| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

স্বামীকে হারিয়ে এখন কেমন আছেন অভিনেতাদের স্ত্রীরা

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মে ১৪ ২২:৫০:২৪
স্বামীকে হারিয়ে এখন কেমন আছেন অভিনেতাদের স্ত্রীরা

রাজ্জাকের স্ত্রী’ লক্ষী:

লক্ষীকুঞ্জের দোলনা আর নায়ক রা’জের নিজ হাতে রোপ’ন করা কাম’রাঙা গাছটি এখনো আছে। শুধু নেই মানুষটি। গোধুলি বেলায় বসে না চায়ের আড্ডা। গুল’শান ২ এর ৫ নাম্বার রোডের ৩৬ নাম্বার বাড়ি ‘লক্ষীকুঞ্জ’ এখন নীর’বই থাকে। নীরবতা ‘ভাঙার মানু’ষটি নেই। এই বাড়িতেই আছেন নায়ক রা’জের লক্ষী।

তিনি বলেন,‘ বাড়ি যে’ভাবে আছে তেম’নই রাখবে স’ন্তানরা। হি’রোর বে’ডরু’ম এখনো সেভাবে’ই আছে। বাড়ির যাব’তীয় সব ডেক’রেশন হিরো নিজে’র হাতে ক’রেছেন। তাই এই বাড়ির যেখা’নেই যাই সেখানেই তার স’ঙ্গে আমা’র কথা হয়। দোলনা আর কাম’রাঙা গাছটি তার প্রিয় ছিল। ওখানেই বসে থাকতেন। আছরে’র নামা’জের পর থেকে মাগরিব পর্যন্ত তিনি ওখানে বসতেন। চা খেতেন। আমা’র সঙ্গে গ’ল্প করতেন। ছেলেরা যখন বা’সায় থাকতো ওরাও টুল নিয়ে আমাদে’র পাশে বসে যেত।’

ছেলে সম্রা’ট জানান, ‘রাজ্জা’কপত্নী ভালো আছেন। তবে বাড়িতে কোন উৎসব হয় না। যাকে ঘিরে সবকি’ছু ছিল। তিনি না থাকলে যা হয় আরকি। ’

সালমান শাহর স্ত্রী’ সামিরা:

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর র’হস্য’জ’নকভাবে মৃ’ত্যু’ব’রণ করেন সাল’মান শাহ। বাংলা চলচ্চিত্র জ’গতের সর্ব’কালের অ’ন্যতম সেরা নায়ক সালমান শাহর স্ত্রী’ সা’মিরাও সকলের কাছে বেশ পরি’চিত মুখ। বিশেষ করে এ প্র’জন্ম সাল’মান শাহর স্ত্রী’কে অ’নেকেই চেনেন সালমান শাহর মৃ’ত্যু’র সঙ্গে জড়ি’য়ে থাকা এক নারী হিসেবে।

সালমান শাহ-এর আইনী কোন ব্যা’খ্যা অবশ্য কখনো প্রমাণ হয়নি। সালমান শাহর মা নানা সময়ে অ’ভিযোগ করেছেন স্ত্রী’ সামিরা সালমান শাহর মৃ’ত্যুর সঙ্গে জ’ড়িত। সালমান পরিবারের সন্দেহের তালি’কায় রয়েছেন সালমান শাহর স্ত্রী’ সামিরা ও সামি’রার বর্তমান স্বামী মু’স্তাক ওয়াইজ।

তিনি সাল’মান শাহ’র বাল্য’বন্ধুও। সালমান শাহর মৃ’ত্যু’র তিন বছর পরে মু’স্তাক ওয়া’ইজ বিয়ে করেন সামি’রাকে। জানা যায় থাইল্যান্ড নয়, সামিরা ও তার স্বামী বর্তমানে বাংলাদেশেই বসবাস করছেন। সামি’রা-মু’স্তাকের ঘরে দুই মেয়ে এক ছেলে রয়েছে। বর্তমানে তাদের নিয়ে সংসা’র করছেন তা’রা। শুটিং ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মক’র্তা মু’স্তাক ওয়াইজ। বাংলাদেশে তার ব্য’বসাও রয়েছে। তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী হিসেবেও পরিচিত। সামি’রা গৃহিনী’ হিসেবেই সময় কা’টাচ্ছেন। দুই মেয়েকে স্কুলে নিয়ে যান।

মান্নার স্ত্রী’ শেলী:

মান্নার স্ত্রী’ শেলী মা’ন্না ভালো আছেন। তিনি বলেন,‘আমি চা’করি করছি। সংসা’র আছে, ছেলে আছে’, মান্নারও অনেক কাজ বাকি আছে-সবগু’লো’ই এক হাতে সাম’লাচ্ছি। আমি জানি, মান্না বেঁ’চে থা’কলে কাজ’গুলো আমা’র করা লাগত না।

মান্নাসত্যি বলতে, উ’নি বেঁ’চে থা’কাকা’লীন পৃথি’বীতে কখনো’ই একা মনে হয়নি’ নি’জেকে। এখন সত্যি বড্ড একা লা’গে। আমি মা’ন্নার স্মৃ’তি নি’য়েই বেঁচে আছি। আমা’র পরিচয় হলো, আমি মান্নার স্ত্রী’। আ’মাদের একটি ছেলে আছে, আ’মা’র একটা সোসা’ই’টি আছে। মা’ন্নার রেখে যাওয়া কাজ’গুলো করা আমা’র জন্য অনেক বড় একটা দা’য়িত্ব।

তিনি বলেন,‘অ’নেকে স্বা’মীর মৃ’ত্যু’র পর দ্বিতীয়বার বি’য়ের চিন্তা করে। কিন্তু আ’মি বলি, বিয়ে’টায় কি সব? এর বাইরে জীবনের আর কোনো অধ্যায় নেই? একটা বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয় না। বিয়ে করলে আ’বার আ’রেকটা মানুষের দায়দায়িত্ব এসে পড়বে আ’মা’র কাঁ’ধে। আমা’র স্বামীর সব’কিছু মিশে যাবে। আমি চাই না। আমি বিয়ের পক্ষপা’তি আমি নই। স্বামী’র স্মৃ’তি নি’য়েই বাঁ’চতে চাই।

তিনি স্মৃ’তি’চারণ করে বলেন,‘যখন আমাদের বিয়ে হলো তখ’ন তো ও তুমুল ব্যস্ত অ’ভিনয়’শিল্পী।’ অ’ভিনয়ে’ই প্রচুর সময় দিতে হত। আমিও চাকরি নিয়ে ব্যস্ত সময় কাটি’য়েছি তখন। দি’ন’ভর যে যেই কাজই করি না কেন দিনশেষে দু’জ’ন ছিলাম শুধুই দু’জনার। আমা’দের ছোট্ট সংসা’রে সুখ আর প্রশা’ন্তি’টা ছিল।’

একমাত্র ছেলে’ সিয়াম বিদেশে পড়া’শুনা করছেন। শেলী স্বামীর স্মৃ’তি আকড়ে ‘সিনেমা প্রযো’জনা করেছেন গেল বছর। তিনি এখনো চাকরি ‘করেন বিমানে।

জসিমের স্ত্রী’ নাসরিন:

জ’সিমের তিন ছেলে। রাতুল, রাহুল, সামি। যার মধ্যে রাতু’ল ও সামি ‘Owned’ ব্যান্ডের বেজি’স্ট ও ড্রামা’র (এই ব্যান্ডদল বর্তমানে অনেক ট্রেন্ডিং ব্যান্ড)। রা’হুল ‘Trainwreck’ ব্যান্ডের গিটা’রিস্ট (এই ব্যান্ডের ড্রামা’রই পরে অ’র্থহীন ‘ব্যা’ন্ডে যোগ দিয়েছেন) আর সামি ‘Porahor’ এর ড্রামা’র। জ’সিমের প্রথম স্ত্রী’ ছিলে’ন ড্রিম’গার্ল’খ্যাত নায়িকা সু’চরিতা। পরে তিনি ঢা’কার প্র’থম সবাক ছবির না’য়িকা পূর্ণিমা সেনগু’প্তার মেয়ে না’সরি’নকে বিয়ে করেন। নাস’রিনই মূ’লত জসি’মের স্মৃ’তি আক’ড়ে আছেন। জসি’মের ছেলে রাহুল জানান,‘ আ’ ভালো আছেন। তিনিই আ’মাদে’র বড় করেছেন। বাবা’র অভাব কখনো বুঝ’তে দেননি।

বাবা’র মৃ’ত্যু’র সময় রাহুলের বয়স ছিল পাঁচ কি ছয়। বাবার পথ ধরে একস’ময় অ’ভিনয়ে নাম লেখা’নোর ইচ্ছা থাকলেও চলচ্চিত্রের ‘দুরবস্থার’ কারণে আর এ পথ মাড়াননি ছেলেরা।

নায়ক জসিমের ছেলেমাত্র ৪৮ বছরে ওপারে পা’ড়ি জমানো এ অ’ভিনেতার ছেলে বলেন, বাবার জন্য তাকেও মাঝে মধ্যে ‘মধুর বিড়ম্বনায়’ পড়তে হয়। ‘একবার এক পরিচিতজনের বিয়েতে মিরপু’র গেলাম। আগে থেকেই খবর রটে’ছিল সেখানে জসিমের পরিবার যাচ্ছে। রাস্তায় হা’র হাজার মানুষ ভরে যায় আমা’দের দেখার জন্য।

বাবার প্রতি মানুষের ভালো’বাসা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। বাবাকে সাধারণ মানুষরা এখনো অ’নেক বেশি ভালবাসে। বাসে উঠলে কোন’ভাবে যদি জানতে পারে আমি জসিমের ছেলে। টাকা দেয়ার সা’ধ্য থাকে না আ’মা’র। তারা নিবেই না। তাদের এক কথা আ’পনি বসের ছেলে।’ জা’নালেন তার আ’রেক ছেলে সামী।

আইয়ূব বাচ্চুর স্ত্রী’ চন্দনা:

