| ঢাকা, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

শেষ মুহূর্তের গোলে এই আসরে প্রথমবার জিতলো পিএসজি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ সেপ্টেম্বর ১৭ ১৮:১০:৫০
শেষ মুহূর্তের গোলে এই আসরে প্রথমবার জিতলো পিএসজি

লিগে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে নামা পিএসজিকে এ ম্যাচেও চেনা রূপে দেখা যায়নি। অধিকাংশ সময় বল দখলে রেখে খেললেও খুব বেশি নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি তারা।

দ্বাদশ মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় পিএসজি। তবে আর্জেন্টাইন তারকা এঞ্জেল ডি মারিয়ার ক্রসে গোল বারের একেবারে সামনে থেকে নেওয়া মাউরো ইকার্দির হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

৬৫তম মিনিটে লাল কার্ডের ধাক্কাটা খায় পিএসজি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার আবদু দিয়ালো। আর ৮৫তম মিনিটে পায়ে চোট পেয়ে দুজনের সহায়তায় মাঠ ছাড়েন দলটির আরেক ডিফেন্ডার বদলি নামা হুয়ান বের্নাত। ৯ জনের দলে পরিণত হয় টানা তিনবারের চ্যাম্পিয়নরা।

এর মাঝে ৭৭তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ নষ্ট করেন ইকার্দি। ড্রাক্সলারের নিচু পাস পেয়ে ছয় গজ দূর থেকে গোলরক্ষক বরাবর শট নেন তিনি।

শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। কাছ থেকে হেডে ৩ পয়েন্ট নিশ্চিত করেন জার্মান মিডফিল্ডার ড্রাক্সলার।



রে