| ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বোর্ডের তিন বিষয়ে পাস-ফেলের গুরুত্ব নেই, বিপাকে শিক্ষার্থীরা

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১৭:৪০:৩৩
বোর্ডের তিন বিষয়ে পাস-ফেলের গুরুত্ব নেই, বিপাকে শিক্ষার্থীরা

যে কারণে স্কুল ও মাদ্রাসাগুলোর ষষ্ঠ-অষ্টম শ্রেণিতে এসব বিষয়ের উপর নিয়মিত পাঠদান চালু থাকলেও কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এসব বিষয়ের উপর পরীক্ষা নেয়া হচ্ছে আবার কোনটিতে নেয়া হচ্ছে না।

সম্প্রতি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষবোর্ড কর্তৃক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেএসসি/জেডিসি পরীক্ষায় শারীরিক শিক্ষা ও স্বাস্থ, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়সমূহ অন্তর্ভূক্ত না করে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মান যাচাই করা।

নারায়ণগঞ্জ জেলাসহ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এসব বিষয়ে অনেক আগে থেকে পাঠদান চলে আসছে। তবে এই বিষয়গুলো নবম ও দশম শ্রেণিতে পাঠদান হয় না। যে কারণে ষষ্ঠ-অষ্টম শ্রেণিগুলোতে এই বিষয়গুলো পাঠদান নিয়ে নানা প্রশ্ন উঠছিল। তাই এ বছরের এপ্রিল মাসে শিক্ষাবোর্ডের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

এই ঘোষণার পর প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যায়। আর সেই পরীক্ষায় কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এসব বিষয়ের উপর পরীক্ষা নেয়া হয়; আবার কোনো কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা নেয়া হয় না। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বি এম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এই বিষয়ের ওপর পরীক্ষা নেয়া হলেও বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে পরীক্ষা নেয়া হয়নি। এ নিয়ে শিক্ষার্থীরা বেশ বিপাকে পড়েছেন। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

এদিকে শিক্ষার্থীরা বলছে, ‘এসব বিষয় প্রয়োজন না পড়লে বাদ দেয়া হোক। আর যদি দরকার পড়ে তাহলে বোর্ড পরীক্ষা থেকে কেন বাদ দেয়া হল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল, বোর্ড পরীক্ষায় এসব বিষয়ে পরীক্ষা না নেয়া হলেও স্কুলে ঠিকই পড়ানো হয়। আর কোনো কোনো স্কুল পর্যায়ে পরীক্ষা নেয়া হচ্ছে আবার কোনো কোনো স্কুলে নেয়া হচ্ছে না। তবে পরীক্ষা নেয়া হলেও এসব পরীক্ষায় পাস-ফেল কোন গুরুত্বই রাখছে না। তাহলে এত কষ্ট করে সারা বছর এসব বই পড়ে কেন সময় নষ্ট করছি।’

অভিভাবকরা বলছেন, ‘আমরা চাই আমাদের সন্তান জ্ঞানের আলোতে আলোকিত হোক। কিন্ত এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের সন্তানরা কী শিখবে? কেননা যে বিষয়ে পড়ানো হচ্ছে সেসব বিষয় পরীক্ষায় আসবে না। তাহলে এসব বিষয় পড়িয়ে কেন অযথা সময় নষ্ট করছে। এর পরিবর্তে অন্য সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশি সময় ব্যয় করলে পরীক্ষার ফলাফল আরো ভালো হবে।’

এই বিষয়গুলো কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেয়া হচ্ছে আবার কোনটিতে নেয়া হচ্ছেনা। তাই দুই ধরণের শিক্ষা প্রতিষ্ঠানর প্রধান শিক্ষকের সাথে কথা হলো। প্রথমেই যেসব স্কুলে এসব বিষয় পড়ানো হয় কিন্তু পরীক্ষা নেয়া হচ্ছে না। সেরকমই একটি ‘বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ’।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বদিউজ্জামান এ ব্যাপারে জানান, ‘আমরা শিক্ষাবোর্ড কর্তৃক একটি নোটিশ পেয়েছি। আর সেই নোটিশ মোতাবেক কাজ করে যাচ্ছি। যেহেতু এসব বিষয়ের পরীক্ষার কোন গুরুত্ব নেই তাই পরীক্ষা নেয়া হয়নি। তবে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে মান যাচাইয়ের কথা বলা হয়েছে। তাই নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে।’

আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান বি এম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ যেখানে এই বিষয়গুলোর ওপরে পরীক্ষা নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো.আব্দুস সাত্তার মিয়ার সাথে কথা হল। তিনি জানান, ‘এ ব্যাপারটি নিয়ে আমরাও একটু অনিশ্চয়তার মধ্যে আছি। কেননা বোর্ড নির্দিষ্ট করে তেমন কিছু বলেনি। এই বিষয়গুলো আগামী জেএসসি পরীক্ষায় থাকবে না। কিন্তু এসকল বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের কথা বলা হয়েছে। যে কারণে আমরা এসব বিষয়ে পাঠদান ও পরীক্ষা নেয়া দুটো কাজই করে যাচ্ছি। অর্ধবার্ষিক পরীক্ষা নিলেও বার্ষিক নিব কিনা তা নিয়ে সংশয়ে আছি। তবে বোর্ড থেকে নির্দিষ্ট নিয়ম নীতি করে দিলে এ সমস্যা হত না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

হঠাৎ করেই মিজানুর রহমান আজহারীকে নিয়ে যে স্ট্যাটাস দিলেন সাইফউদ্দিন, মুহূর্তেই ভাইরাল

হঠাৎ করেই মিজানুর রহমান আজহারীকে নিয়ে যে স্ট্যাটাস দিলেন সাইফউদ্দিন, মুহূর্তেই ভাইরাল

২০২০ সালে দেশ ছাড়ার পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর ...

চরম উত্তেজায় : সুপার ওভারে শেষ হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ

চরম উত্তেজায় : সুপার ওভারে শেষ হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ

আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। এর আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছে ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

সম্প্রতি কঠিন সময় পার করছে ব্রাজিল ফুটবল দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব রীতিমতো ...



রে