| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রোহিঙ্গাদের সঙ্গে প্রয়োজনে খাবার ভাগ করে খাব: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ সেপ্টেম্বর ১৬ ০১:০৩:৪৫
রোহিঙ্গাদের সঙ্গে প্রয়োজনে খাবার ভাগ করে খাব: প্রধানমন্ত্রী

সব দেশ থেকে মিয়ানমারকে অনুরোধ করা হচ্ছে নির্যাতন বন্ধ করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে। আমাদর কষ্ট হলেও মানবিক কারণেই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হচ্ছে।

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, অল্প সময়ের জন্য হলেও জাতীয় ও আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল সংসদের এই অধিবেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে রেজুলেশন নেওয়া হয়েছে অধিবেশনে। আমরা গণতন্ত্রের চর্চা করি, সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধিত্ব করে। প্রতিটি ইস্যুতে সরকার ও বিরোধী দল আলোচনার মাধ্যমে সমাধান করবে এটাই নিয়ম। সংসদের মান-মর্যাদা রক্ষা, গুরুত্ব উঠে এসেছে।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, নিজের দেশের নাগরিকদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে মিয়ানমারে। কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশটির পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলার পরই এই পরিস্থিতির সৃষ্টি হয়। যারা দোষী তাদের খুঁজে বের করা হোক, শাস্তি দেওয়া হোক। কিন্তু নিরীহ মানুষের ওপর এমন নির্যাতন কেন? সেখানে গিয়ে দেখেছি কী করুণ অবস্থা। শিশু, নারী, বয়োবৃদ্ধই বেশী এসেছে। তাদের কাছ থেকে যে ভয়াবহ ঘটনা শুনা যায়, পাকিস্তানের হানাদার বাহিনী যেভাবে আক্রমণ করেছিল সেটিই ফুটে উঠে এসেছে। একাত্তরেও আমাদের এক কোটি শরণার্থী ভারতে গিয়েছিল। এখনো মিয়ানমারে ঘর-বাড়িতে আগুণ জ্বলছে। আমাদের ওপর বিরাট বোঝা হলেও মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিতে বাধ্য হয়েছি।

রোহিঙ্গাদের যেন কষ্ট না হয়

রোহিঙ্গারা বিপদে পড়ে আশ্রয় নিয়েছে, তাদের যেন কোন কষ্ট না হয় সেজন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, জনস্রোতের সঙ্গে মুল দোষী সন্ত্রাসীরা ঢুকতে না পারে, আশ্রয় না পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ত্রাণ যেসব আসছে সেগুলোও ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়েছি। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পারদর্শী। প্রয়োজন হলে আমাদের খাবার ভাগ করে খাব, কিন্তু আশ্রিতদের তো ফেলে দিতে পারি না। মিয়ানমারের মতো নাফ নদীতে কিংবা বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না। মানবিক দিক বিবেচনা করে নানা পদক্ষেপ নিচ্ছি। আশা করি মিয়ানমারের চেতনা ফিরে আসবে, তাদের নাগরিকদের ফেরত নিয়ে নিরাপদে বসবাসের ব্যবস্থা নিশ্চিত করবে।

সবাই বাংলাদেশের প্রশংসা করেছে

তিন লাখের বেশি রোহিঙ্গা এসেছে। আরও আসছে। মিয়ানমারকে জানিয়েছি, সন্ত্রাসীদের কাউকে প্রশ্রয় দেব না। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের ব্যবস্থা নেয়া। সারাবিশ্ব জেগে উঠেছে। সব দেশ থেকে মিয়ানমারকে অনুরোধ করা হচ্ছে নির্যাতন বন্ধ করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে। ৪৫টি দেশের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে সার্বিক অবস্থা দেখে এসেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও মিয়ানমারকে হত্যাকাণ্ডে-নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন। আশ্রয় দেওয়ার জন্য তারা বাংলাদেশের প্রশংসা করেছে।

ত্রাণ বিতরণে সেনাবাহিনী

প্রধানমন্ত্রী বলেন, মানবতার কারণে আশ্রিতদের সহযোগিতা করে যাচ্ছে। ভারত, তুরস্ক, ইন্দোনেশিয়া থেকে রিলিফ পাঠিয়েছে। রিলিফ যাতে সুষ্ঠুভাবে বন্টন হয় সেজন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছি। আমাদের দলের পক্ষ থেকেও আশ্রিত রোহিঙ্গাদের কষ্ট না হয় সেই কাজ করা হচ্ছে। যারা এসেছে তাদের জন্য ছবিসহ আইডি কার্ড করা হচ্ছে। দুই হাজার একশ’ একর জায়গায় সাময়িকভাবে রাখা হবে। এছাড়া ভাষানচরে একটি জায়গা নির্ধারণ করেছি, সেখানে অস্থায়ী আবাসিক ব্যবস্থা গড়ে তোলা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। তাদের নিরাপত্তার ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন সজাগ রয়েছে।

নিজের শরণার্থী জীবনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রিফিউজি হিসেবে থাকার কষ্ট আমি ও আমার বোন শেখ রেহানা বুঝি। সবচেয়ে মানবিক দিক হলো শিশুরা। বাবা-মা, ভাই-বোন সবাইকে মেরে ফেলা হয়েছে। অনেক শিশুর আপনজন বলে কেউ নেই। এ ধরণের করুণ কাহিনী সেখানে চলছে। এ দৃশ্য আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাই আমাদের যতই কষ্টই হোক না কেন আশ্রয়ের ব্যবস্থা করেছি। কিন্তু মিয়ানমারকে তাদের নাগরিকদের ফেরত নিতেই হবে। তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই।

খাদ্য সঙ্কটের গুজব নাকচ

খাদ্য সঙ্কটের গুজব নাকচ দেশে করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারা এসব গুজব ছড়িয়ে খেলছে? আগেও অনেকে মানুষকে নিয়ে খেলেছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। চলতি মৌসুমে ২৭ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে। কোথায় কেউ মজুদ রেখে এ ধরণের ঘটনা ঘটাচ্ছে কি না তল্লাশি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মানুষের খাদ্য নিয়ে কাউকে খেলতে দেব না। দেশবাসীর সহযোগিতা চাই- কারা এ ধরণের কর্মকান্ড ঘটাচ্ছে তাদের খুঁজে বের করে জানান। অবশ্যই ব্যবস্থা নেব।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। লক্ষ্য আমরা অর্জন করেছি। বাংলাদেশকে চাই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ করে গড়ে তুলতে। দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে। এবারের বন্যায় রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের জন্য রাজনীতি করি, মানুষের কল্যাণ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছি বলেই দেশের এতো উন্নয়ন হচ্ছে। ২০২১ সালের মধ্যে কোন ঘর অন্ধকার থাকবে না, প্রত্যেক ঘরে আমরা আলো জ্বালাবো। এতো কাজের সুযোগ রয়েছে, কারও আর বেকার থাকার কথা না। ৫ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। দেশের মানুষ ভাল থাকুক, সুন্দর থাকুক- এটাই আমরা চাই।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে অংশ নেন বিরোধী দলীয় নেত্রী বেগম রওশদ এরশাদও। প্রধানমন্ত্রীর বক্তব্যে শেষে স্পিকার রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে সংক্ষিপ্ত পাঁচ কার্যদিবসের এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব

২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব

আইপিএলের ২০২৪ সালের নিলামকে ঘিরে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে তুমুল আলোচনা চলছে। বাংলাদেশের চার তারকা সাকিব ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে