| ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

নতুন করে যে ইঙ্গিত দিচ্ছে করোনা ভাইরাস

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মে ০৪ ১৭:০৯:১৯
নতুন করে যে ইঙ্গিত দিচ্ছে করোনা ভাইরাস

বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশগুলো। লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারত ও পাকিস্তানে। আমরা আজ আলোচনা করবো ৭ টি দেশ নিয়ে।

যে দেশগুলোতে করোনা ভয়ংকর রূপ নেয়া শুরু করেছে। এখন যে ৭ টি দেশে মৃত্যু ও সংক্রমণ দ্রুত বাড়ছে তার শীর্ষে আছে ব্রাজিল। ওই অঞ্চলেরই মেক্সিকো, ইকুয়েডর ও পেরুতেও একই অবস্থা। এ ছাড়া কানাডা, রাশিয়া ও ভারতে পরিস্থিতি দ্রুত ভয়ংকর হচ্ছে।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁইছুঁই। প্রতিদিন পাঁচ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে। গত পাঁচ দিনে দেশটিতে মৃতের সংখ্যা: বৃহস্পতিবার ৫২০ এবং রোববার ৫০৯ জনের মৃত্যু হয়। অন্য তিন দিনের মধ্যে শুক্রবার মারা যায় ৪৪৮, শনিবার ৩৯০ এবং সোমবার ৩৪০ জন। বিশ্ব র‍্যাংকিংয়ে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যায় দেশটি ৮ নম্বরে। গতকাল পর্যন্ত মারা গেছে ৬ হাজার ৭০০–এরও বেশি মানুষ।

পেরুতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত সাত–আট দিনে দৈনিক রোগী শনাক্ত হচ্ছে গড়ে আড়াই থেকে তিন হাজারের বেশি। আর গত পাঁচ দিনে মৃত্যু হচ্ছে ৭০ জনের বেশি করে। এর মধ্যে গত শনিবার মৃত্যু হয়েছে ১০৮ জনের। সব মিলিয়ে দেশটিতে প্রায় ৪৩ হাজার রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু ১ হাজার ২০০ ছাড়িয়েছে।

পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে ইকুয়েডরেও। মৃত্যু দেড় হাজার ছুঁই–ছুঁই। আক্রান্ত ৩০ হাজারের মতো। সেই অর্থে অন্য দেশগুলোর তুলনায় খুব বেশি মনে না হলেও গত পাঁচ দিনেই মারা গেছেন নয় শর বেশি মানুষ। কানাডায় পরিস্থিতি আরও ধারাবাহিকভাবে খারাপ হচ্ছে। দেশটিতে গত এক মাসের প্রথম ১৫ দিন দৈনিক এক হাজারের বেশ এবং শেষ ১৫ দিন দৈনিক দেড় হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন।

আর মৃত্যুও গত ২০ দিনে কোনো দিন ১০০ এর নিচে নামেনি। বেশির ভাগ দিন ছিল দেড় শর পাশাপাশি, একদিন তা দুই শও ছাড়িয়েছে। গত শনিবারও মারা গেছেন ১৭৫ জন। তার আগের দিন ২০৭ জন। সব মিলিয়ে কানাডায় মৃত্যু সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে। রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৫৭ হাজার।

মেক্সিকোয় মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে গতকাল। এর মধ্যে ১০ দিন ধরে প্রতিদিন মারা যাচ্ছেন এক শর বেশি মানুষ। দেশটিতে সংক্রমিত রোগী আছেন ২১ হাজারের বেশি। এক দিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন শনিবার, ১ হাজার ৫১৫ জন। আমেরিকার যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির পর করোনা এবার রাশিয়ায় হানা দিয়েছে। গত ১৫ দিন গড়ে পাঁচ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে দেশটিতে। দেশটিতে গতকাল ১০ হাজার ৬৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে রাশিয়ায় রোগী শনাক্ত হলেন ১ লাখ ৩৪ হাজারের বেশি। কিন্তু এত বেশি রোগী নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে কম মৃত্যু এই দেশটিতে, গতকাল পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ জন। শনিবার মারা গেছেন ৫৮ জন।

এরপরও রাশিয়ার কর্তৃপক্ষ ১২ মে থেকে বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে। যদিও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘পরিস্থিতি অত্যন্ত কঠিন রয়ে গেছে।’ দক্ষিণ এশিয়ার মধ্যে সংক্রমণ ও মৃত্যু দ্রুত বাড়ছে ভারতে। দেশটিতে শনিবার দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০ জন হয়। গতকালও ভারতে মৃত্যু হয়েছে ৮৩ জনের। মোটের ওপর দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩০০ জনের বেশি রোগীর। আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪০ হাজার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এইমাত্র পাওয়া গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট,তবে কি জাতিয় দলে খেলতে পারবেন তামিম

এইমাত্র পাওয়া গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট,তবে কি জাতিয় দলে খেলতে পারবেন তামিম

আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ভার্সনে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। এই টুর্নামেন্টে খেলার ...

চরম উত্তেজনায় এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে ম্যাচ,জেনেনিন ফলাফল

চরম উত্তেজনায় এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে ম্যাচ,জেনেনিন ফলাফল

বাংলাদেশ নারী দল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে