীয় দফায় বেতন কম নেবেন না। এরপরেই যুদ্ধ লেগেছে দুই পক্ষের ভেতর।

ক্লাবের পক্ষ থেকে হিউম্যান রিসোর্সের প্রধান জেম্মা বায়োস্কার স্বাক্ষরকৃত বিবৃতিতে জানানো হয়েছিল, ক্লাব খেলোয়াড়দের বেতন কর্তনের এই সিদ্ধান্তে অটল। তবে ক্লাব কর্তৃপক্ষ ফুটবলারদের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসতে রাজী আছে। ফুটবলারদের মধ্যে কেবল একজনই সেই আলোচনার টেবিলে বসতে পারবেন। আর ক্লাব এই সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসবে না।

এদিকে লিওনেল মেসি বার্সার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর না করলে আগামী বছর বড় অঙ্কের বোনাস তাকে প্রদান করতে হবে চুক্তি সম্পন্ন করার জন্য। এক্ষেত্রে বার্সেলোনা আরও বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে। বিজ্ঞাপন

বার্তোমেউর পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সভাপতি কার্লেস টুস্কেটস গত সপ্তাহেই ক্লাবের অর্থনৈতিক লোকসানের ব্যাপারটি তুলে ধরেছেন। তিনি বলেন, 'আমাদের সবচেয়ে বড় দুঃশ্চিন্তা হচ্ছে ক্লাবের অর্থনৈতিক অবস্থা। প্রাদুর্ভাব বার্সেলোনার ওপর অনেক বড় প্রভাব ফেলেছে। আমাদের ক্লাব সবসময় দর্শনার্থীদের ওপর নির্ভর করে চলে, কিন্তু এই প্রাদুর্ভাবের কারণে তাদের আনাগোনা কমে যাওয়ায় আমারাও লোকসানের মুখে পড়েছি। অর্থনৈতিক দিক দিয়ে বার্সেলোনা এখন শক্ত অবস্থানে নেই।'

এছাড়াও জানা যায় বার্সেলোনা তাদের বাজেটের থেকেও ১৯২ মিলিয়ন ইউরো কম উপার্জন করেছে। বাজেটে ১ হাজার ৪৭ মিলিয়ন ইউরো উপার্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও শেষ পর্যন্ত ৮৫৫ মিলিয়ন উপার্জন করতে সক্ষম হয় বার্সা। এবং সব মিলিয়ে বার্সেলোনা ৯৭ মিলিয়ন ইউরো লোকসান গুনেছে। এদিকে বার্সেলোনার ঋণ দ্বিগুনেরও বেশি বেড়েছে। ক্লাবের ঋণের পরিমাণ ২১৭ মিলিয়ন ইউরো থেকে বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৪৮৮ মিলিয়ন ইউরোতে।২০২০/২১ মৌসুমের বাজেট তাই তো কমিয়ে আনা হয়েছে ৭৯১ মিলিয়ন ইউরোতে।

ক্রিকেট

প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ

প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র এক সপ্তাহ বাকি। আকাশছোঁয়া স্বপ্ন ও অপার সম্ভাবনা নিয়ে ...

হঠাৎ অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তরুন ক্রিকেটার

হঠাৎ অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তরুন ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এক গৌরবময় অধ্যায়। সেই বিজয়ী দলের ...

ফুটবল

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

ফুটবলে বাংলাদেশের সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে "সাকিব আল হাসান" নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে ক্রিকেট মাঠের এক ...

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ...



রে