স্ত্রী’ ফেরদৌস চন্দনা এবং দুই সন্তান রেখে গেছেন আই’য়ূব বাচ্চু। ছেলে ফাইরুজ ও মেয়ে তাজওয়ার। তাদের একজন কানাডা ও অ’পরজন অস্ট্রে’লিয়ায় প’ড়ছেন। আইয়ূব বাচ্চুর স্ত্রী’ এখন বেশিরভাগ সময় মেয়ের সঙ্গে অস্ট্রেলিয়াতেই থাকেন। বরিশালের পটুয়াখালীর বাউফ’ল উপজে’লার বিলবিলাসের মিয়া বা’ড়ির মেয়ে এই চন্দনা।

যদিও চন্দনার পরিবার প্রায় অ’র্ধ্বশ’তক আগেই ঢাকায় প্র’তিষ্ঠা পেয়েছে। চন্দনার বাবা বীর মুক্তি’যো’দ্ধা আব্দুর রব মিয়া পাকিস্তান সেনাবাহিনীর লে. কর্ণেল ছিলেন। চন্দনাদের ঢাকায় বাসা ঢাকা কলেজের উল্টো দিকে পটুয়াখা’লীর আ’রেক কৃতি সন্তান প্রফেসর হাওলাদা’রের গলিতে। চন্দনারা তিন ভাই তিন বোন। ভাই শা’কিল, শাহেদ ও বাবু। বোন মিতা, রিতা, চন্দনা। প্রেম করে বিয়ে করে’ছিলেন আইয়ূব বাচ্চু। প্রেমটি চন্দনার পরিবার প্রথম দিকে মানেননি, কিন্তু পরিবর্তী’তে বিয়েটি পারিবারিকভা’বেই হয়েছিল।

আইয়ুব বাচ্চু ১৯৮৬ সালে যখন তার একক অ্যা’লবাম র’ক্ত’ গো’লাপ রেকর্ডের জন্যে ঢাকায় আ’সে তখন সে তার এক বন্ধুর বাসায় গিয়েছিল। তার বন্ধুর বাসায় একটি আয়নায় ফেরদৌস চন্দনার ছবি লাগানো ছিল৷ বাচ্চু সেই ছবি দেখেই তার বন্ধু’কে ব’লেছিল যে, ‘সে চন্দনাকে বিয়ে করতে চায়’। তার সাথে যখন চন্দনার দেখা হয় তখন তারা এক’জন আরে’কজন খুবই পছন্দ করে ফেলে। পরে যখন চন্দনার পরি’বারে সবাই বা’চ্চুর ব্যা’পারে জেনে যায়, তখন তারা তাকে বা’চ্চুর সাথে দেখা করতে দিত না।

বাচ্চু বলেছিলেন যে, তার ব্যান্ড এলআ’রবি এর প্রথম অ্যালবাম এল আর বি – ১ এর একটি গান ‘ফেরারি মন”, চন্দনাকে যখন তার পরি’বার বা’চ্চুর সাথে দেখা করতে দিচ্ছিলেন না, তখন বাচ্চুর কেমন মনে হচ্ছিলো তার কথাই বলে: ‘ফে’রারি এই মনটা আমা’র, মানে না, কোনো বাধা৷ তো’মাকে পাওয়ারই আশা’ই। ফিরে আসে বারে বার।’

বাচ্চু তখন ঢাকায় এলি’ফ্যান্ট রোড এর একটি বাসায় থাকতো। তার কাছে মাত্র ৬০০ টাকা ছিল, যা দিয়ে সে কিছুই করতে পারছিলোনা৷ অ্যালবাম রেকর্ড করে সে আবার চট্টগ্রাম চলে আ’সে। কিন্তু তাও সে প্রায় সম’য়েই চন্দনা কে দেখতে ঢাকা আসতো। যখন সে ১৯৯০ এর শে’ষের দিকে সোলস ছেড়ে দেয়, তখন সে ঢাকায় আসে আর চন্দ’না কে বিয়ের প্রস্তাব দেয়৷ চন্দ’নার পরি’বার প্রথমে রা’জি না হলেও পরে রা’জি হয়ে যায়।

ক্রিকেট

ব্রেকিং নিউজ: IPL নিলামে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা

ব্রেকিং নিউজ: IPL নিলামে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা

২০২৪ সালের আইপিএল নিলাম বাংলাদেশি ক্রিকেটারদের জন্য হতে চলেছে এক রোমাঞ্চকর মঞ্চ। ২৪-২৫ নভেম্বরের এই ...

টেস্ট ইতিহাসে সর্বনিন্ম রানে অল-আউট অস্ট্রেলিয়া, লিড নিল ভারত

টেস্ট ইতিহাসে সর্বনিন্ম রানে অল-আউট অস্ট্রেলিয়া, লিড নিল ভারত

পার্থ টেস্টের শুরুটা অস্ট্রেলিয়ার জন্য ছিল স্বপ্নের মতো। ভারতীয় ব্যাটিং লাইনআপকে ১৫০ রানে গুটিয়ে দিয়ে ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে