মেসি এখন মূল সমস্যা
![মেসি এখন মূল সমস্যা](https://www.sportshour24.com/thum/article_images/2020/10/25/Kobir-27.jpg&w=315&h=195)
এই মুহূর্তে বার্সায় সবচেয়ে বড় প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ক্লাবটির সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি।
সবশেষ এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীরা উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে, সেখানে কাতালানরা আছে টেবিলের ১২ নম্বরে!
যদিও মৌসুমের মাত্র শুরু, কিন্তু সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর, গেতাফের কাছে ১-০ গোলে হারের পর এবার রিয়ালের কাছে ৩-১ গোলের হার। প্রশ্ন তো উঠবেই!
ক্লাব অধিনায়ক লিওনেল মেসি যে খুব খারাপ খেলছেন এমন নয়। এল ক্ল্যাসিকোয়ও ছন্দেই ছিলেন তিনি। তবে ৬ ম্যাচে এখন পর্যন্ত পেনাল্টি ছাড়া কোনো গোল করতে পারেননি তিনি। যদিও অনেকে বলছেন, নতুন কোচ রোনাল্ড কোম্যান এখনো তার জন্য সঠিক পজিশনটাই খুঁজে দিতে পারেননি।
স্প্যানিশ একটি গণমাধ্যম লিখেছে, বরাবরের মতোই মাঠে সক্রিয় ছিলেন, প্রতিপক্ষের বিপক্ষে বিপজ্জনক ছিলেন। কুর্তোয়া তাকে গোলবঞ্চিত করেছেন ঠিকই, কিন্তু মেসি পুরো ম্যাচে দারুণ খেলেছেন।
র্যামোসকে পেছনে ফেলে বিদ্যুৎগতিতে গোলপোস্টের সামনে ছুটে গিয়েছিলেন মেসি, কিন্তু কুর্তোয়ার দৃঢ়হাতকে ফাঁকি দিতে পারেননি। ম্যাচের একমাত্র গোলেও ভালো ভূমিকা ছিল তার। তবে সবকথার মূল কথা, গোল আদায় করে নিতে পারছেন না তিনি। আর গেল এক যুগে যেভাবে তিনি খেলেছেন, এবার সেরকমটা করতে না পারলে বার্সেলোনা বড় ধরণের সমস্যায়ই পড়তে যাচ্ছে।
অন্য কোচদের চেয়েও মেসির কাছে কোম্যানের প্রত্যাশা অনেক বেশি। কালকের ম্যাচেই যেমন কয়েকবার তাকে দেখা গেছে রাইটব্যাকে, একবার লেফটব্যাকে। সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচেও ডিফেন্সেই বেশি নজর দিতে হয়েছে ক্ষুদে জাদুকরকে। ভিয়ারিয়াল, সেল্টা কিংবা সেভিয়ার বিপক্ষে ম্যাচে মেসিকে ফলস নাইন হিসেবে খেলিয়েছেন কোম্যান, যেটি কখনোই তার আদর্শ পজিশন না।
কখনো গ্রিজম্যান আবার কৌতিনহোকে উপরে খেলানোর চেষ্টা করছেন কোম্যান। পেদ্রি কিংবা ফাতিকে দিয়েও চেষ্টা চালিয়েছেন এই ডাচ কোচ। তবে ফল পাচ্ছেনা বার্সেলোনা। উল্টো পথ হারিয়ে পড়েছে বিপদের মুখে।
মেসি তার আদর্শ পজিশন পাচ্ছেন না। আবার কোম্যান তাকে যেভাবে খেলাতে চাইছেন সেটি তিনি পাচ্ছেন না। দু'জনের রসায়নটা ঠিক জমছেনা। এ অবস্থায় স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, এই মুহূর্তে কোম্যানের সবচেয়ে বড় সমস্যাটা হয়ে দাঁড়িয়েছেন মেসিই। কারণ বিশ্বসেরা ফুটবলারকে কোথায় খেলাবেন, সেটি বুঝতে পারছেন না এই ডাচ কোচ!
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে ইতালিয়ান জায়ান্ট য়্যুভন্তাসের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগেই নিজেদের সমস্যা সমাধান করে নিতে হবে কাতালানদেরকে। ওই ম্যাচেও নিশ্চিতভাবেই সবার চোখ থাকবে মেসির দিকে। দিনেদিনে তার ওপর চাপ বাড়ছে, চাপ বাড়ছে কোম্যানের ওপরও।
- কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, বাবা বললেন "সব শেষ হয়ে গেছে"
- ব্যাপক সংঘর্ষ, আহত ২২
- আ:লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- মেয়েরা একা থাকলে অনলাইনে যে জিনিসটি সবচেয়ে বেশি সার্চ করে
- বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য সুখবর
- সেরা ক্রিকেটারকে ছাড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো ভারত
- আজকের সৌদি রিয়াল রেট
- সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলেন কাফি
- পবিত্র শবে বরাতের তারিখ
- সাধারণ মাথাব্যথা নাকি ব্রেইন ক্যান্সার
- জামায়াত ইসলামীকে মুনাফেকের দল বললেন : রিজভী
- বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে ইয়েশার যা ঘটেছিল
- হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত: অনিশ্চয়তায় সাত কলেজের ভবিষ্যৎ
- হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট