| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আসছে ‘অস্কার’,বাংলাদেশের প্রতিনিধিত্ব এবার কার হাতে?

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ সেপ্টেম্বর ১৪ ১৫:১৭:৪২
আসছে ‘অস্কার’,বাংলাদেশের প্রতিনিধিত্ব এবার কার হাতে?

গেল বছরে অস্কার চলচ্চিত্র উত্সবে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অংশ নিতে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছিলো তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। ছবিটি বিদেশি ভাষার ক্যাটাগরির চূড়ান্তে পর্বে লড়াইয়ের আগেই বাদ পড়ে যায়। সেবছর সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় বিখ্যাত ইরানি নির্মাতা আজগর ফরহাদির ছবি ‘দ্য সেলসম্যান’।

বছর ঘুরে আসছে বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কারের ৯০তম আসর। আর এই আসরে সাড়া বিশ্ব থেকেই ‘বিদেশি ভাষা’র ক্যাটাগরিতে সিনেমার আহ্বান করেছে অস্কার কর্তৃপক্ষ। ডাক পেয়েছে বাংলাদেশও।

চলতি বছরে বাংলাদেশ থেকে ছবি মনোনীত করে অস্কারে দেয়ার উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ। ইতোমধ্যে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আর এই কমেটিই নির্ধারণ করে এবার কোন্ চলচ্চিত্রটি যাচ্ছে অস্কারে। আগামি ২০ সেপ্টেম্বরের মধ্যে অস্কারে চলচ্চিত্র পাঠাতে ইচ্ছুক নির্মাতাদের যোগাযোগ করতেও বলা হয়েছে। জমাকৃত চলচ্চিত্রগুলো থেকে নির্বাচন করে তারপর বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে একটি চলচ্চিত্রকে অস্কারে পাঠাবেন তারা।

অন্যদিকে চলতি বছরে কোন ছবিটি বাংলাদেশের পক্ষ থেকে অস্কারের জন্য সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে লড়তে মনোনয়ন পাবে এ নিয়ে শুরু হয়ে গেছে গুঞ্জন। কেনোনা চলতি বছরে বাংলায় মুক্তি পাওয়া এমন কোনো ছবির হদিস পাওয়া যাচ্ছে না যা অস্কারে লড়াই করার সক্ষমতা রাখে। তবে সবচেয়ে বেশী নাম শোনা যাচ্ছে মেধাবী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর আয়নাবাজির কথা।

তবে চলতি বছরে অস্কার যে নিয়ম বেধে দিয়েছে, সেই নিয়ম অনুযায়ি অস্কারে প্রাথমিক বাছাই পর্বেই বাদের তালিকায় চলে যায় ‘আয়নাবাজি’। কারণ অস্কার কর্তৃপক্ষ সিনেমা নির্বাচন করার ক্ষেত্রে সময় বেধে দিয়েছে। যেখানে বলা হচ্ছে ১ অক্টোবর ২০১৬ সালের পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাতদিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। আর এই হিসেবে আয়নাবাজি মুক্তি পায় ২০১৬ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখে। যদি অস্কার কর্তৃপক্ষের এই শর্ত ঠিকঠাক মানা হয় তাহলে এবার অস্কারের জন্য ছবিটি জমা দেয়ারই সুযোগ থাকছে না।

তাহলে কে করবেন এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব? এ ক্ষেত্রে নাম শোনা যাচ্ছে বেশ কয়েকটি ছবির। এরমধ্যে রয়েছে চলতি বছরে মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ভুবন মাঝি’। ফাখরুল আরেফিন খানের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত, অপর্ণা ও মাজনুন মিজান। এছাড়া অস্কারের জন্য প্রাথমিক তালিকায় থাকতে পারে অনিমেষ আইচের নির্মাণে আলোচিত চলচ্চিত্র ভয়ংকর সুন্দর ও শামিম আখতারের রিনা ব্রাউন ছবিটিও। প্রসঙ্গত, অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের জন্য গেল বছরে লড়াই করে বাংলাদেশের চারটি ছবি। তৌকিরের ‘অজ্ঞাতনামা’র পাশাপাশি জমা পড়েছিল ইমপ্রেসের আরও দুটি চলচ্চিত্র মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ও সুমন ধরের ‘দর্পন বিসর্জন’ এবং খনা টকিজের ব্যানারে নির্মিত রুবাইয়াৎ হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’।

ক্রিকেট

ব্রেকিং নিউজ : যে ক্রিকেটারকে বেশী টাকায় কিনে আফসোস করছে লখনউ-মালিক

ব্রেকিং নিউজ : যে ক্রিকেটারকে বেশী টাকায় কিনে আফসোস করছে লখনউ-মালিক

ঋষভ পন্থকে কিনে কি হাত কামড়াচ্ছেন সঞ্জীব গোয়েন্‌কা? ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছে লখনউ ...

আইপিএল নিলামের মাঝেই বিতর্কেরঝড়, প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে.........

আইপিএল নিলামের মাঝেই বিতর্কেরঝড়, প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে.........

আইপিএল নিলামের উত্তাপের মাঝে পুরনো দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন কর্নাটকের অলরাউন্ডার কৃষ্ণাপ্পা ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে