পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামছে
![পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামছে](https://www.sportshour24.com/thum/article_images/2020/10/18/bnp-1.jpg&w=315&h=195)
প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারায় মেসিরা। আগামী নভেম্বর মাসে আরো দুটি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ প্যারাগুয়ে এবং পেরু। নিজেদের ঘরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
আর পেরুর বিপক্ষে ম্যাচটি হবে অ্যাওয়ে। আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি হবে ১২ তারিখে। আর পেরুর বিপক্ষে ম্যাচটি হবে ১৭ তারিখে।
আরো পড়ুন:- প্রেসিডেন্টস কাপে পেসারদের পারফরম্যান্সে মুগ্ধ নান্নু: সাত মাসের বিরতি কাটিয়ে বিসিবি প্রেসিডেন্টস টাইগারদের ক্রিকেটে ফেরা। ভক্তরা হয়ত আশায় ছিলেন তামিম – রিয়াদদের ব্যাটে ঝড় দেখার। কিন্তু সেটি হয়নি। লকডাউনে পেসারদের দারুণ উন্নতিতে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ব্যর্থ ব্যাটসম্যানরা।
রুবেল, তাসকিন, ইবাদত, আল আমিন, রাহীদের দুর্দান্ত বোলিংই এখন সবচেয়ে বড় সফলতা। তাই তাদের পাফরম্যান্সে দারুণ খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পেসারদের প্রসংশা করে গতকাল সংবাদমাধ্যমকে নান্নু বলেন, ‘সবাই ভালো করছে। এখানে নির্দিষ্ট করে একজনের নাম বলা যায় না। এটা আমাদের জন্য ইতিবাচক।
আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে ইনজুরির পরিমাণ অনেক বেশি। লম্বা ব্যাক টু ব্যাক দুটো টেস্ট ম্যাচ খেলানোর জন্য পেসার পাওয়া যায় না। যেহেতু ফিটনেসের ভালো অবস্থা দেখছি তাদের, পারফরম্যান্সও ভালো এ জায়গায় এটা ধারাবাহিক থাকলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো।’
আসরে ব্যাটিংটা শুরু থেকেই যাচ্ছেতাই হচ্ছে টাইগারদের। প্রথম দুই ম্যাচে দলীয় স্কোর দু’শ ছাড়াতে পারেনি। এখন পর্যন্ত বিসিবি প্রেসিডেন্টস কাপে একমাত্র সেঞ্চুরির মালিক মুশফিকুর রহীম। বিশেষ করে ব্যর্থ হচ্ছে টপ অর্ডারের ব্যাটসম্যানরা। এখন পর্যন্ত দেশসেরা ওপেনার ও ওয়ানডে অধিরনায়ক তামিম ইকবাল একটি ফিফটিরও দেখা পাননি।
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়রাও ব্যর্থ। টপ অর্ডারের এই ব্যর্থতা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘কিছু কিছু জায়গা আপনাকে দেখতে হবে, বোলার যদি ভালো বল করে তাহলে টপ অর্ডার ব্যর্থ হবে আবার ব্যাটসম্যানরাও যদি ভালো করে তবে বোলাররাও ব্যর্থ হবে।
সবমিলিয়ে এই কয়দিন যেটা দেখেছি আমাদের পেসাররা বেশ ভালো ফিটনেসের ছাপ রেখেছে। তাদের যে স্কিলের উন্নতি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং ধারাবাহিকভাবে যথেষ্ট ভালো লাইনে বল করছে। এটা হল সবচেয়ে বড় পাওয়া। এই উন্নতিটা যদি ধরে রাখে ভবিষ্যতে আমাদের জন্য ভালো কাজে দিবে সব ফরম্যাটের ক্রিকেটার বাছাইয়ে।’ ‘টপ অর্ডার যারা ব্যর্থ হচ্ছে, আগামীতে আরও কয়েকটা ম্যাচ আছে সেখানে সুযোগ আছে।
কন্ডিশনও এখন ভালো। মাঝখানে বৃষ্টি ছিল, উইকেটে ময়েশ্চার ছিল, পেস বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে, টাইমিং করা একটু কঠিন ছিল ব্যাটসম্যানদের জন্য। এখন এটা কাটিয়ে উঠেছে, আজকেও দেখলাম ফ্ল্যাট উইকেট। আমার মনে হয় আগামী ম্যাচগুলোতে আরও ভালো করবে।’
- কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, বাবা বললেন "সব শেষ হয়ে গেছে"
- ব্যাপক সংঘর্ষ, আহত ২২
- আ:লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- মেয়েরা একা থাকলে অনলাইনে যে জিনিসটি সবচেয়ে বেশি সার্চ করে
- বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য সুখবর
- সেরা ক্রিকেটারকে ছাড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো ভারত
- আজকের সৌদি রিয়াল রেট
- সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলেন কাফি
- পবিত্র শবে বরাতের তারিখ
- সাধারণ মাথাব্যথা নাকি ব্রেইন ক্যান্সার
- জামায়াত ইসলামীকে মুনাফেকের দল বললেন : রিজভী
- বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে ইয়েশার যা ঘটেছিল
- হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত: অনিশ্চয়তায় সাত কলেজের ভবিষ্যৎ
- হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট